Sunday, January 30, 2022

কবিতা || ফিরতে পারি || সৌমেন্দ্র দত্ত ভৌমিক

 ফিরতে পারি





গা-ছাড়া ভাব আগাছা ঘিরে

সারাদিনের জবর খবর

চোর পালালে তাই বুদ্ধি বাড়ে

মগজ-ভর্তি তখন হা-ঘর।

ছেঁড়া ছেঁড়া চেতনায় শুদ্ধতাকে

হারিয়ে ফেলে আবালবৃদ্ধজন

ভোগের বাসায় বাঘের ত্রাসে

বোধ ছিল না কখনো আপন।

শত্রুরা সব সমবেতভাবে

কোমর কষে চালায় হানা

ছন্নছাড়ার কান্না ব্যাতিত

আর কিছু নেই একটানা।

কোণঠাসা হয়ে ঠাসা ঘরে

এবার বুঝি জাগছে শোক

ফিরতে পারি এক মোচড়ে

মুচড়ে দিয়ে দৈন্যালোক।

No comments: