Sunday, January 30, 2022

কবিতা || এই মানুষ সেই মানুষ || মহীতোষ গায়েন

  এই মানুষ সেই মানুষ



সেই মানুষ এই মানুষ মৃত্যু হলেই শেষ...

সেই মানুষ এই মানুষে তবু হিংসা বিদ্বেষ,

এই মানুষ সেই মানুষ আগে ছিল ভালো

সেই মানুষ এই মানুষ বিনা স্বার্থে কালো।


সেই মানুষ পাল্টে গিয়ে এই মানুষ হয়...

এই মানুষের হিংসা ঈর্ষা চিতাতে অক্ষয়,

তবুও মানুষ শান্তি পায় ঝগড়া বিবাদে...

ভালোবাসা খুন হয় অহংকারে জেদে।


তবুও মানুষ প্রেমে পড়ে আশা নিয়েই বাঁচে

ছাপোষাদের স্বপ্ন পোড়ে বিত্তশালীর আঁচে,

এই মানুষ সেই মানুষ লোভ লালসায় মরে

মহামানব পূজিত হন সারা বিশ্ব ঘরে ঘরে।

No comments: