মাসিক ব্লগ ম্যাগাজিন (সাহিত্য সংখ্যা-- প্রতি মাসে শেষ সপ্তাহ)
অজানা
মিহির কুন্ড থমকে গেলো
সাগর লবন সব হারালো,
মন মহাজন রয় গুটিয়ে
ভাবনা গুলো যায় পালিয়ে,
বলার মতো নাইকো কিছু
নাই কিছু আর উঁচু নিচু,
পৃথিবীতে চেপে শুন্য হাতে
যাচ্ছি এ কোন অজানাতে l
Post a Comment
No comments:
Post a Comment