কবিতা || আধুনিক যুগ || অভিজিৎ দত্ত
আধুনিক যুগ
আজ থেকে কয়েক হাজার বছর আগে
রাজপুত্র সিদ্ধার্থ, রাজকীয় সুখ ছেড়ে
পথে বেরিয়েছিলেন কীসের জন্যে?
নানক, চৈতন্য, কবীর, মীরাবাঈ
ঈশ্বরের নামগান প্রচার করেছিলেন
কীসের জন্যে?
বিংশ শতাব্দীতে বিপ্লবী অরবিন্দ
কারাবাসের পর পরিণত হয়েছিলেন
যোগীতে, কীসের জন্যে?
বিবেকানন্দ অনেক কষ্ট সহ্য করে
আমেরিকায় গিয়েছিলেন ধর্মপ্রচারে
কীসের জন্যে?
সূর্য সেন, ক্ষুদিরাম, ভগৎসিং সহ
অসংখ্য বিপ্লবী প্রাণ দিয়েছিলেন
দেশের জন্য, কীসের জন্যে?
অথচ স্বাধীনত্তোর পরবর্তী ভারতে
বর্তমান সময়ে,কী দেখছি সমাজে?
চুরি,দূর্নীতি,ধাপ্পা, ফাঁকিতে সব লিপ্ত
ভোগবাদ,অপসংস্কৃতিতে মত্ত
দেশপ্রেম গেছে ঘুচে
স্বাধীনতা সংগ্রামীদের মন থেকে
ফেলেছে মুছে।
এ কোন ভারতবর্ষ?
আজকের আধুনিক ভারতের প্রজন্ম
কখনও কী ভেবেছো
অগ্রজদের আত্মত্যাগের কথা?
পড়েছো বা জেনেছো ভারতের
বিপ্লবীদের ও মহাপুরুষদের কথা?
আজকে কেন দেশে এত হানাহানি
ধর্ম নিয়ে লড়াই, হিংসা ও রাহাযানি?
আসলে আধুনিক যুগে উন্নতি
হয়েছে উপরে,উপরে,হয়নি ভেতরে
অথচ ভেতরের উন্নতিটাই তো আসল
যেটার ছিল খুব দরকার
যার অভাবে দেশ অন্ধকার।
সমাজ গঠনের মূল কাজটাই
আজ হচ্ছে অবহেলিত
শিক্ষারূপ জ্যোর্তিময় সত্তা
আজ অন্ধকারে পরাভূত।
তাই উন্নত সমাজ গঠনের আশা
আজ দিবাস্বপ্নের মত।
Comments