Sunday, January 23, 2022

কবিতা || অরণ্যে রোদন || অরবিন্দ সরকার

 অরণ্যে রোদন

               


দড়ি দিয়ে বেঁধে রেখে অসহ্য প্রহার,

হাত দেহ খান খান মুখবন্ধ তার,

গভীরে শেকড় তবু নেইকো নিস্তার,

আইনে বুড়ো আঙুল ধ্বংসের বিস্তার।


অসহ যন্ত্রণা নিয়ে দুর্বলের হার,

বিহগেরা বাস্তুহারা সমানে চিৎকার,

নিধন যজ্ঞে মানুষ লিপ্তে ব্যভিচার,

বচনে মাইক ফাটে তেঁতো ব্যবহার।


বোবার কান্নার ধ্বনি যায় আসে কার,

বধিরেরা কান কাটা চলে অবিচার,

মেরে কেটে পাটাতন তক্তা আকছার,

পুড়িয়ে জ্বালানি দেহের সৎকার।


হাতে পায়ে কোপ মারে করে অত্যাচার,

যদি পায় হাত তারা ধরা ছারখার।

No comments: