কবিতা || ক্যানভাস || নমিতা বোস
ক্যানভাস
নিশ্চয় কোথাও আগুন লেগেছে ,
নাহলে শূন্য কলসির দিকে ঝুঁকছে কেন কিছু দ্বন্দ্ব বিবাদ!
উদ্দ্যেশ্য বিহীন রক্ত ক্ষরণ গন্ধহীন ,অর্থহীন।
পরিচিত অক্ষর শুকনো কাঠে বেঁচে থাকার লড়াই করছে।
পরিমার্জিত হতে চাইছে বর্নলিপি।
কাল ও তো তোমাকে দেখেছি সজীব দেহে,
জতিস্মরের জন্মা থেকে জেগে ওঠা আলোক মালায় ,
তখন তো কোনো আভাস ছিল না অনিশ্চয়তার কাল্পনিক সিড়ির ,
তবে কেন এই অগ্নিপ্রীতি,আর অনভ্যাসের সপ্তসুর ?
তবে কি বুঝে নেবো বর্ষারম্ভের প্রাক্কালে এই গোলাকার পৃথিবীর শরীরে সুর্য্যের দংশন আলপথে মহাদেশ গুলোকে ক্যানভাসে রেখেছে শুধুমাত্র দিনরাত্রির প্রত্যাশায়?
Comments