নিবন্ধ || স্মরণে- নবনীতা দেব সেন || শিবাশিস মুখোপাধ্যায়

 স্মরণে


নবনীতা দেব সেন, বিশিষ্ট লেখক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক




আমার বিশেষ পরিচিতা নবনীতা দেব সেন, বিশিষ্ট লেখিকা এবং সকল প্রকার বুদ্ধিবৃত্তিক গুণাবলীর অধিকারী বহুমুখী মহিলা। অভিনেত্রী নন্দনা দেব সেনের মা, নোবেল পুরস্কার বিজয়ী শ্রী অমর্ত্য সেনের প্রাক্তন স্ত্রী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ছিলেন। 

আমার ভাষাতত্ত্ব পড়ার সময়ে 1984 এ ওনার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং আমার তুলনামূলক সাহিত্যের ওপর উৎসাহ দেখে একদিন বাড়িতে ডাকেন লাঞ্চ এ। তারপর আমাকে উনি বলেন ডেকান কলেজ, পুনা তে যেতে। সেখানে তখনকার দিনে বিশ্ববিখ্যাত পন্ডিতরা ছিলেন যাঁরা ভাষাতত্ত্ব পড়াতেন। তাই আমার পুনাতে পড়তে যাবার অন্যতম কারণ ছিলেন উনি। তারপরেও অনেক বার যোগাযোগ হয়েছিল এবং সময়ে সময়ে আমাকে উৎসাহিত করতেন।

কলকাতায় একটি সাংস্কৃতিক পরিবারে তার জন্ম 13 জানুয়ারী, 1938। তার বাবা-মা দুজনেই ছিলেন কবি।  প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিস্টিনশন সহ উচ্চতর পড়াশোনা করেছেন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেছেন। তিনি বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউনহাম কলেজ থেকে তার পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

1988-1989 সালে, তিনি কলোরাডো কলেজে ক্রিয়েটিভ রাইটিং এবং তুলনামূলক সাহিত্যের চেয়ার পেয়েছিলেন। তিনি ভারতীয় জাতীয় তুলনামূলক সাহিত্য সমিতির সহ-সভাপতিও হন। বেশ কয়েকবার তিনি গুরুত্বপূর্ণ সাহিত্য পুরস্কার যেমন জ্ঞানপীঠ, সরস্বতী সম্মান, কবির সম্মান এবং রবীন্দ্র পুরস্কারের জুরি সদস্য ছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ-সভাপতি এবং পশ্চিমবঙ্গ মহিলা লেখক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি পদ্মশ্রী এবং সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছেন । বিভিন্ন ঘরানার বাংলায় অনেক বই প্রকাশ করেছেন। ভ্রমণকাহিনী লেখার জন্যও তিনি বিখ্যাত। তার ছোট গল্প সবসময় অনন্য। তার প্রথম প্রকাশিত বইটি ছিল কবিতার সংকলন, প্রথম প্রত্যয় 1959 সালে। তার প্রথম উপন্যাস 1976 সালে আনন্দ বাজার পত্রিকার পূজা সংখ্যায় আসে, যার নাম 'আমি অনুপম'। 7 নভেম্বর 2019শে উনি আমাদের ছেড়ে চলে যান।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024