কবিতা || শীতের কালে হটাৎ বৃষ্টি এসে || চাতক পাখি
শীতের কালে হটাৎ বৃষ্টি এসে...
আজ যে দেখি হটাৎ করে
এক পশলা বৃষ্টি এসে
ভিজিয়ে দিলো আমায়
জলের ফোঁটায়
সারা গায়।
আমি ভাবলুম যা!
শীতের দিনে বৃষ্টি ফোঁটা
এ যে অকাল বোধন,
এক্ষুনি না আবার
ঠান্ডা লেগে যায় ।
এতো দেখি
যখন তখন
বর্ষা এসে যায়,
এযে পিছন ছাড়ার নয়
এটুলির মতো চিপকে থাকে
তাই তো লাগে ভয়।
এই যে দু দিন রোদ উঠলো
ভাবলুম আমি
যাক বাবা বর্ষা বুঝি গেলো,
পড়বে এবার শীতের রেশ
কিন্ত এযে বর্ষা ঘুরে এলো,
হলো আবার শীতের পরাজয়।
ডালিয়া টা বেশ
শীতের পরশ পেয়ে
মেলে ছিলো পাপড়ি
মনের সুখে
ছিলো তরতাজা।
এখন যে দেখি সেও
মুখ থুবড়ে
রয়েছে পড়ে,
যেন বর্ষা এখন
শীতের কাঁধের বোঝা।
যতই নাড়ে
হয় যে ভারী
জোরালো হয় মেঘ,
যখন তখন খেয়াল মতন
সে যে বাড়ায় গতি বেগ।
কখনো বা দেখি ঝির ঝির
কখন বা হয় জোরালো ,
আর মনের মাঝে ঝড় তুলে যায়
দিয়ে দেখা আকাশেতে
হয়ে কালো মেঘ।
Comments