Sunday, February 20, 2022

কবিতা || কী যেন দেখি || সত্যেন্দ্রনাথ পাইন

 কী যেন দেখি




          ভেবে দেখি, 

    অতীতের কত কথা স্মৃতির আয়না থেকে

      যা কিনা মুখর আজ অনাদি সত্যের ওপর 

      নিঃশব্দ বালুকণার মাঝে রেখেছে আমায়

          নতুন নক্ষত্রের আলেয়া থেকে 

             বেছে নিতে নিজ আচ্ছাদন। 


আরও দেখি ,

         বন্ধুর পথ 

  কত বিষময় আজ কুতুহলে

   কালের অন্তিম নিঃসহায়

       নীরবে নিভৃতে ধোঁয়ার কুন্ডলীসম

         এঁকে চলে এক অমূল্য রতন। 

যে ছবিতে আন্দোলনের অন্যতম প্রধান

 করছে আমায় বিদ্রুপ 

        অহর্নিশ, 

    উপেক্ষার বানী হতে

     সম্মান কে দিয়েছে মুছে

     কালের যাত্রাপথে। 


 হে পৃথিবী, হে অনাদি অনন্ত

           অন্ধকারের পাতাল থেকে

             কেন তুলে এনেছো আমায় তবে

              এ চলাচলের মাঝখানে! 


 নাম কেউ করেনা আর

     দেয়না মর্যাদা এতটুকু

      নিরালায় নির্মল সুশীল বাতায়নে

            বিরোধী আবহাওয়ায়। 

   সেই আঁধারের প্রান্তদেশে

     কেন এগিয়ে নিয়ে যাও তবে

      নিরর্থক বহ্ণিছায়ায়

         অপূর্ণতার সংশয়ে! 


 হে পাখি, হে মেঘে ঢাকা আকাশ

    দাও না শিখিয়ে তোমাদের লাগি

       গান্ডীবের পূর্ণ ব্যবহার এবার

      সত্য বলে যা চিহ্নিত রয়েছে

        সবটুকুর মাঝে। 

যেন বলতে পারি প্রত্যক্ষ ব্যবহারের

     নির্ভেজাল বাষ্পীয় সন্ধানে

       আমার নামের আসল পরিচয়। 

সত্য যে সত্য সদাই

     দূরবীনেও যাকে যায় না দেখা

      তারই জন্যে আমার 

     এই নিত্য পরিচয়।। 


কে যেন আড়াল থেকে ডেকে নেয় তখনই আমায়

   ফেলে যায় এক আদিম বিশ্বাস

   ভুলে যেওনা পৃথিবীর সবচেয়ে গূঢ়

       রহস্যের বেদনা। 


তুমি কেউ নও, কেউ যায়নি ভুলে তোমায়

  এ মহাদেশের একটি কণামাত্র তুমি

     অসংখ্য গিরিখাত রয়েছে ভিতরে তোমার

     তরল পদার্থের মতো নির্বাক নিশ্চিত

         অবুঝ প্রকাশের অন্তরালে। 

 সেই আঁধারের বিচ্ছিন্নতায় তোমার স্থান

         ঐ কাঁপন ধরানো 

          পৌষের শীতে শিউলির মতো

           চঞ্চলতায়

        নকশার ঢংয়ে। 

   

ভেঙে যেও না--

 প্রতিজ্ঞা থাক অন্তরে

কবিতা || আস্তিনের সাপ || রানা জামান

 আস্তিনের সাপ

 

 


হাতের আঙুলে ঘি না দেখে

ভ্রু কুচকালেন মহারাজা; কাদায় বাহারি

একপাটি জুতো ফেলে এসেছেন

মনে নেই; চোখ তুলে চারিদিকে

দেখতে পেলেন শূন্যতা মুখ ব্যাদান করছে

একটা লম্বা নিঃশ্বাস গিলে করে

আস্তে আস্তে চোখ বুজলেন; রক্তে বিষের

ভাইরাস ঢুকেছে মুকুট মাথায় দেবার

দিন; আস্তে আস্তে পুরো দেহে

গ্যাংগ্রিন; দুই একটা হিমোগ্লোবিন

কণিকা আত্মাহুতি দিতে পেরেছে মাত্র

এ সময় তলোয়ার এলো

বাগিয়ে; কাঁটার সিংহাসনে হারিয়ে

গেলো অস্তিত্ব; শেষে চরম ছোবল

দিলো আস্তিনের সাপ।

কবিতা || ইচ্ছে যেমন || দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

 ইচ্ছে যেমন



বয়সের ভার যত বাড়ে

বাড়ে তত জটিলতা, 

একটার ও ছাড় নেই

নেই কোনো দায়বদ্ধতা।

সম্পর্ক এখন বড় বাধা

সব কিছুর মাঝে '

