Sunday, January 23, 2022

কবিতা || শান্তির নীড় || বিমান প্রামানিক

 শান্তির নীড়




চল্ ফিরে যায় নীড়ে

দেরি করিস কেন ওড়ে। 

তোর আসন কোথা গেল

চুল কেন এলো মেলো? 

তোর গলায় কিসের আঁচর?

দেখে কন্ঠে উঠে মোচর। 

বাক রুদ্ধ হয়েই থাকা

ওরে আমার চীর সখা। 

আমি ছিলাম তোর অপেক্ষায়

তোর আসার সময় হয় নাই? 

বিধাতাও আজ বিমুখ হয়ে

আমিও সেদিক পানে চেয়ে। 

তোর জন্য আসনখানি পাতা

আমি রয়েছি হয়ে ছাতা। 

আয় তবে আয় এবার

শান্ত করবি তবে সবার। 

মনের ভাবনা যত তাদের

তুই রাখিস শান্তিতে ওদের

আবার বলছি সেকথা তোরে

চল ফিরে যায় নীড়ে।

No comments: