Sunday, January 23, 2022

কবিতা || ভাবনাগুলো || দিলীপ কুমার মধু

 ভাবনাগুলো



ভাবনাগুলো এক জায়গায় জড়ো হয়

গোল পাকায়,

গাছের প্রতিবিম্ব গাছ নিজেই দেখে ।


কতকটা আলো আর কতকটা কালো

মিলেমিশে,

একটা মাঝারি পৃথিবী তৈরি করে ।


ভালোবাসা ভাঙে ঠুনকো হাওয়ায়

ওদের ভাবনায়,

কাল মাঝরাতেও নাকি একাত্মতা ছিল ।


পৃথিবীটা নিচের দিকে গড়াচ্ছে

গড়াতেই থাকুক,

যদি পারো সজোরে একটা ধাক্কা মারো ।


পাতিলেবুর রস নিংড়ে খাওয়া যাদের শখ

তাদের তো,

একটা মাত্র পাত্র পেলেই চলে ।

No comments: