কবিতা || নিক্তি || রানা জামান
নিক্তি
কোনো কোনো বসন্তে অভিজ্ঞ গাছে
মুকুল ফোটে না; তাতে রঙধনুর রঙের
ভিন্নতা না হলেও মহাজন ক্যালকুলেটর
নিয়ে বসে; নিক্তির দিকে থাকে চেয়ে
জুয়ারি বিচারপতি; বহু বিবর্তনও ঘটে
সরকারি টাকশালে; গোপন গোলায়
জমা হতে থাকে দরকারি নিত্য দ্রব্য
বাজারের আগুনে পুড়তে থাকে সৎ
জেব; চাপে বাঁধটা ভাঙলে নর্দমা
ঢুকে হাড়িপাতিলে; ময়লা টাকায়
মুঠো ভরলেও নিক্তির কাঁটা
বাম দিকে থাকে হেলে।
Comments