Food & Supply Group C Recruitment 2022 || WB food department recruitment 2022 || Government Jobs
*মাসে ১৩ হাজার টাকার বিনিময়ে groupC কর্মী নিয়োগ করা হবে খাদ্য সরবরাহ বিভাগে*
Group C কর্মী নিয়োগ করা হবে রাজ্য খাদ্য সরবরাহ
দপ্তরে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় BDO
অফিসের সাহায্যে এই নিয়োগ করা হবে বলে জানানো
হচ্ছে। Data Entry Operator (DEO) হল সেই পদ
যেখানে কর্মী নেওয়া হবে।
আগেও বিভিন্ন জেলায় এই নিয়োগ নিয়ে আমাদের
website এ জানানো হয়েছিল। এবারের নিয়োগ জয়পুর
নামক blockএর জন্য । বাঁকুড়া জেলাবাসীরাই খালি
আবেদন করার যোগ্য এবারে। এবারের নিয়োগের
সবিস্তৃত বিবরণ নীচে উল্লেখ করা হচ্ছে -----
Group C DEO Food Supply Recruitment
জেলা ---- বাঁকুড়া , notice memo number = 46
জানুয়ারি মাসের ৭ তারিখ এই DEO পদে নিয়োগসংক্রান্ত
বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বয়সসীমা ----- ১লা জানুয়ারি ২০২১ অনুযায়ী ৪০ বছরের
কম বয়স হতে হবে যিনি আবেদন করবেন।
স্নাতক উত্তীর্ণ ও computer application certificate
থাকতে হবে যারা আবেদন করবেন চিন্তা করছেন।
১টি শূন্যপদ আছে । লেখা পরীক্ষা , computer
practical পরীক্ষা ও সাক্ষাৎকার(Interview) এর
মাধ্যমে কর্মী নেওয়া হবে ।
চাকরির ধরন হবে কন্ট্রাকচুয়াল ।
আবেদন প্রক্রিয়া ----- official বিজ্ঞপ্তির শেষ পৃষ্ঠায়
আবেদনের Form দেওয়া আছে । Official বিজ্ঞপ্তি
download করে প্রথমে আবেদন করার form A4
পৃষ্ঠার মধ্যে print করতে হবে। তারপর সঠিকভাবে তা
পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের photocopy জুড়ে
দিয়ে খামে ভরে ফেলতে হবে । সবশেষে বাঁকুড়া জেলার
জয়পুর BDO Office এর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পত্র পাঠান এই ঠিকানায় --
The Block Development Officer Jaipur , Bankers
বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরু করার দিন ৭/১/২০২২।
১৭/১/২০২২ এর মধ্যে আবেদন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট--
________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন-
https://worldsahityaadda.blogspot.com/2022/01/indian-postal-recruitment-2022-india.html
________________________________________________
সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন--
https://worldsahityaadda.blogspot.com/2022/01/border-road-organization-recruitment.html
______________________________________________
বিজ্ঞাপন-
Comments