কবিতা || ভাবনাগুলো || দিলীপ কুমার মধু

 ভাবনাগুলো



ভাবনাগুলো এক জায়গায় জড়ো হয়

গোল পাকায়,

গাছের প্রতিবিম্ব গাছ নিজেই দেখে ।


কতকটা আলো আর কতকটা কালো

মিলেমিশে,

একটা মাঝারি পৃথিবী তৈরি করে ।


ভালোবাসা ভাঙে ঠুনকো হাওয়ায়

ওদের ভাবনায়,

কাল মাঝরাতেও নাকি একাত্মতা ছিল ।


পৃথিবীটা নিচের দিকে গড়াচ্ছে

গড়াতেই থাকুক,

যদি পারো সজোরে একটা ধাক্কা মারো ।


পাতিলেবুর রস নিংড়ে খাওয়া যাদের শখ

তাদের তো,

একটা মাত্র পাত্র পেলেই চলে ।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