যেমন ইচ্ছে তেমন চালাও

যেটা যার সাজে ৷ 

বলারও নেই করারও নেই

শুধু দিন যাপন,

যাচ্ছে চলে সুখে থাকার জীবন।

চিন্তাও নেই ভাবনাও নেই

নেই কোনো ধরাধরি,

যেমন ইচ্ছে চালাও তেমন

যখন যেটা যার প্রয়োজন৷

জন্ম নেওয়ার নেই সার্থকতা

দিন যাপনের দাড়িপাল্লায়,

সব কিছু যেন বড় প্রাঞ্জল

এই সমরাঙ্গনে সংঘাত স্বার্থের লড়ায় এ৷

কবিতা || ঈক্ষণ || সুব্রত মিত্র

    ঈক্ষণ

                



      আমি মানুষেরই মাঝে দেখেছি ভগবান

      আমি মানুষেরই মাঝে দেখেছি শয়তান

আমি মানুষেরই মাঝে দেখেছি মিলনের কলতান

            আমি মানুষেরই মাঝে দেখেছি---

      মন ভাঙ্গা বিচ্ছেদ আর প্রাণ ভাঙ্গা অভিমান।


                 মানুষেরই মাঝে দেখেছি---

               আমি মিলন বিরহের মায়াজাল

                  মানুষেরই মাঝে দেখেছি---

          কত অগোছালো অ-শোভনীয় জঞ্জাল।


     আমি দেখেছি দুর্বৃত্ত;মানুষেরই মাঝে নৃত্য

           দেখেছি কত জেদ; কত ভেদাভেদ;

          দেখেছি কত সহস্র বিচ্ছেদ---

     তবুও মানুষের সাথে নিজের সম্পর্কের---

            হতে দিইনি এতোটুকু ছেদ। 

কবিতা || প্রতি বিধান || অরবিন্দ সরকার

 প্রতি বিধান

          

        


ভালবাসি যারে তারে, রাগ উপহার

রাগ থাকবে না সেকি? কি উপসংহার,

বিধি বিধান আইনে অভিমান সার

গঞ্জে গ্রামে চারিদিকে বিধানের ভার।


সাহিত্য রসে সমৃদ্ধ পঃ লোকসংস্কৃতি

বঙ্গের বাইরে খ্যাতি তার জনপ্রীতি,

সংস্কৃতির ধারক ও বাহকে মতি

একচ্ছত্র অংশীদার কবি অধিপতি।


উপবিষ্ট আসনের মহা দিকপাল

তার অঙ্গুলি হেলনে বহেনা বেচাল,

শেষ অব্দি অনুষ্ঠান লয়ে ছন্দ তাল

সবার তিলক জোটে সম্বর্ধনা ভাল।


আলাদিনের আশ্চর্য প্রদীপের যাদু

তাঁর ছোঁয়ায় জীবন্ত ধন্য তুমি সাধু!

কবিতা || আওয়াজ || মহীতোষ গায়েন

 আওয়াজ 




একটা আওয়াজ শুনতে পাচ্ছি

ভয়ংকর বাজে আওয়াজ...

জীবনে কখনো শুনিনি,জানি না

মরে গিয়েও শুনবো কিনা।

 

আওয়াজটা আগে হতো না,

ইদানিং হচ্ছে,হচ্ছে আর ভাবাচ্ছে...

এটা জানি,যত গর্জায় তত বর্ষায় না,

বেশি মেঘ ডাকলে বৃষ্টি হয় না।


আসলে মেঘ গুমরে থাকলে

আচমকা বর্ষা আসতে পারে,

বহুদিন থেকে একটা চাপা গুমোট

সমূহ পরিস্থিতিকে বিপর্যস্ত করছে।


যেটা হওয়ার কথা নয় সেটাই হচ্ছে

এমনটা হওয়ার কথাই ছিল না,

মেঘ দুর্বল হলে আওয়াজ দুর্বল হবে-

আসলে সবই ভবিতব‍্যের খেলা।


খেলা শুরু হলে শেষ হবেই

কেউ হারবে,কেউ জিতবে...

অবশ্য খেলায় হার জিৎ বড় কথা না

বড় কথা হলো আওয়াজ বন্ধ হবেই।


এসো চোখ কান খোলা রাখি,

আওয়াজ প্রতিহত করে লড়ি;

এসো,লড়ি আওয়াজের বিরুদ্ধে...

আওয়াজ বন্ধ হলে শান্তি,মৈত্রী ফিরবে।

কবিতা || অবনত জীবন || তৈমুর খান

 অবনত জীবন  


                 


অশান্তির ক্ষুব্ধ ছায়ায় 

আমাদের বিশ্রাম মরে যেতে থাকে 

জেগে জেগে ঘুম শুধু 

ঘুমে ঘুমে তেতো বিষ জমে 


দেশ উঠে গেছে 

মানুষও মানুষ নেই 

শহর জুড়ে যান্ত্রিক অরণ্য 

উৎপাত খেচরের ডাক 

আততায়ী সিংহের গর্জন 


কার সন্তান আমি ? 

ভুলে যাচ্ছি —নিরুত্তর 

ভুলে যাচ্ছি —এই অবনত জীবন আমার।


২৭ তম সংখ্যার সম্পাদকীয়

 


                     Photography by Amit pal





সম্পাদকীয়:




পরিচয় টা নিজের কাছে, নিজ ব্যবহার দ্বারা প্রাপ্ত করতে হয়। কিছু অশিক্ষিত মানুষ এর কাছে আপনি পরিচয় পেলেন কিনা সেই নিয়ে মাথাব্যথা করে লাভ নেই। আপনি যদি সৎ হন তাহলে আপনি প্রকৃত যুক্তিবাদীদের কাছে উচ্চ মার্গের পরিচিতি লাভ করবেন। তাই অতসত না ভেবে নিজের জ্ঞান কে বিস্তৃত করে সমাজকে আলোকিত করুন। ভাবতে থাকুন সমাজের কথা। লিখতে থাকুন। আগুন ঝরে পড়ুক অক্ষরে অক্ষরে। আমরা আপনার পাশে আছি আপনাদের সকলের প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine নিয়ে।  




   ‌‌                               ধন্যবাদান্তে
                World sahitya adda সম্পাদকীয় বিভাগ

_________________________________________________


বিজ্ঞাপন-



_______________________________________________


_________________________________________________


Saturday, February 19, 2022

২৭ তম সংখ্যার সূচিপত্র (৪০জন)


                          অঙ্কন শিল্পী- মৌসুমী চন্দ্র



সম্পূর্ণ সূচিপত্র:





বাংলা কবিতা ও ছড়া---


তৈমুর খান, মহীতোষ গায়েন, অরবিন্দ সরকার, সুব্রত মিত্র, দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ, রানা জামান, সত্যেন্দ্রনাথ পাইন, রবীন বসু, রথীন পার্থ মণ্ডল, আশীষ কুন্ডু, নীতা কবি মুখার্জী, মঞ্জুলা বর, চাতক পাখি, সত্যেন্দ্রনাথ পাইন, সামসুজ জামান, রঞ্জিত মল্লিক, অশেষ গাঙ্গুলী, জয়িতা চট্টোপাধ্যায়, উদয়ন চক্রবর্তী, শ্যামল চক্রবর্ত্তী, রানু রায়, বন্দনা বিশ্বাস, দিলীপ কুমার মধু, চিরঞ্জিত ভাণ্ডারী,

আব্দুস সাত্তার বিশ্বাস।

 

 


বাংলা গল্প---


সিদ্ধার্থ সিংহ, ড: রমলা মুখার্জী, রঞ্জিত মল্লিক।



 


বাংলা গদ্য তথা রম্য রচনা---


সত্যেন্দ্রনাথ পাইন, সামসুজ জামান।




 


Composition---


Kunal Roy


 


Poem---


Pavel Rahman.



 


Photography---


Amit pal, Nilanjan de, Sohini Shabnam, Dr Atef kheir, Moushumi chandra.



_______________________________________


বিজ্ঞাপন-




Thursday, February 17, 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ || Punjab National Bank Recruitment 2022 || www.pnbindia.in

 


পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পার্টটাইম সুইপার নিয়োগ:---

----------------------------------------------


পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতার উত্তর সার্কেলে পার্টটাইম সুইপার পদে 28 জন কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কড়াকড়ি নেই। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছেলেমেয়েরাও আবেদন করতে পারবেন।


এমনকি নিরক্ষর প্রার্থীরাও আবেদনের যোগ্য।

বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে ০১.০১.২০২২ এর হিসেবে।

তপশিলি জাতির প্রার্থীরা পাঁচ বছরের আর ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পাবেন।


মূল বেতন 14500 টাকা -- 28145 টাকা । এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। হাওড়া ও কলকাতার স্থায়ী বাসিন্দা   হতেহবে প্রার্থীদের।


মোট শূন্যপদ 28 টির মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য বারোটি, তপশিলি জাতির প্রার্থীদের জন্য 6টি,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য একটি, ওবিসি প্রার্থীদের জন্য 6টি,ইডব্লুএস প্রার্থীদের জন্য তিনটি পদ।


প্রাথমিকভাবে দরখাস্ত বাছাইয়ে মনোনীত হলে প্রার্থীদের জানানো হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কোন ইন্টারভিউ হবে না, লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নিরিখে ও বয়স দেখে প্রার্থী বাছাই হবে।


প্রার্থীদের দরখাস্ত করতে হবে সাদা কাগজে ।অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

www.pnbindia.in


আবেদনকারীরা দরখাস্তের সাথে দেবেন বয়স , শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল।


স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যয়িত নকল , প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড থেকে থাকলে তার  প্রত্যয়িত নকল, এখনকার তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দরখাস্তের সাথে নির্দিষ্ট জায়গায় জুড়ে দেবেন, নিজের নাম ঠিকানা লেখা ডাকটিকিট সাটা একটি খাম দরখাস্তের সাথে জুড়ে দেবেন।


________________________________________________


বিজ্ঞাপন-




Wednesday, February 16, 2022

ছানার ভালনা রেসিপি || Chanar dalna Recipe by by Saptatirtha Mondal || cooking || রান্নার রেসিপি || Bengali cooking Recipes


 

**ছানার ভালনা রেসিপি:




উপকরণ : দেড় কেজি দুধ, ছানা কাটা পাওডার কিংবা লেবু সামান্য একটু নুন, চিনি এবং হাফ চা চামচ বেকিং পাউডার, সিদ্ধ করে রাখা কয়েকটি আলু, আদা- জিরে বাটা এলাচ, দারচিনি,লবঙ্গ এবং কোঁচানো টমেটো আর কাঁচা লঙ্কা, খাঁটি ঘি।


 প্রস্তুতি : প্রথমে দেড় কেজি দুধ ভালো করে ফুটিয়ে নেবো, ফোটানো দুধের মধ্যে কিছু পরিমাণ ছানা কাটা পাওডার কিংবা পাতি লেবু দিয়ে ছানা কেটে নেবো।  ছানা কাটা হয়ে গেলে সেই ছানার জল ভালো করে ঝড়িয়ে শুকনো করে নেবো।   তারপর তার মধ্যে 1 চামচ চিনি এবং হাফ চামচ নুন এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সেটিকে আলতো হাতে ভালো করে মেখে নেব। (অবশ্যই চিনি দেওয়াটা নিজের টেস্ট অনুযায়ী  ডিপেন্ড করে।) ছানা মাখা হয়ে গেলে একটি চওড়া  থালায় মাখা ছানাটি নিয়ে একটি বড় সাইজের বল তৈরি করে নেব এবং সেটিকে হাতের সাহায্যে ভালো করে চ্যাপ্টা করে একটি ছুরি দিয়ে প্রত্যেক টা  চৌকো আকারে পিস পিস করে কেটে নেব।


  রন্ধনপ্রণালী : একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণ তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে এলে তার মধ্যে পিস করা ছানা গুলি হালকা আঁচে ভেজে তুলে নেবো। ভাজার সময় অবশ্যই আপনারা কিছু পরিমাণ নুন দিতে পারেন তবে স্বাদমতো। এরপর সেই তেলেই ফোড়ন হিসাবে দু'টো দারচিনি, লবঙ্গ এবং একটা এলাচ গুঁড়ো  করে দিয়ে দেব। এরপর তাতে মিশিয়ে দেব আদা জিরে বাটা এবং টমেটো কুচি। যে মশলা হবে সেটা খুব ভাল করে কষিয়ে নেবো। মসলা কষানো হয়ে গেলে পরে ভেজে রাখা ছানা এবং আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ে দিয়ে দেবো। আলু এবং ছানা ভাজার মধ্যে মসলা ভালো করে মাখানো হয়ে গেলে তাতে আমরা কিছুটা জল দিয়ে দেবো। এরপরে আমরা যে জিনিসটি এতে অ্যাড করব সেটি হল খাঁটি ঘি এই ঘি আমাদের ছানার দালার জন্য অনবদ্য খাদ্যের গুনাগুন এবং টেস্ট দুটোই বহুগুণে বাড়িয়ে দেয়।


