বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগ || bsk New Recruitment 2022 || WB govt jobs || www.bsk.wb.gov.in || government jobs news


 


বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) কর্মী নিয়োগ :---

----------------------------------------------


সরাসরি  ইন্টারভিউয়ের মাধ্যমে

কর্মী নিয়োগ হবে। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। রাজ্য সরকারের এটি একটি স্থায়ী চাকরির শূন্য পদ। 


যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল---

 ১.Help desk personal

২.  Reconciliation personal              

  ৩.senior software personal          

৪. chief Finance officer (CFO)

৫. chief Technology officer (CTO) ৬.chief operating officer (COO)


 চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। (বি এস কে) বাংলা সহায়তা কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের ওয়েবসাইটটি হল-

www.parrecruitment.com


 নিয়োগ প্রক্রিয়া:-- সঠিকভাবে আবেদন করার পর চাকরিপ্রার্থীদের নামের লিস্ট প্রকাশ করা হবে। এরপর ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ ডেট ও ইন্টারভিউ স্থান। তারপর ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

চাকরিপ্রার্থীদের আবেদনের বয়স বয়স 18 থেকে 55 বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ 5 ফেব্রুয়ারি 2022


চাকরি প্রার্থীদের গ্রাজুয়েশন হতে হবে ও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট  থাকতে হবে। অফিশিয়াল নোটিশ : 


Official website --- www.bsk.wb.gov.in


__________________________________________________



সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিংক এ ক্লিক করুন--


https://worldsahityaadda.blogspot.com/2022/01/500-central-government-supervisor.html


_______________________________________________


বিজ্ঞাপন:


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র