গদ্য || কবিতার বিষয়ে || তাপস কুমার বেরা

 কবিতার বিষয়ে 

      


সুন্দর কথাই কবিতা | যে কোন বিষয়ে কবিতা লেখা গেলেও যে কোন বিষয় নিয়ে কবিতা না লেখাই উচিত হবে | কোন কবিতার বিষয় সাপ্রদায়িক হলে সে কবিতা পরিত্যাগ করাই প্রয়োজন মানব সমাজের কল্যানে | সে রকম রচনাকে কবিতা আখ্যা না দিয়ে অকবিতা আখ্যা দেওয়া যেতে পারে | কবিতা মানুষের মধ্যে অনুভূতির সঞ্চার করে | কবিতা ভালোবাসার জয় গান গায় |  স্বেচ্ছাচারিতা কবিতার উদ্দেশ্য হওয়া ঠিক নয় | অনেক সময় কবিতায় দুঃখ , ব্যার্থতা নিয়ে লেখা হলেও এটা বোঝানো হয় না যে , জীবনের মানে হল দুঃখ , বার্থতা | বরং ,  এটা বোঝানো হয় যে , জীবনে দুঃখ , ব্যার্থতা আসে | দুঃখ , ব্যার্থতা আছে বলেইতো সুখ , সাফল্যের এত কদর , এত আকৰ্ষণ | কবিতা মানুষকে শিক্ষা দেয় , সুখ , দুঃখ জীবনের অঙ্গ | কবিতা মানুষকে জীবনমুখী করে তোলে | দুঃখ , ব্যার্থতায় ধ্বংস না হয়ে জীবনের পথে এগিয়ে চলাই মানুষের ধর্ম , কর্ম , কবিতার মর্ম | কবিতা জীবনের কথা বলে , জীবন গড়ার কথা বলে |

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