 এবারে  আমরা স্বাদমতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো।   আমাদের রান্না প্রায় শেষের দিকে চার থেকে ছটা কাঁচালঙ্কা চিরে রান্নায় দিয়ে দেবো।এরপরে আমরা  কড়াই এর মধ্যে একটা পাত্র ঢাকা দিয়ে সেটিকে ফুল ফ্লেমে ফুটিয়ে নেব।  আমাদের ছানার ডালনা রেডি। নিরামিষ রান্না হিসেবে আমরা এটি কে গরম ভাত কিংবা পরোটার সাথেও ভালোভাবে পরিবেশন করতে পারি।

_________________________________________________

বিজ্ঞাপন-



Monday, February 14, 2022

পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ || পূর্ব বর্ধমান জেলায় বেঞ্চ ক্লার্ক এ নিয়োগ || WB government jobs news


 

পশ্চিমবঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর কর্মী নিয়োগ:




পশ্চিমবঙ্গে 'বেঞ্চ ক্লার্ক' পদে নারী ও শিশু উন্নয়ন এবং সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীনে কর্মী নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার চালনায় ক্ষেত্রে  যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১থেকে ৪০বছরের মধ্যে ০১.০১.২০২২ তারিখ অনুসারে।

চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও কাজের সময়সীমা বাড়ানো হতে পারে।


নিয়োগের স্থল পূর্ব বর্ধমান জেলা।


চাকরিপ্রার্থীদের ৮০ নাম্বারের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার টেস্ট 10 নম্বরের নেয়া হবে এবং ইন্টারভিউ 10 নম্বরের মোট 100 নম্বরের একটি চাকরি পরীক্ষা নেওয়া হবে। অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে।


আবেদনকারীরা অনলাইনে ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবে। অফিশিয়াল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে তার ডাউনলোড করতে হবে তারপর নোটিশের 4 নাম্বার পেইজে দেওয়া আবেদন করার ফরম টি এ ফোর সাইজের পেজে প্রিন্ট করতে হবে এবং তা সঠিকভাবে পূরণ করতে হবে।


এরপর পূরণ করা আবেদন পত্র এবং সমস্ত গুরুত্বপূর্ণ দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে নিয়ে একটি পিডিএফ ফাইল বানাতে হবে। তারপর ওই পিডিএফটি কে 

 jjbpbdnrecruitment22@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ 15 ফেব্রুয়ারি 2022


Official website link-

https://purbabardhaman.nic.in/bn/


ফর্ম সহ নোটিশ টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক টি ক্লিক করুন--


https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2022/01/2022013164.pdf



________________________________________________

বিজ্ঞাপন-



Sunday, February 13, 2022

স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ || State Urban Development Agency Recruitment 2022


 

স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মী নিয়োগ--




রাজ্যে ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ করা হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। রিসার্চ' অ্যাসিস্ট্যান্ট, ইনসেক্ট কালেক্টর এই সমস্ত পদে নিয়োগ করা হবে।


রির্সাচ অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন ইউনিভার্সিটি থেকে প্রাণিবিদ্যা বা এই সম্পর্কিত কোন বিষয় নিয়ে এম .এস .সি তে ফার্স্ট ক্লাস  পেতে  হবে । তার সাথে এক বছরের গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে।


মাসিক বেতন 30000 টাকা শূন্যপদ একটি।


ইনসেট কালেক্টর পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে বি.এস.সি পাশ হতে হবে। শূন্যপদ একটি। মাসিক বেতন 15000 টাকা।

চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।


আবেদন করতে হবে অফলাইনে, ফর্ম ফিলাপ করে তা ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি হল --

ডাইরেক্টর, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, কলকাতা, 108, সি আর এভিনিউ, কলকাতা  700073


আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 15 ই ফেব্রুয়ারি 2022



প্রার্থীদের প্রথমে অফিশিয়াল নোটিশের তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া আছে। সেটি এ ফোর পেজে প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম ফিলাপ করা হয়ে গেলে তার সাথে দরকারি নথিপত্র জেরক্স করে জুড়ে দিয়ে একটি খামে ভোরে ডাকযোগে পাঠাতে হবে।

________________________________________________


বিজ্ঞাপন-