অনুগল্প || ওজন || সিদ্ধার্থ সিংহ
ওজন
বোন খুব চিন্তিত হয়ে বলল, কী ব্যাপার বল তো, সকালে মাপলাম আমার ওজন পঞ্চাশ কিলো। এখন দেখছি আমার ওজন আটান্ন কিলো। মেশিনটা কি খারাপ হয়ে গেছে নাকি?
ভাই বলল, মেশিনটা ঠিকই আছে। তোর ওজন পঞ্চাশ কিলোই। আর তুই এখন যে মেকআপ করেছিস তার ওজনটা ধর, ওটা তো আট কিলো।
Comments