আমাদের উঠোন নেই
থ্রি বি এইচ কে ফ্ল্যাটে
সাজানো ডাইনিং ড্রয়িং আছে
উঠোনটাই কেবল নেই ;
দক্ষিণখোলা বারান্দায় মাদুর পেতে বসে
উঠোনময় জ্যোৎস্নার মায়াময় খেলা,আর
বারান্দা ঘেঁষা শিউলি কামিনীর তারা হয়ে যাওয়া,
নেই।
ব্যালকনি থেকে বৃষ্টিপড়া দেখি এখন
জল থৈ থৈ বৃষ্টিতে নেচে
কাগজের নৌকো ভাসানোর উঠোন নেই
স্নানের আগে তেলমাখা গায়ে ছুটে বেড়ানো শৈশবের উঠোন
এককোনে মানকচু আম লিচুর আলোছায়া মাখা
ভয়ের উঠোন
চু কিৎকিৎ খেলার
খঞ্জনি বাজিয়ে বৈষ্ণবীর গান শোনার
অনাবৃষ্টিতে ব্যাঙের বিয়ে দেখার
উঠোন নেই।
ড্রয়িং রুমে মেকি আলো,টবে গাছ আছে
দাদিমার রোদ পোহানোর
মায়ের গন্ধমাখা শাড়ি মেলে দেওয়ার
উঠোন গেছে ঢেকে।
ছোট পাখি আসে না আর ধান খেতে
উঠোনবিহীন ঘর,হৃদয়, সম্পর্ক ছোট হতে হতে
প্যান্ডোরার সেই চারকোনা বক্সে জমছে
একাকীত্বের কষ্ট,সঙ্কীর্ণতার ভয়
দেওয়াল ভাঙার শব্দ শুনি রোজ
ছাদখোলা আকাশ ছোঁয়ার নির্মল আদুরে উঠোনটা
গেছে হারিয়ে।
No comments:
Post a Comment