Sunday, January 2, 2022

রম্যরচনা || অরবিন্দ সরকার || অঙ্কশেখা

         অঙ্কশেখা

                       

              


খাপসাডাঙা হাইস্কুলের চারিপাশে গোয়ালার বাস। স্কুলের মাঠে তারা গরু চড়ায়। বর্ষাকালে স্কুলের মাঠ গরুর পায়ে পায়ে কর্দমাক্ত। মাষ্টারমশাই ও ছাত্রছাত্রীদের খুব সমস্যা।জুতো হাতে স্কুলে প্রবেশ করে পা ধোওয়া সমস্যা। গ্রামের ছেলেমেয়েরা মাষ্টারমশাইদের বালতিতে জল নিয়ে এসে পা ধুইয়ে দেয়।তারপর আবার জল এনে নিজেদের পা ধৌত করে।

মাঠে প্রার্থনার লাইন এ সময় বন্ধ। একেবারে ক্লাসের ঘণ্টা।শিবুচরণ ঘোষ তার গোয়ালের গুজলি দিয়ে ( জানালা) স্কুলে প্রবেশ করে তাই পায়ে কাদা লাগে না।শিবু ষষ্ঠ শ্রেণীর ছাত্র। প্রতিবছর সিঁড়ি বেয়ে বেয়ে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে।


প্রথম পিরিয়ড অঙ্ক ।রোল কল হয়ে মাষ্টারমশাই চক নিয়ে বোর্ডে লিখতে শুরু করলেন - মাইনাসে মাইনাসে প্লাস বুঝতে পারলে?

শিবু হ্যাঁ স্যার - তাহলে প্লাসে প্লাসে মাইনাস।

মাষ্টারমশাই - ধরিলাম বা মনে করিলাম এক্স ওয়াই জেডের মান এতো--

শিবু- যদি মনে ক'রে বা ধ'রে অঙ্ক হয় তাহলে এ তো সহজ।

মাষ্টারমশাই - এক গোয়ালা দুধে জল মেশায় এক বালতিতে দুই লিটার। বালতিতে দুধ ধরে চার লিটার তাহলে জলের পরিমাণ কত?

শিবু- আপনি গতকাল পড়ালেন খাঁটি দুধ হজমে ব্যাঘাত ঘটায়।তাইতো আমার মা বিশুদ্ধ পুকুরের জল মেশায়। টিউবওয়েলের জলে ওয়াসার চামড়ার।কিসের চামড়া কে জানে? তাই জাত মারি না কারো আমরা।ওই দুধ নিতে কত মানুষের লাইন লাগে। সবাইকে তো দুধ দিতে হবে তারপর বাদবাকি আমাদের থাকে।

আমার মা সত্যিই সাক্ষাৎ অন্নপূর্ণা। কোনদিন কারো কম হয়না।

তা আপনি পড়াবেন তো ঘোষদের নিয়ে পড়লেন কেন? ভেজাল কি শুধু আমরাই দিই? জলের অপর নাম জীবন,- তাই জল মেশাই।আর ঐ যে কানুর বাবা সোনার দোকানে সোনায় খাদ দিয়ে বেচে ওটা পড়াচ্ছেন না। সেদিন আমার জ্যাঠা বঙ্কিম চন্দ্র ঘোষ এই স্কুলের সম্পাদক মারা গেলেন।আপনারা নোটিশ দিয়ে শোক পালনে স্কুল ছুটি দিলেন।কারো চোখে জল নেই , শুধুমাত্র কাগজের মাধ্যমে শোক পালন।এটা ভেজাল জালিয়াতি নয়? চোখে নেই জল শোক পালন? ছুটির আনন্দে বাড়ি চলে গেলেন!

আপনি নিজেই জ্যাঠার পায়ে ধরে মাষ্টারী নিলেন! টুকলি করে নকল করে পাশ করে এখানে মাষ্টারী নিলেন।ভাল ছেলে হলে শহরে নামকরা স্কুলে চাকরি পেতেন। আমাদের মতো ছেলেদের বোকা বানিয়ে ধরিলাম মনে করিলাম বলে অঙ্ক শেখাতেন না।আমরা ভেজাল দিই আর আপনারাও ভেজাল দেন তাই প্রতিবাদ করিনা।পায়ে ধরে চাকরি আর আজ মনে পড়ছে না জ্যাঠাকে? আমি মনে করিয়ে দিলাম। পকেটের পেনে আপনার কালি ফুরিয়ে গেলে আমরাই জল পুরে দিই কলমে রোল কলের সময়। তাহলে কি দাঁড়ালো-- সরস্বতীর কলমের কালিতেও ভেজাল। শুধুমাত্র আমার মা দুধে জল দেয় না? আপনিও জল দেন।আর কারো বাপ মায়ের দিকে আপনার নজর পড়লো না, শুধুমাত্র আমার মায়ের দিকে নজর? আপনার চরিত্রে ভেজাল আছে মনে হয়। ক্লাসের ঘণ্টা বেজে উঠলো। মাষ্টারমশাই চোখ মুছতে মুছতে স্টাফ রুমের দরজা পেরোলেন।

No comments: