Sunday, January 9, 2022

কবিতা || সাজবো আমি শিম্পাঞ্জি || শ্যামল চক্রবর্ত্তী

 সাজবো আমি শিম্পাঞ্জি 




বেকার আমি ভাই,

চাকুরী খুঁজি তাই

 খবর পেলাম বিজ্ঞাপনে,

সাজদে হবে শিম্পাঞ্জি,

  কষ্ট কিছুই নেই।

চাকরি আছে এমে পাশে।

দেখবে আমার টিকিট কেটে

বাঁদর কিন্তু নয়।

হঠাৎ করে দেখতে এলো

বিজ্ঞ মহাশয়।

অবাক হয়ে প্রশ্ন করে,

শেষে কিনা জন্তু হোলি ভাই?

মুখ ঢেকেদে শিক্ষাতে এ,

মূল্য শিক্ষার কই?

শিক্ষা দেবে জন্তু কত,

 বন্দি খাঁচায় তুই।

দেশ চালাবে শিম্পাঞ্জি।

মুচকি হাসে পক্ষী পশু,

 করলি স্বাধীন ভাই।

আবাস মোদের মুক্ত জগত,

  চিড়িয়াখানায় তুই।

No comments: