Sunday, February 20, 2022

কবিতা || ভালোবাসায় বসন্তের ছোঁয়া || মঞ্জুলা বর

 ভালোবাসায় বসন্তের ছোঁয়া 

 



বসন্তের ওই ছোঁয়া লেগে হৃদয় ওঠে দোলে

সবুজ বনে রাঙা দেখে দখিন দুয়ার খোলে,

 আম্র কুঞ্জে কুঞ্জে সদা মুকুল ভরে থাকে

মনের সুখে কোকিল সদা কুহুকুহু ডাকে।


ফুলের গন্ধে সকল অলি গুনগুনিয়ে আসে 

শিমুল পলাশ উঁকি দিয়ে রাঙা ঠোঁটে হাসে,

শোভা দেখে বায়ু শুধু ঘেঁষে ঘেঁষে বয়ে  

ধীরে বয়ে বহু দূরে ফুলের সুবাস লয়ে।


কেমন করে সবুজ বনে লাগছে যেন আগুন 

জীর্ণ পাতা শত ঝরে এলো বুঝি ফাগুন,

সবুজ শাখে শাখে যেন ফুটল প্রেমের কলি 

ফুলের বাহার কত দেখে মাতাল হলো অলি।


  প্রজাপতি ডানা মেলে দেখে ফুলের মেলা

 কুসুম বাগে শোভা দেখে কাটায় সারা বেলা,

সবুজ বনে শিমুল পলাশ রাঙে রঙে রঙে

প্রকৃতি বেশ খুশির সুরে সাজে নানা ঢঙে।


 হৃদয় ঘরে প্রেমের কলি ফোটে নতুন সুরে

 শত বাধা পায়ে দলে খুশির পরশ পুরে,  

বসন্তে ওই ছোঁয়ায় প্রকৃতি বেশ ছবি আঁকে    

 মধুর শোভা সবে দেখে হাসিখুশি থাকে।

কবিতা || কিস ডে স্পেশাল || নীতা কবি মুখার্জী

 কিস ডে স্পেশাল





যেদিন ভালোবেসে একটা ছোট্ট চুম্বন এঁকে দিলে আমার অধরে

সেদিন থেকেই ভালোবাসার অনুভূতি জাগ্রত হলো, শরীরে, মননে, চিন্তনে।

কি অপূর্ব অবশ করা পরশ ছিল সেই পবিত্র চুম্বনে!

বুকের মাঝে চেপে ধরে সেদিন তুমি বলেছিলে---তুমি আমার--আমার--শুধু আমার...

আমি মন্ত্রমুগ্ধের মত নিজেকে সঁপে দিলাম তোমার বলিষ্ঠ বাহুযুগলের মধ্যে।

নিজেকে মুক্ত করতে পারিনি, হয়তো বা চেষ্টাও করিনি--ইচ্ছে হয়নি সেই মধুর মিলনের স্পর্শ থেকে বেরিয়ে আসতে।


তারপর তুমি বললে, আজ আমি আসি....আমি আবার আসবো, ভালোবাসবো, ঘর বাঁধবো, 

ছোট্ট একটা আঙ্গিনা থাকবে, এক কোণে থাকবে হাস্নুহানার ফুল ভর্তি ছোট্ট গাছ, আর এক কোণে মাধবীলতা।


আমরা দুজনে জ্যোৎস্না রাতে সেই আঙ্গিনায় বসে চাঁদ দেখবো, ভালোবাসবো, তুমি গান শোনাবে আর আমি

সেই মিষ্টি মধুর গানে বিভোর হয়ে তোমাকে এরকম অনেক অনেক চুম্বনে ভরিয়ে দেবো তোমার সমস্ত শরীর!

দেখবে আমাদের সেই ভালোবাসা হবে সবার থেকে আলাদা, লোকে দেখে হিংসে করবে, শিরি-ফরহাদ, লায়লা-মজনুকেও হার মানাবো আমরা, তুমি দেখো, দেখো.........


হায়! আজ! 

হায়! --সেদিনের চুম্বনের স্নিগ্ধ পরশ আর সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা সম্বল করে বসে আছি সেই মোহময়ী চাঁদের দিকে তাকিয়ে.......

ওগো চাঁদ, তুমি তো ছিলে সেদিনের সাক্ষী--সে সব কি ছিলো শুধুই ছলনা? প্রবঞ্চনা? নাকি ক্ষণিক ভোগের লিপ্সা?


বলো, চাঁদ! বলো! সেদিনের সেই চুম্বনের ভাষায় কি কোনো সততা ছিলো না?


সে কি ছিলো শুধুই বিষাক্ত.....

কবিতা || শোক আর || আশীষ কুন্ডু

 শোক আর




শোকের পরমায়ু কতদিন? 

