Wednesday, January 5, 2022

মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ || Asha karmi recruitment from Murshidabad district || Asha karmi recruitment 2022 || icds recruitment 2022






##মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ।প্রতিটি গ্রামে গ্রামে আবেদন। থাকছে নিজের গ্রামে চাকরির সুযোগ।

 


 

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য রয়েছে নতুন 


বছরে সুখবর। রাজ্যের জেলার প্রত্যেক গ্রামে গ্রামে 


নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা শাসক। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশে 


জেলার ব্লক অফিসের গ্রামের সাব সেন্টারে নিয়োগ 


করা হবে। থাকছে নিজের গ্রামে চাকরি করার বিরাট 


সুযোগ। বিজ্ঞপ্তি থেকে জানতে পারি , কোনো পরীক্ষা 


দিতে হবে না। শুধু মাধ্যমিকের নম্বরের উপর মেরিট 


লিস্ট তৈরি হবে । তারপর তাদের ইন্টারভিউ-র মাধ্যমে 


এই চাকরিতে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি 


প্রার্থীরা আবেদন করবেন তারা সম্পূর্ণ বিষয় নীচে পড়ে নিন---





আবেদন পদ্ধতি : 


অফলাইনের মাধ্যমে জেলার প্রত্যেক ব্লক অফিসে / 


গ্রাম পঞ্চায়েত অফিসে / নিকটবর্তী সাব সেন্টারে 


আবেদন ফর্ম জমা করতে পারেন। নীচের দিকে 


আবেদন ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান 


থেকে ডাউনলোড করে নেবেন।





নিয়োগ প্রক্রিয়া : 


মাধ্যমিকের নম্বর দেখে মেরিট লিস্ট তৈরি করা হবে 


এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ -তে ডাকা হবে। 




শূন্যপদের নাম : আশা কর্মী (Asha Workers)




মোট শূন্যপদ :


আগে শূন্যপদ ছিল 111 টি এবং পরে নতুন সৃষ্ট শূন্য 


289 টি। মোট শূন্যপদ 400 টি। প্রত্যেক গ্রামে নিয়োগ করা হবে। 




শিক্ষাগত যোগ্যতা :


 শুধু মাধ্যমিক পাশ করলে এই পদে আবেদন করতে 


পারবে এবং উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে 


তবে মাধ্যমিকের নম্বর দেখে নিয়োগ করা হবে। 




কারা কারা আবেদন করবেন:


1. শুধু মহিলারাই আবেদন করতে পারবে। 


2. মহিলাদের অবশ্যই বিবাহিত /বিধবা /বিবাহ বিচ্ছেদ হতে হবে। 


3. আবেদনকারীরকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে 


হবে। যে গ্রামে শূন্যপদ রয়েছে সেই গ্রামের বাসিন্দা 


ছাড়া অন্য গ্রাম থেকে আবেদন করতে পারবে না। 






আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন:



1. মাধ্যমিক এডমিট কার্ড / বয়সের প্রমাণপত্র 


2. মাধ্যমিকের মার্কশিট 


3.বয়সের প্রমান পত্র 


4. বাসিন্দা প্রমান 


5. কাস্ট সার্টিফিকেট


6. অন্যান্য (যদি থাকে)





আবেদন পত্র জমা করার ঠিকানা ও নিয়োগের স্থান : 


মূর্শিদাবাদ জেলার প্রত্যেক ব্লকের গ্রামে গ্রামে নিয়োগ 


করা হবে। নিচে অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিন


কোন কোন গ্রামে শূন্য পদ রয়েছে। 




আবেদন পত্র জমা করবেন :


 ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন পত্র জমা করতে 


পারবেন নিজের ব্লক অফিসে / গ্রাম পঞ্চায়েতে / সাব 


সেন্টারে আবেদন পত্র জমা করতে পারবে। তবে 


আবেদন করার আগে অফিসিয়াল নোটিশ দেখেনিবেন 


এবং আরও বিস্তারিত জানতে মূর্শিদাবাদ জেলার 


বিভিন্ন ব্লক অফিসে যোগাযোগ করবেন। 




আবেদনের তারিখ : 


আবেদন শুরু হবে 03/01/2022 থেকে এবং আবেদন চলবে 24 তারিখ পর্যন্ত। 




 বিস্তারিত জানতে এবং ফর্ম টি পেতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।




Official Notification : 


https://murshidabad.gov.in/notice_category/recruitment/

 

_________________________________________________






সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন---


https://worldsahityaadda.blogspot.com/2022/01/health-and-family-welfare-samity.html

No comments: