কবিতা || আমি সুভাষ বলছি || সত্যেন্দ্রনাথ পাইন

 আমি সুভাষ বলছি

 


      

   হ্যাঁ হ্যাঁ আমি গো আমি

 তোমাদের ঘরের ছেলে- সুভাষ

শত বিপদেও আমি মাথা নোয়াইনি

ইংরেজ বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছি

 মায়ের শিকল ভাঙার ছলে

 সে দীর্ঘ ইতিহাস

তোমরা যারা স্বাধীনতা পেয়ে খুশি আছো

    বলো সত্যি করে--

 সত্যিই কি স্বাধীনতা পেয়েছো! 

এই স্বাধীনতা কি আমি চেয়েছিলাম

এর জন্যই কি আমি ছদ্মবেশে পলায়িত ছিলাম! 


আজকের স্বাধীনতা পেয়ে তোমরা দেখছো-- শত শত 

 চোর গুন্ডা মাফিয়া আর বেইমানি করা লুন্ঠনকারী

 বড় বড় নেতাদের

যাদের ছবি বড় বড় আইনসভায়, রাস্তার মোড়ে, অফিসে আদালতে। 

না না ওদের বিশ্বাস কোরোনা

ওরা মুখোশ পরে আছে- ওরা বিশ্বাস ঘাতক

 বড় বড় অভিনেতা ---

শুধু বড় বড় ভাষনের বন্যা

 ওদের ছবি রয়েছে ড্রইং রুমে, রেস্টুরেন্টে

নয়তো কোনও মন্দিরের চূড়ায়-: ওরা চায়না

শিক্ষা, চায়না প্রকৃত মানুষের অন্তর

ওরা ধর্ষক, খুনি, আবার ন্যাকা বিচারক

বিচারের বানী ওদের ভয়ে নিভৃতে কাঁদে। 

     কৈ

  আমার ছবি তো চাইনি। 

         বড় বড়, সভায়

তোমরা যাকে সভাপতি পদে বসিয়েছো--

 দ্যাখো তার কর্মের ইতিবৃত্ত-----


এই স্বাধীনতাই কি আমি চেয়েছিলাম! 

এর জন্যই কি আমি রক্ত চেয়ে বলেছিলাম--

'রক্ত দাও স্বাধীনতা দেব! '

ইংরেজ করেছে দমন পীড়ন লাঠি গুলি লুঠ

আর এখন চলছে-- 

মার দাঙ্গা হয়রানি ধর্মীয় উসকানি ধর্ষণ

লুটেরা মাফিয়া বাহিনীর ধাপ্পাবাজি

বিচারের নামে চলছে প্রহসন-

এই স্বাধীনতাই কি আমি চেয়েছিলাম! 

  আমার জন্মদিন পালনেও ওদের চোখে দ্যাখো কত  

    দুরভিসন্ধি কাজ করছে। ওরা

 স্বার্থপর বেইমান-- একটু দূরত্ব রেখে চলো


       আজ আমি বহু বহু দূরে


কী করে কীভাবে ধরবো তাই আবার চাবুক! 

আবার গড়বো নতুন "আজাদ বাহিনী"!

তোমরা বলো -বীর দর্পে বীর কর্মে 

      আবার আমরা 

   লড়বো একসাথে.... 


আমি মরিনি বিশ্বাস করো

       আমি আছি

     হ্যাঁ, আমি আছি

     আছি গো আছি--


আমি সুভাষ বলছি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র