হাসির সময়কাল কত? 

উত্তর খুঁজছিলাম অলস দুপুরে! 


একটা জ্বলন্ত সিগারেটের সময়কাল 

সকালের উঁকি মারা দরজায় কড়ানাড়া রোদ!

---- এর চেয়ে সামান্য বেশী

শোক কি সাময়িক নয়?

সময় তাকে হরণ করে নেয়! 

হাসি যেন শরতের আকাশে তুলোমেঘ! 


শোক নিয়ে বসে থাকে না জীবন 

এগিয়ে চলার নাম জীবন 

শোক আসে রেড সিগন্যাল হয়ে

সাময়িক থেমে যাওয়া

আবার সবুজ হাসি জনস্রোতে টেনে নিয়ে যায়।

কবিতা || আগাছার স্তুতি || রথীন পার্থ মণ্ডল

 আগাছার স্তুতি




যে পৃথিবীর কালগর্ভে হারিয়ে যায় না নকশালবাড়ি 

যে সমাজের আঙুল চুষেও নিমেষে উৎখাত হয় জমিদারী 

সেখানেই জন্মেছিল আমাদের মতো বুনো ঘাস

প্রতিপালনের দায়িত্ব না নিলেও যে নিজের গরজে

বাড়তে থাকে, ক্রমশঃ বাড়তেই থাকে 

সাধ্যমতো বিস্তার করে নিজের সাম্রাজ্য 

তবুও লোকে তাকে আগাছাই বলে। 


পায়ে মাড়াতে মাড়াতে তারই ওপর দিয়ে তৈরি হয় পথ

সে পথে সবুজ শহীদ হয়, তবু টিকে থাকে আগাছা

খটখটে শুকনো হয়ে তখন অপেক্ষারত, আর 

সেই অন্তিমকালে আমি বারুদ মাখবো আঙুলে।

আগাছা বেঁচে থাকে সূর্যের পথ চেয়ে।

কবিতা || শব্দরা ঘুমোবে এবার || রবীন বসু

 শব্দরা ঘুমোবে এবার





দিনান্তের ম্লান আলো গায়ে নিল নভেম্বর মাস

প্রকৃতিতে এসে গেল হেমন্ত ঋতু

টুপটাপ ঝরে পড়ে শিশিরের জল

দীর্ঘশ্বাস উঠে আসে 'রূপসী বাংলা' থেকে।


ওই দেখো কবি শুয়ে আছেন মৃত ঘাসে


নির্জনতা চাইছেন তিনি, স্থিতিশীলতা চাইছেন


আশ্রয়ের খোঁজে নরম মাটিতে বুক পাতা


উদাসীন মনকেমন তাঁকে আরও গভীরে নিয়ে যায়।



অবসন্ন সন্ধ্যা নামে জরাগ্রস্ত আমাদের পৃথিবীতে


হেমন্তের মিহিস্পর্শে শব্দরা ঘুমোবে এবার 


                                                   কবির সাথে।

কবিতা || কী যেন দেখি || সত্যেন্দ্রনাথ পাইন

 কী যেন দেখি




          ভেবে দেখি, 

    অতীতের কত কথা স্মৃতির আয়না থেকে

      যা কিনা মুখর আজ অনাদি সত্যের ওপর 

      নিঃশব্দ বালুকণার মাঝে রেখেছে আমায়

          নতুন নক্ষত্রের আলেয়া থেকে 

             বেছে নিতে নিজ আচ্ছাদন। 


আরও দেখি ,

         বন্ধুর পথ 

  কত বিষময় আজ কুতুহলে

   কালের অন্তিম নিঃসহায়

       নীরবে নিভৃতে ধোঁয়ার কুন্ডলীসম

         এঁকে চলে এক অমূল্য রতন। 

যে ছবিতে আন্দোলনের অন্যতম প্রধান

 করছে আমায় বিদ্রুপ 

        অহর্নিশ, 

    উপেক্ষার বানী হতে

     সম্মান কে দিয়েছে মুছে

     কালের যাত্রাপথে। 


 হে পৃথিবী, হে অনাদি অনন্ত

           অন্ধকারের পাতাল থেকে

             কেন তুলে এনেছো আমায় তবে

              এ চলাচলের মাঝখানে! 


 নাম কেউ করেনা আর

     দেয়না মর্যাদা এতটুকু

      নিরালায় নির্মল সুশীল বাতায়নে

            বিরোধী আবহাওয়ায়। 

   সেই আঁধারের প্রান্তদেশে

     কেন এগিয়ে নিয়ে যাও তবে

      নিরর্থক বহ্ণিছায়ায়

         অপূর্ণতার সংশয়ে! 


 হে পাখি, হে মেঘে ঢাকা আকাশ

    দাও না শিখিয়ে তোমাদের লাগি

       গান্ডীবের পূর্ণ ব্যবহার এবার

      সত্য বলে যা চিহ্নিত রয়েছে

        সবটুকুর মাঝে। 

যেন বলতে পারি প্রত্যক্ষ ব্যবহারের

     নির্ভেজাল বাষ্পীয় সন্ধানে

       আমার নামের আসল পরিচয়। 

সত্য যে সত্য সদাই

     দূরবীনেও যাকে যায় না দেখা

      তারই জন্যে আমার 

     এই নিত্য পরিচয়।। 


কে যেন আড়াল থেকে ডেকে নেয় তখনই আমায়

   ফেলে যায় এক আদিম বিশ্বাস

   ভুলে যেওনা পৃথিবীর সবচেয়ে গূঢ়

       রহস্যের বেদনা। 


তুমি কেউ নও, কেউ যায়নি ভুলে তোমায়

  এ মহাদেশের একটি কণামাত্র তুমি

     অসংখ্য গিরিখাত রয়েছে ভিতরে তোমার

     তরল পদার্থের মতো নির্বাক নিশ্চিত

         অবুঝ প্রকাশের অন্তরালে। 

 সেই আঁধারের বিচ্ছিন্নতায় তোমার স্থান

         ঐ কাঁপন ধরানো 

          পৌষের শীতে শিউলির মতো

           চঞ্চলতায়

        নকশার ঢংয়ে। 

   

ভেঙে যেও না--

 প্রতিজ্ঞা থাক অন্তরে

কবিতা || আস্তিনের সাপ || রানা জামান

 আস্তিনের সাপ

 

 


হাতের আঙুলে ঘি না দেখে

ভ্রু কুচকালেন মহারাজা; কাদায় বাহারি

একপাটি জুতো ফেলে এসেছেন

মনে নেই; চোখ তুলে চারিদিকে

দেখতে পেলেন শূন্যতা মুখ ব্যাদান করছে

একটা লম্বা নিঃশ্বাস গিলে করে

আস্তে আস্তে চোখ বুজলেন; রক্তে বিষের

ভাইরাস ঢুকেছে মুকুট মাথায় দেবার

দিন; আস্তে আস্তে পুরো দেহে

গ্যাংগ্রিন; দুই একটা হিমোগ্লোবিন

কণিকা আত্মাহুতি দিতে পেরেছে মাত্র

এ সময় তলোয়ার এলো

বাগিয়ে; কাঁটার সিংহাসনে হারিয়ে

গেলো অস্তিত্ব; শেষে চরম ছোবল

দিলো আস্তিনের সাপ।

কবিতা || ইচ্ছে যেমন || দীপান্বিতা পান্ডে দীক্ষিৎ

 ইচ্ছে যেমন



বয়সের ভার যত বাড়ে

বাড়ে তত জটিলতা, 

একটার ও ছাড় নেই

নেই কোনো দায়বদ্ধতা।

সম্পর্ক এখন বড় বাধা

সব কিছুর মাঝে '

যেমন ইচ্ছে তেমন চালাও

যেটা যার সাজে ৷ 

বলারও নেই করারও নেই

শুধু দিন যাপন,

যাচ্ছে চলে সুখে থাকার জীবন।

চিন্তাও নেই ভাবনাও নেই

নেই কোনো ধরাধরি,

যেমন ইচ্ছে চালাও তেমন

যখন যেটা যার প্রয়োজন৷

জন্ম নেওয়ার নেই সার্থকতা

দিন যাপনের দাড়িপাল্লায়,

সব কিছু যেন বড় প্রাঞ্জল

এই সমরাঙ্গনে সংঘাত স্বার্থের লড়ায় এ৷

কবিতা || ঈক্ষণ || সুব্রত মিত্র

    ঈক্ষণ

                



      আমি মানুষেরই মাঝে দেখেছি ভগবান

      আমি মানুষেরই মাঝে দেখেছি শয়তান

আমি মানুষেরই মাঝে দেখেছি মিলনের কলতান

            আমি মানুষেরই মাঝে দেখেছি---

      মন ভাঙ্গা বিচ্ছেদ আর প্রাণ ভাঙ্গা অভিমান।


                 মানুষেরই মাঝে দেখেছি---

               আমি মিলন বিরহের মায়াজাল

                  মানুষেরই মাঝে দেখেছি---

          কত অগোছালো অ-শোভনীয় জঞ্জাল।


     আমি দেখেছি দুর্বৃত্ত;মানুষেরই মাঝে নৃত্য

           দেখেছি কত জেদ; কত ভেদাভেদ;

          দেখেছি কত সহস্র বিচ্ছেদ---

     তবুও মানুষের সাথে নিজের সম্পর্কের---

            হতে দিইনি এতোটুকু ছেদ। 

কবিতা || প্রতি বিধান || অরবিন্দ সরকার

 প্রতি বিধান

          

        


ভালবাসি যারে তারে, রাগ উপহার

রাগ থাকবে না সেকি? কি উপসংহার,

বিধি বিধান আইনে অভিমান সার

গঞ্জে গ্রামে চারিদিকে বিধানের ভার।


সাহিত্য রসে সমৃদ্ধ পঃ লোকসংস্কৃতি

বঙ্গের বাইরে খ্যাতি তার জনপ্রীতি,

সংস্কৃতির ধারক ও বাহকে মতি

একচ্ছত্র অংশীদার কবি অধিপতি।


উপবিষ্ট আসনের মহা দিকপাল

তার অঙ্গুলি হেলনে বহেনা বেচাল,

শেষ অব্দি অনুষ্ঠান লয়ে ছন্দ তাল

সবার তিলক জোটে সম্বর্ধনা ভাল।


আলাদিনের আশ্চর্য প্রদীপের যাদু

তাঁর ছোঁয়ায় জীবন্ত ধন্য তুমি সাধু!

কবিতা || আওয়াজ || মহীতোষ গায়েন

 আওয়াজ 




একটা আওয়াজ শুনতে পাচ্ছি

ভয়ংকর বাজে আওয়াজ...

জীবনে কখনো শুনিনি,জানি না

মরে গিয়েও শুনবো কিনা।

 

আওয়াজটা আগে হতো না,

ইদানিং হচ্ছে,হচ্ছে আর ভাবাচ্ছে...

এটা জানি,যত গর্জায় তত বর্ষায় না,

বেশি মেঘ ডাকলে বৃষ্টি হয় না।


আসলে মেঘ গুমরে থাকলে

আচমকা বর্ষা আসতে পারে,

বহুদিন থেকে একটা চাপা গুমোট

সমূহ পরিস্থিতিকে বিপর্যস্ত করছে।


যেটা হওয়ার কথা নয় সেটাই হচ্ছে

এমনটা হওয়ার কথাই ছিল না,

মেঘ দুর্বল হলে আওয়াজ দুর্বল হবে-

আসলে সবই ভবিতব‍্যের খেলা।


খেলা শুরু হলে শেষ হবেই

কেউ হারবে,কেউ জিতবে...

অবশ্য খেলায় হার জিৎ বড় কথা না

বড় কথা হলো আওয়াজ বন্ধ হবেই।


এসো চোখ কান খোলা রাখি,

আওয়াজ প্রতিহত করে লড়ি;

এসো,লড়ি আওয়াজের বিরুদ্ধে...

আওয়াজ বন্ধ হলে শান্তি,মৈত্রী ফিরবে।

কবিতা || অবনত জীবন || তৈমুর খান

 অবনত জীবন  


                 


অশান্তির ক্ষুব্ধ ছায়ায় 

আমাদের বিশ্রাম মরে যেতে থাকে 

জেগে জেগে ঘুম শুধু 

ঘুমে ঘুমে তেতো বিষ জমে 


দেশ উঠে গেছে 

মানুষও মানুষ নেই 

শহর জুড়ে যান্ত্রিক অরণ্য 

উৎপাত খেচরের ডাক 

আততায়ী সিংহের গর্জন 


কার সন্তান আমি ? 

ভুলে যাচ্ছি —নিরুত্তর 

ভুলে যাচ্ছি —এই অবনত জীবন আমার।


২৭ তম সংখ্যার সম্পাদকীয়

 


                     Photography by Amit pal





সম্পাদকীয়:




পরিচয় টা নিজের কাছে, নিজ ব্যবহার দ্বারা প্রাপ্ত করতে হয়। কিছু অশিক্ষিত মানুষ এর কাছে আপনি পরিচয় পেলেন কিনা সেই নিয়ে মাথাব্যথা করে লাভ নেই। আপনি যদি সৎ হন তাহলে আপনি প্রকৃত যুক্তিবাদীদের কাছে উচ্চ মার্গের পরিচিতি লাভ করবেন। তাই অতসত না ভেবে নিজের জ্ঞান কে বিস্তৃত করে সমাজকে আলোকিত করুন। ভাবতে থাকুন সমাজের কথা। লিখতে থাকুন। আগুন ঝরে পড়ুক অক্ষরে অক্ষরে। আমরা আপনার পাশে আছি আপনাদের সকলের প্রিয় পত্রিকা world Sahitya Adda blog magazine নিয়ে।  




   ‌‌                               ধন্যবাদান্তে
                World sahitya adda সম্পাদকীয় বিভাগ

_________________________________________________


বিজ্ঞাপন-



_______________________________________________


_________________________________________________