Sunday, January 23, 2022

কবিতা || অজানা || সৈয়দ শীষমহাম্মদ

 অজানা 

        



মিহির কুন্ড থমকে গেলো

সাগর লবন সব হারালো,

মন মহাজন রয় গুটিয়ে 

ভাবনা গুলো যায় পালিয়ে,

বলার মতো নাইকো কিছু 

নাই কিছু আর উঁচু নিচু,


পৃথিবীতে চেপে শুন্য হাতে 

যাচ্ছি এ কোন অজানাতে l

No comments: