Sunday, January 23, 2022

কবিতা || টোপ || চিরঞ্জিত ভাণ্ডারী

 টোপ




যে যতখানি ঘোলা জলে ছড়াতে পারে সুগন্ধবতী টোপ

সংযম ছিঁড়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে যায় মাছ,বেপরোয়া

হেঁচকা টানে কেউ কেউ ফুটন্ত কড়াইয়ের তেলে

বাকী সব আয়াসে শরীরের ওজন বাড়ায়।

ঠিক এই অঙ্কটা বুঝতে বুঝতে হাত থেকে পিছলে পালায়

সূর্য ওঠার গীত সঙ্গীত।

No comments: