Thursday, July 7, 2022
উপন্যাস - লাস্যময়ীর ছোবল || সিদ্ধার্থ সিংহ || Lashamayir Chobol by Sidhartha Singha || Fiction - Lashamayir Chobol part -9
Wednesday, July 6, 2022
ছোট গল্প - আজব নগরের কথা || লেখক - মিঠুন মুখার্জী || Short story - Ajob Nagorer Kotha || Written by Mithun Mukherjee
আজব নগরের কথা
মিঠুন মুখার্জী
আজ থেকে কয়েক শ' বছর আগে আজব নগর নামক একটা জায়গা ছিল। সেখানে সব আজব আজব ঘটনা ঘটত। এই দেশের সকল মানুষ চাইলেই সব চাওয়া পুরন করতে পারতেন। তার জন্য রাজ্যের রাজার কাছে দরবার করতে হতো। রাজা প্রজাদের সমস্ত মনোবাসনা পূরণ করতেন। রাজা অজয় বর্মা খুব দান-ধ্যান করতেন। তাঁর তিন রানী ছিল। তিনজনই খুব সুন্দরী, ফর্সা এবং জ্ঞানী ছিলেন। প্রত্যেক পত্নীর সঙ্গে রাজা আলাদা আলাদা ভাবে সময় দিতেন। তাঁদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘর ছিল। বড় রানীর নাম রজনী। ফুলের মতো সুন্দর ইনি। স্বভাবেও খুব কোমল প্রকৃতির। এই রানীর এক পুত্র সন্তান ছিল। নাম রবি বর্মা। মেজো রানীর নাম সুদর্শনা। যেমন দেখতে, তেমন গুন ছিল এই রানির। এই রানির একটি মেয়ে ছিল--- নাম রুপা বর্মা। আর ছোট রানীর নাম ছিল গান্ধারী। এই রানীকে দেখতে সুন্দর হলেও মন তেমন সুন্দর ছিল না। তাছাড়া এর কোন সন্তান হয়নি। রাজা অজয় বর্মা এই রানীকে বিবাহ করেছেন মাত্র দুই বছর। এই রানী কালাবিদ্যা জানতেন। তাছাড়া তাঁর বাবা একজন মুনি ছিলেন এবং মা একজন রাক্ষসী। এই খবর কেউ জানত না। গান্ধারীর মা মানুষের রূপ ধরে থাকতেন। একমাত্র গান্ধারী ও ওর বাবা বিষয়টা জানতেন। গান্ধারীর মধ্যে দুটি সত্তা লুকিয়ে ছিল। সে যেমন মানুষ, তেমনি রাক্ষসীও ছিল বটে। বড় রানী ও মেজোরানীর প্রতি অন্তরে তার বড়ই ঈর্ষা ছিল। তাদের সামনে ভালো ভাব বজায় রেখে চলতেন। অথচ ভিতরে ভিতরে ক্ষতি চাইতেন।
ছোটরাণীর জন্মানোর পর বড় হওয়ার কাহিনী সবার অজানা ছিল। ছোট বেলায় একবার বাড়িতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মাথায় চোট পেয়ে রক্ত বেরিয়েছিল। তাঁর মা সুহাসি রাক্ষসী রেগে গিয়ে নিজের শরীর থেকে ছুরি দিয়ে কেটে, রক্ত বের করে, সেই রক্ত গান্ধারীর বুকে ও কপালে ধরে মন্ত্র পড়েছিল। মিনিটখানেকের মধ্যে গান্ধারী বড় হয়ে শৈশব থেকে যৌবনে পদার্পণ করেছিলেন। তাঁর রাক্ষসীর মতো দাঁত ও হাতে-পায়ে নখ আছে। কিন্তু কালা শক্তির বলে সে সেগুলিকে বস করে রেখেছেন।
রাজা অজয় বর্মা কোনদিন গান্ধারীর আসল রূপ দেখেন নি। একবার একটা ছাগল এক নিশ্বাসে মুখের মধ্যে টেনে নেওয়ার সময় হঠাৎ পিছন থেকে রাজা তাঁকে ডাক দিয়েছিলেন। কিন্তু খুব তাড়াতাড়ি সে ছাগলটাকে উদরস্ত করে নেয় এবং তারপর মানুষের রূপে ফিরে আসেন। রাজা ঠোঁটের উপরে একটু রক্ত দেখেছিলেন। কিন্তু তিনি ভেবেছিলেন হয়তো কেঁটে গেছে। তিনি বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি।
প্রত্যেক বছর ছেলে রবি বর্মা ও মেয়ে রুপা বর্মার জন্মদিন রাজা অজয় বর্মা খুব আড়ম্বরের সঙ্গে পালন করেন। রাজ্যের সমস্ত প্রজাদের ঐদিন দুপুরবেলা পেট ভরে খাওয়ার নিমন্ত্রণ করেন তিনি। তাছাড়া তাঁর রাজ্যের সমস্ত প্রজাদের চাহিদা ও অভাব তিনি ওই দিন মেটান। কারোর মেয়ের বিয়ে হচ্ছে না, কারোর চাষের জন্য বলদ প্রয়োজন, কারো শরীর খারাপের পথ্য কেনার প্রয়োজন, কারো খাজনা দিতে পারছে না তা মুকুবের আবেদন, কারো সাংসারিক ঝামেলা মেটানোর আর্জি। সব সমস্যা নির্দ্বিধায় মেটাতেন তিনি। সকল প্রজারা রাজা অজয় বর্মার ধন্য ধন্য করত। বড় ও মেজোরানী মনে মনে খুব খুশি হলেও ছোটরানী তা কোন মতে মেনে নিতে পারতেন না। তিনি চাইতেন, সুযোগ বুঝে দুই রাণী ও তাঁদের সন্তানদের হত্যা করে অজয় বর্মার একমাত্র রানী হয়ে থাকবেন। তিনি তাঁর জন্য যা করার প্রয়োজন তাই করবেন বলে মনে মনে সংকল্প করেন। রাজবাড়ীতে ছোট রানীর বাবা-মা তেমন আসেন না। যদি রাজার কাছে ধরা পড়ে যান।
জন্মদিনের অনুষ্ঠানে রাজা অজয় বর্মা প্রজাদের বস্ত্র-চালও বিতরণ করতেন। তাছাড়া ছাগল ও গরু দান করতেন। সেই সব নিয়ে প্রজারা মহানন্দে বাড়ি ফেরার সময় কারও কারও আর কোনো খোঁজ পাওয়া যেত না। প্রজাদের প্রাপ্ত গরু ও ছাগল তো ছোটরাণী খেতই, সাথে সাথে প্রজাদেরও ভক্ষণ করতেন---যাতে তার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে না পারে।
একদিন রাজা অজয় বর্মা পার্শ্ববর্তী বিদিশার রাজার আমন্ত্রণ রক্ষার্থে সৈন্য নিয়ে গিয়েছিলেন। যাওয়ার আগে মন্ত্রীর হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করেছিলেন। ছোট রানী সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। সেই সময় বড় রানী তাঁর ঘরে পূজো করছিলেন ও রবি বর্মা ঘরের মধ্যে খেলছিলেন। তখন ছোট রানী গান্ধারী একজন সন্ন্যাসীর রূপ ধারণ করে বড় রাণীর ঘরের সামনে এসে ভিক্ষা চাইলেন। বড় রানী পুজো করতে করতে হঠাৎই বাইরে এসে সন্ন্যাসীকে দেখে দান স্বরূপ কিছু ফল দিতে গেলেন। হঠাৎ সন্ন্যাসী তাঁর হাত ধরে মহাশূন্যে উড়ে গেলেন। এই দৃশ্য দেখে বড় রানী জ্ঞান হারালেন। এদিকে রবি বর্মা মাকে না দেখে মেজ মাকে গিয়ে জানান। তার মাকে সে কোথাও দেখতে পারছে না। তখন মেজোরানী মন্ত্রীকে খবর দেন। সমস্ত প্রাসাদময় বড় রানীর খোঁজ চলে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায় না। রবি বর্মা মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এই খবর পাশের দেশে দূত মারফত পেয়ে রাজা অজয় বর্মা সেইদিনই নিজ রাজ্যে ফিরে আসেন। রাজপ্রাসাদে এসে বড়রাণীর জন্য খুবই চিন্তিত হয়ে পড়েন। কে এই কাজ করল, কোথায় গেল সে--- নানান প্রশ্ন তাঁর মনে উঁকি দিতে লাগল। তিনি রাজসেনাপতিকে ডেকে বললেন---"আশেপাশের রাজ্যে এবং নিজেদের রাজ্যের বিভিন্ন জায়গায় সৈন্য পাঠিয়ে রানীর খোঁজ করুন। যেখান থেকে হোক বড় রানীকে খুঁজে আনতে হবে।" রাজার আদেশ মতো সেনাপতি কিছু সৈন্যদেরকে রাজ্যের পূর্বে ও দক্ষিণে বিদিশা ও কৃষ্ণনগরে পাঠিয়ে দিলেন এবং তিনি নিজে কিছু সৈন্য নিয়ে আজব নগরের আনাচে-কানাচে রানীর খোঁজ করতে চলে গেলেন।
এদিকে বড় রানীকে এক গুহার মধ্যে এনে একটা বোতলের মধ্যে বন্দি করে রাখেন ছোট রানী গান্ধারী। তাঁর আসল রূপ বড় রানীকে সে দেখায় না। তাঁর মা ও কিছু সাধারন রাক্ষসের উপর বড় রানীর দায়িত্ব দিয়ে ছোট রানী রাজ্যের ফিরে আসেন। বড় রানী বুঝতে পারেন, তিনি রাক্ষসদের খপ্পরে পড়েছেন। তবে এই সন্ন্যাসী আসলে যে কে এবং তাকে এখানে কোন স্বার্থে তুলে নিয়ে এসেছেন---তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। ছোটরাণীর মার কাছে বারবার তাঁকে তুলে আনার কারণ বিভিন্ন কৌশলে বড় রানী জানার চেষ্টা করেও কোনো লাভ হয়নি।
এদিকে সেনাপতিরা বড় রানীর খোঁজে গেলে রাজা মেজোরানী ও ছোটরাণীকে রাজপ্রাসাদে ডেকে আনার জন্য দাসীদের আদেশ দিলেন। ছোটরাণীর ঘরে তাঁর প্রিয় দাসি তাকে ডাকতে গিয়ে আসল রূপ দেখে ফেলে। তখন সে চিৎকার করে পালাতে গিয়েও ব্যর্থ হয়। ছোট রানীর চোখের আকর্ষণে দাসি নিজের থেকেই ছোটরাণীর কাছে ধরা দেয় এবং সে তাকে হত্যা করে পুড়িয়ে দেয়। ছোট রানী বুঝতে পারেন, রাজা তাঁকে ডেকে পাঠিয়েছেন নিশ্চয়ই। তারপর তিনি রাজপ্রাসাদে রাজার সঙ্গে দেখা করেন। এদিকে মেজোরানীও অনেক আগেই রাজপ্রাসাদে উপস্থিত হন। রাজা তাদের দুজনকে জিজ্ঞাসা করেন---তাদের দিদিকে দেখেছেন কিনা। তাঁরা জানান--- "তাঁরা তখন কাজে ব্যস্ত ছিলেন। তাঁরা কারকে প্রাসাদে আসতেও দেখেন নি।" ছোট বউ রাজার অবস্থা দেখে মনে মনে হাসছিলেন। এরপর রাজা খোদাবক্স নামের একজন আল্লার বান্দাকে ডেকে আনার জন্য মন্ত্রীকে বলেন। মন্ত্রী লোক পাঠিয়ে খোদাবক্সকে ডাকতে পাঠান। এই খোদাবক্সের ছিল আশ্চর্য অলৌকিক ক্ষমতা। এক গামলা জলে মন্ত্র পড়ে যা চাইতেন তাই দেখতে পারতেন। তার একটি জাদুর চাটাই ছিল। সে সেই চাটাই করে যেখানে খুশি যেতে পারতেন। এমনকি শত্রুকে আঘাত না করে মন্ত্রের দ্বারা অকেজো বানিয়ে দিতে পারতেন।
খোদা বক্সের কথা শুনে রাক্ষসী গান্ধারী ভয় পেয়ে যান। তিনি ভাবলেন--- 'ও আসলে তাঁর সমস্ত রহস্য উন্মোচন হয়ে যাবে।' তখন তিনি রাজাকে বললেন--- "খোদা বক্সের কি দরকার? দিদি হয়তো আশেপাশের কোথাও গেছেন। সমস্যায় পড়েছেন বলে আসতে পারছেন না। এসে পড়বেন। চিন্তা করবেন না। খোদা বক্সের কোন দরকার নেই।" রাজা অজয় বর্মার ছোটরাণীর কথায় সন্দেহ লাগে। মনে মনে ভাবেন--- "ছোটরাণী এভাবে বাঁধা দিচ্ছেন কেন? তাহলে ও কিছু করেনি তো!" পরক্ষণেই আবার মনে হয়--- "না, না। আমার ভুল হচ্ছে। ও কি করবে? ওদের বড় রানী এত ভালবাসেন।"
ঘন্টা দুয়েক পরে খোদাবক্স রাজপ্রাসাদে এসে উপস্থিত হন। সমস্ত ঘটনাটা রাজার মুখে শুনে তিনি এক গামলা জল আনতে বললেন। একদাসি তাড়াতাড়ি গিয়ে এক গামলা জল এনে খোদাবক্সের কাছে দিলেন। খোদাবক্স সেই জল মন্ত্রপূতঃ করে দেখলেন এক সন্ন্যাসীকে, যে বড় রানীকে তুলে নিয়ে গিয়েছেন। কিছুতেই সে সন্ন্যাসীর মুখ দেখতে পেলেন না। তারপর দেখলেন, এক গুহার মধ্যে বড় রানী একটি বোতলের মধ্যে বন্দি রয়েছেন। আশেপাশে রাক্ষস-রাক্ষসীর দল। তিনি রাজা অজয় বর্মাকে জানান --- "রানীকে রাক্ষসেরা ধরে নিয়ে গেছে। তাকে এক গুহায় বোতলের মধ্যে বন্দি করে রেখেছে।" কিন্তু তিনি যে সন্ন্যাসীর মুখ দেখতে পারছেন না সেকথাও জানান রাজাকে। এরপর ছোট রানী ভয় পেয়ে যান। এদিকে রবি বর্মা মাকে না পেয়ে খাওয়া-ঘুম বন্ধ করে দেন। শুধু কান্না করেন। তার মুখের দিকে তাকানো যায়না। নিষ্ঠুর ছোটরাণীর তাঁদের কষ্ট পেতে দেখে আনন্দ হয়। কিন্তু তিনি ভুলে যান, ধরা তাকে একদিন পড়তেই হবে। সেটি সময়ের অপেক্ষা। খোদাবক্স জায়গাটার নাম বলতে পারেন না। কিন্তু দিক নির্দেশ করে বলে দেন---এই প্রাসাদের উত্তর দিকে সমুদ্রের মাঝে একটা পাহাড়বেষ্টিত দ্বীপ আছে, সেখানে গুহার মধ্যে রাণীমাকে বন্দি করে রাখা হয়েছে। রাজার একান্ত অনুরোধে খোদাবক্স তার জাদুর চাটাইতে করে রাজা, সেনাপতি, মন্ত্রী ও দশ জন সৈন্য নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে পাড়ি দেন।
এদিকে রাজারা রওনা হওয়ার পর বালক রবি বর্মাকে ছোট রানী গান্ধারী তুলে নিয়ে যান। রানীর আসল রূপ দেখে বালক রবি বর্মা চৈতন্য হারান। খোদাবক্স তার চাটাইয়ের সাহায্যে সমুদ্র পার হয়ে, গাছপালা পার হয়ে অবশেষে সেই গুহার কিছুটা দূরে এসে নামেন। সৈন্যরা দেখেন--- গুহার প্রবেশ পথে একজন রাক্ষস সৈন্য হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজা তাঁর মন্ত্রীকে ও সৈন্যদের নিয়ে গুহায় প্রবেশ করেন। গুহায় প্রবেশ করার সময় তাদের যে সমস্ত রাক্ষস-রাক্ষসীরা বাঁধা দেন, তাদের হত্যা করেন। অবশেষে দেখেন চুল ঝাঁকড়া এক রাক্ষসীর হাতে একটা বোতল। তার মধ্যে বড় রানী বন্দি। রাজা ওই রাক্ষসীর কাছে এগোতেই সে মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়। খোদাবক্স রাক্ষসীকে উদ্দেশ্য করে মন্ত্র পড়ে। ফলে রাক্ষসীর মুখ দিয়ে আগুন বের করার শক্তি চলে যায়। এরপর রাক্ষসী বড়রাণীকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। জাদুর চাটাইতে করে খোদাবক্স সবাইকে নিয়ে পিছু নেয়। উড়তে উড়তে রাক্ষসী আজব নগরে এসে উপস্থিত হয়। রাক্ষসী মাটিতে দাঁড়িয়ে বিশাল আকার ধারণ করে এবং উপর থেকে বড় রানীকে ফেলে দেওয়ার ভয় দেখায়। সে বলে--- "কেউ যদি আমার দিকে আর এক পাও এগোয়, তাহলে রানীকে মেরে ফেলবো।" রাজার নির্দেশে আর কেউ এগোয় না। খোদাবক্স জাদু শক্তির দ্বারা ছোটরাণীর মাকে বন্দি করে ফেলেন। সে শত চেষ্টায় এ বাঁধন ছিড়তে পারে না। চাঁটাইতে উড়ে গিয়ে রাক্ষসীর হাত থেকে বোতলটি উদ্ধার করেন। তারপর মন্ত্রের দ্বারা বোতল ভেঙে বড় রানীকে বের করেন এবং রানীকে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনেন। এমন সময় গান্ধারী রাক্ষসী তাঁর আসল রূপ নিয়ে সকলের সামনে আসেন ও সঙ্গে অসাঢ় রবি বর্মাকে নিয়ে আসেন। রাজাকে বলেন--- "আমার মাকে ছেড়ে দিতে বল রাজা। নতুবা তোর ছেলেকে হত্যা করব।" রাজা খোদাবক্সকে সুহাসি রাক্ষসীর বাঁধন খুলে দিতে বলেন। খোদাবক্স গান্ধারীর ডান হাতে ছয়টা আঙ্গুল দেখে চিন্তা করেন এবং বুঝতে পারেন। তিনি রাজাকে বলেন--- "এই রাক্ষসী সেই সন্ন্যাসি, যে বড়রাণীকে তুলে নিয়ে গিয়েছিল। ওকে ওর ছয়টা আঙ্গুল দেখে চিনতে পেরেছি।" খোদাবক্সের কথা শুনে রাজাও মনে মনে চিন্তা করলেন---তাঁর ছোট রানীরও ডান হাতে ছটি আঙ্গুল। তাহলে ছোট রানীই কি!! এরপর রাজা গান্ধারীকে জিজ্ঞাসা করলেন---"কে তুই? কি চাস?" তখন গান্ধারী বিকট হাসি হেসে ছোটরাণীর রূপে ফিরে আসেন। রাজা তাকে দেখে বিস্মিত হন। তিনি ছোটরাণীকে বলেন---"তুমি একজন রাক্ষসী! আমার সাথে এতদিন ছলনা করছিলে!! কেন তুমি বড় রানীকে তুলে নিয়ে গিয়েছিলে?" এরপর ছোট রানী তাঁর উদ্দেশ্যের কথা সকলের সামনে বলে ফেললেন। রাজা ছোট রানী গান্ধারী রাক্ষসীর উপর প্রচন্ড রেগে গেলেন।
এরপর মুহূর্তের মধ্যে খোদাবক্স গান্ধারীকেও বন্দি করে ফেললেন। তারপর গান্ধারীর হাত থেকে রবি বর্মাকে উদ্ধার করলেন। রাজ সৈন্যরা সুহাসি ও গান্ধারী কে তলোয়ার দিয়ে রাজার আদেশে মারার চেষ্টা করলেন, কিন্তু তাদের দুজনের কেউই মরলো না। তাঁরা বিকট হাসতে লাগলো। বলল--- "আমাদের মারার ক্ষমতা তোদের নেই। আমরা অমর।" এমন সময় খোদাবক্স চোখ বন্ধ করে মন্ত্র পড়ে জানতে পারলেন আজব নগরের পশ্চিমে একটি বট গাছের কোটরে দুটি পায়রা আছে। সেই পায়রার মধ্যে সুহাসি ও গান্ধারীর প্রাণ লুকানো আছে। সেই পায়রা দুটোকে মারতে পারলে তবেই এরা মারা যাবে।
খোদাবক্স রাজাকে আড়ালে ডেকে নিয়ে এসে সমস্ত বিষয়টি জানালেন। তারপর জাদু চাটাইতে খোদাবক্স রাজাকে নিয়ে সেই বটগাছের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে সেনাপতি, মন্ত্রী ও সৈন্যরা রাক্ষসী দুজনের সাথে লড়াই করতে থাকে। বট গাছের সামনে এসে রাজা ও খোদাবক্স দেখেন, সেই পায়রা দুটোকে পাহারা দিচ্ছে দুটি বিষধর সাপ। খোদাবক্স তার জাদু শক্তির দ্বারা সাপ দুটিকে পরাস্ত করে পায়রা দুটিকে ধরে। রাজা ও খোদাবক্স এক একটি পায়রার ধর থেকে গলা আলাদা করে দেন। সঙ্গে সঙ্গে সৈন্যরা দেখেন রাক্ষসী দুজন চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। তারপর আগুন ধরে নিশ্চিহ্ন হয়ে যান।
এরপর খোদাবক্স ও রাজা অজয় বর্মা আজব নগরে ফিরে আসেন। রাজা খোদাবক্সের উপর সন্তুষ্ট হয়ে তাকে মুক্তোর মালা, স্বর্ণমুদ্রা ও পাঁচ বিঘা জমি দান করেন। খোদাবক্স মহানন্দে বাড়ি ফিরে যান। রাজা তাঁর দুই রাণী ও ছেলে মেয়েকে নিয়ে সুখে বসবাস করেন। কোন অশুভ শক্তি তাদের জীবনে আর প্রবেশ করে না।
Monday, July 4, 2022
ছোট গল্প - চোরের ভয়ে || লেখক - কল্যাণ সেনগুপ্ত || Short story - Chorer Bhoie || Written by Kalyan sengupta
চোরের ভয়ে
কল্যাণ সেনগুপ্ত
আলো দৌড়াতে দৌড়াতে এসে দরজা খুলে দাড়ালে।উত্তেজনায় মুখ লাল।গলা নামিয়ে বললে " দাদা আজ বিকেলে ডিভোস হবে"।
মাথার মধ্যে তখনও গোলটা কেন খেলাম সেটাই ঘুরছে ।তারমধ্যে আলো র এরকম বদখত খেলার নমুনা শুনে পিলে চমকে গেল "সেটা কি?"
"তুই জানিস না? ঐ যে রে টিভি তে দেখায় সেই ডিভোস হবে"। আলো বললে " আমি দেখব দাদা ।কি মজা ।টিভির মত হবে, দেখব। আমি ডিভোস দেখিনি"।
কী বলে ? ঠিক বুঝতে পারছিনা ব্যাপারটা। কার সাথে কার হবে? আলো বললে" দুর!তুই কিসসু জানিস না"।
আমার মাথায় সেই গোল টা। বললাম "তা জানিনা, এখন সর আমি বাথরুমে যাবো হাত পা ধুতে"।আলো ছাড়বার পাত্রী নয়। বলেই চলে
"শোন , বড় কাকা একদিকে আর কাকিমার দুই ভাই হারু কাকা, নাড়ু কাকা মনেহয় আরেক দিকে । খুব সম্ভব ওরাই ডিভোস করবে"। বিকেলে আবার মাঠে কদমতলায় সঙ্গে ম্যাচ ওখানে তো না গেলেই নয়। প্রেস্টিজের ব্যাপার। এরমধ্যে বাড়িতে যদি ডিভোস হয় তবে কি হবে যে জানে। সিঙ্গারা, মিষ্টি তো আমাকেই আনতে হবে। মা কে বললাম " কি ডিভোস না কি হবে তার জন্যে মিষ্টি আনতে হলে আগেই বল এনে রেখে যাব"।
মা কথা বাড়ালে না । বললে" যা , যা, তোর কোথায় বনে বাদাড়ে ম্যাচ আছে ।পারলে আলোকেও নিয়ে যা। মায়ের মুখ বেশ গম্ভীর। জ্যাঠামশাই কে বাবা ডাকিয়ে এনেছে। তার মানে একটা জোর যুদ্ধ হবে নিশ্চই।
বাবা আটকে দিলে । ওনারা আসবেন ।যদি ট্যাক্সি ডেকে দিতে হয়। আজ বাবারা চার ভাই বাড়িতে। দুদিন আগে বড় কাকিমা আমাদের ঘুম থেকে ওঠার আগেই নিজের বাড়ি চলে গেছে। বড় কাকা এত কথা বলে, কিন্তু দুদিন যাবদ মুখে কুলুপ এঁটেছে।
বাবা বলেছে "সেজ একটা খারাপ কিছু করেছে নিশ্চই। কিরে, ভুল করে গলার হার টার ছিনতাই করেছিলি নাকি?"
ছোটকা বললে" মেজদা তুমি যে কি বল। মোশন এ না থাকলে ছিনতাই বলে না। আর সেজদা কেন ছিনতাই করবে? দিব্যি সুস্থ লোক। রোজ কলেজ যাচ্ছে,পড়াচ্ছে। শুনেছি নেশাটেশা করলে ছিনতাই টা করতেই হয়। ওটা আপনাআপনি এসে যায়"।
বাবা বললে "নীচে চল, একবার দাদার সাথে বসে কথা বলা দরকার। কী বিশ্রী ব্যাপার সেজ করল।"
ছোটকা বলেই চলে "কিছু না ,মনে হয় সেজ বৌদি মোহনবাগান নিয়ে কিছু বলেছে"।
জ্যাঠা মশাই বললে " অনিমা তো আবার কট্টর ইস্ট বেঙ্গল"।
বাবা বললে ছোটকাকে " এটা আবার নতুন দিক খুলে দিচ্ছিস দেখছি।এই দিক টা তো ভাবিনি।"
জ্যাঠামশাই বাবা ,কাকাদের ডেকেছেন নীচের ঘরে। বেশ জমজমাট কিছু একটা ঘটতে যাচ্ছে দেখে আমি আর আলো পর্দার পিছনে জায়গা নিয়েছি। রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। মনেহয় যুদ্ধের পরিকল্পনা হবে।মাঠে নামার আগে যেমন গোল হয়ে পরস্পরকে কাঁধে হাত রেখে মাথা নীচু করে শপথ নেয় অনেকটা সেই রকম। মা কে বলা হয়েছে সকালের লুচি, আর কালো জিরা ছড়ানো সাদা আলুর দম টা নীচে ই সব ভাই কে দিতে। সঙ্গে চা। ওফ! লুচি খেতে খেতে পরিকল্পনা হবে।
জ্যাঠা মশাই সবাইকে গম্ভীর দেখে উজ্জীবিত করতে বললেন" ব্রাদার্স , এটা যেন তেন লড়াই নয়। এটা হচ্ছে আমাদের প্রেস্টিজ কা"।বলে ছোট কার দিকে চাইলেন। ছোটকা ধরিয়ে দিলে " সওয়াল".। আবার শুরু করলেন "অনিমা কে যে করেই হোক ফিরিয়ে আনতে হবে। দরকার হলে ছিনিয়ে আনতে হবে"। এরপর স্বভাব সিদ্ধ ভাবে গলা নামিয়ে বললে " সেজ তুই ঘোড়া চড়তে পারিস?" বলে মিচকি মিচকি হাসলে।ছোট কা উচ্চ স্বরে হেসে বললে " দারুন বলেছ। ঘোড়ায় করে গিয়ে ছিনিয়ে নিয়ে আসবে?
বড় কাকা যথারীতি চুপ। মাথা নিচু। কাগজ ওলটাচ্ছে। বাবা বললে " দাদা তুমি কি জান কেন অনিমা চলে গেছে ? আমাদের আগে কারণটা জানা দরকার। অনিমা সেজ কাকিমার নাম।
জ্যাঠা মশাই বললেন " সেজ, ছোট বেলা থেকেই ঠাণ্ডা মাথার ছেলে। দোষের মধ্যে সময় পেলেই আমার একটু পা টানে।কী ঠিক বলেছি তো সেজ?"
বড় কাকা তেমন সাড়া দিলে না।
ছোট কা বললে " পা টানে মানে? হাত টান শুনেছি কিন্তু পা টান টা কি?
বাবা হেসে বললে " লেগ পুলিং"।
বড়কাকা ম্লান হাসলে।
আলো ফিসফিস করে বললে " দাদা এটা কি নতুন খেলা? তুই খেলেছিস?
আলো বড্ড কথা বলে ।বললাম " চুপ কর"।
ছোটকা বললে " সেজ বৌদি নিশ্চই দেশ তুলে কথা বলেছে।তাই মাথা গরম হয়ে গেছিল"।
জ্যাঠা মশাই বললেন" সেজ কিছু বল। তোর কথা তো আগে শোনা দরকার। আমি তো ভাবতেই পারছিনা আমার বিপ্লবী ভাই মালিক পক্ষ কে না ঠেঙ্গিয়ে, বাড়িতে বউ ঠেঙ্গাচ্ছে। ছি, ছি। লজ্জায় মাথা হেঁট। তোর ওপর আমার অনেক আশা ছিল।"
মা আর ছোট কাকী মা লুচি নিয়ে এল।টেবিলে রেখে মা বললে " বড় ঠাকুর পো, তুমি না বললে আমরা তো কোন দিশা পাচ্ছিনা। কিছু তো বল। দোষে গুনে মানুষ আমরা" ।
বাবা হাত তুলে থামিয়ে দেয় মা কে। আহা!" এমন করছ কেন? আগেই কত কিছু ধরে নিচ্ছ তোমরা" । তারপর উঠে বড় কাকা কে লুচির প্লেট টা এগিয়ে বলে " বলে ফ্যাল। আমরা আছি তোকে জান দিতে বাঁচাবো। সেই ছোট বেলায় দিপুদের বাড়ি থেকে আম চুরি করে আনার পর যেমন বাঁচিয়ে ছিলাম"।
বড় কাকা এবার মুখ খুললে ।বাবা কে বললে " বলছি, আগে ফুলকো গুলো খেয়ে নেই। জ্যাঠামশাই ভয় দেখিয়ে বললেন " ঠিক আছে চলবে। কিন্তু এর পর ও যদি না বলিস তাহলে কিন্তু আমি আবার গল্পের ঝাঁপি খুলে বসব। তখন কিন্তু শুনতে হবে"।
বাবা ছোট কা হেসে উঠলে। বড় কাকা সেই কুঁথে কুঁথে কাষ্ঠ হাসি দিলে।
লুচি শেষ হবার পর বড় কাকা বললে " দাদা তুমি তো এখন প্রায়ই থাকনা। অ্যাক্সিডেন্টের পর পায়ে র সেই যে অপারেশন করে প্লেট বসালো তারপর থেকে আমি নীচেই শুচ্ছি কারণ তোমার অনিমার ঘুমের মধ্যে বড় এপাশ ওপাশ করে ,যদি ঘুমের মধ্যে পা চালায় আর লেগে যায় তখন খুব কষ্ট হবে।
জ্যাঠামশাই বললেন " হ্যা , তো কি? ।তাহলে তো এরকম হবার কথা নয়"।
বড় কাকা বললে " ইদানিং খুব এলার্জি তে নিশ্বাসের কষ্টে ভুগছি। দিনের বেলা সব ঠিক আছে রাত্রে শুলেই দম নিতে কষ্ট। কোন খাবারের থেকে হচ্ছে।ডাক্তার এলার্জি টেস্ট করতে বলেছে" ।
বাবা বললে " তুই তো ট্রাকের বাইরে চলে যাচ্ছিস। কী হয়েছিল বল সেদিন রাত্রে? চোর বা ভূতের কোনো উপদ্রব নয় তো?"
জ্যাঠা মশাই হেসে উঠলেন ।বললেন"নিশ্চই ভুত দেখেছিল ছোট বেলার মত। সেজ র বরাবর ভুত আর চোর দের ফাজলামি পছন্দ নয়। ওদের কোনো ক্লাস ও নেই। মোস্ট সুবিধা বাদী। সাহসী লোকেদের ধরে না। যতসব হাবাগোবা, আগে থেকেই ভয় পেয়েই আছে তাদের কাছে যায়"।
ছোটকা অবাক "এরকম ত কোনদিন শুনিনি।চোর আর ভূতের ক্লাস?"
"সেজ তাই এদের একেবারেই পছন্দ করে না।"
বড় কাকা বললে " তোমার মনে আছে গ্রামের বাড়িতে ছোট বেলায় যখন বাইরের বাথরুমে যেতে হত রাত্রে তখন তোমায় ডাকতাম ?
জ্যাঠা মশাই বললে " সেতো স্পষ্টই মনে আছে। আমি ভুত তাড়াতাম আর তুই বাথরুম কর তিস। তোর সেই থেকেই চোর আর ভূতের প্রতি অসন্তোষ।" বড় কাকা এবার মুখ খুললে " তখন আসলে দু একবার দেখেছিলাম।"
"বলিস কি ? আগেতো বলিস নি? "
"একবার বাথরুম থেকে বেরিয়ে দেখলাম পাশের আম গাছের নীচে একটা সাদা শাড়ি পড়া কে দাড়িয়ে আছে"।
"দ্যাখ , আমি ছিলাম না তখন তাই দেখতে পেয়েছিলি"।
"আর সেবার যখন নবরুপা অপেরা এসেছিল সেবার তোরা গেলি যাত্রা দেখতে। জ্বরের জন্যে আমি আর মা ছিলাম বাড়িতে ।সেদিন জানিস আমার জামা জানলা দিয়ে আকসি দিয়ে টানছিল জানলা দিয়ে"।
"কে?"
"চোর।"
ছোট কা অধৈর্য্য হয়ে বললে " বৌদির সাথে কি করেছিলি? সময় তো চলে যাচ্ছে। ওরা চলে আসবে মনে আছে? ওরা কিন্তু তোকে জেলের ঘানি টানিয়ে দিতে পারে"।
বড় কাকা বললে " ইদানিং মাঝে মাঝেই নিশ্বাসের কষ্ট হচ্ছে। রাত্রে ঘুম টাও কম হচ্ছে। ভেঙে যাচ্ছে । আর ঘুম ভেঙে গেলেই খালি মনে হয় নিচে আমি একা আজ ঠিক চোর আসবে"।
জ্যাঠা মশাই বললেন " কেন তোর এরকম মনে হয়? এসেছে নাকি?"
"না, ঘুম ভাঙলেই পাশের জানলার বাইরে ফিসফিস করে কথা শুনতে পাই। কেউ যেন প্ল্যান করছে । ঘুম না ভাঙলে কোন অসুবিধা নেই। নো চোর, নো ভুত। এই জন্যেই এই দেখো" বলে খাটের তলা থেকে বার করে একটা এক ফুটের একটা কাপড়ে জড়ানো লাঠি।
"এটা কি? এক ফুটিয়া দিয়ে কি হবে? কী করিস এটা দিয়ে? "
বড় কাকা বললে" খাটের পাশে এটা নিয়ে শুলে ঘুম টা গভীর হয়"।
"এ্যা? এটা কি ঘুমের ওষুধ? জ্যাঠা মশাই বলেনন " তোর তো মাথা টা দেখানো দরকার। যাইহোক তাড়া আছে বলে যা"।
ছোট কা বললে " তাহলে কাপড় জড়িয়েছিস কেন? কুশন ইফেক্ট? না ওর শীত করে মাটিতে শুলে?"
বড় কাকা এবার হেসে ফেললে বললে " আমি কোন প্রমাণ রাখতে রাজি নই।"
জ্যাঠামশাই হুঙ্কার দিলেন " প্রমাণ? কিসের প্রমাণ? এটাকি কোনো খুনের গল্প হচ্ছে নাকি? তবে প্রমাণ যদি বলিস তাহলে আমার সেই জাম্বিয়ার সেই খুনের ঘটনা বলতে হয়।"
ব্যস। ছোটকা শঙ্কিত হয়ে বলে উঠলে " ওরা কিন্তু এসে পড়বে দাদা। আগে ব্যাপারটা জানা দরকার না?"
জ্যাঠা মশাই ঈষৎ মনক্ষুন্ন হয়ে বললেন " হ্যা, সেতো বটেই। বল তারপর কি হল? লাঠি অবধি এসেছিলি।
"নিশ্বাসের কষ্টের জন্যে আজকাল ঘুম আসতে দেরি হচ্ছে ।রাতবিরেতে ঘুম ভেঙে গেলে ব্যস, এরপর অসস্তি, এপাশ ওপাশ তারপর আবার নিশ্বাসের অসুবিধায় উঠে বালিস কাত করে শোয়া।"
"সেতো বুঝলাম , তারপর?"
"এখন মুশকিল হচ্ছে রাত্রে ঘুম ভেঙে গেলে ই মাঝে মাঝে ফিসফাস কথা শুনি জানলার পাশে"।
ছোট কা বললে" আরে পাশে তো মাটির রাস্তা পুনুদের বাড়ি যাওয়ার জন্যে। ওদের কেউ হবে, ওদের কেউ কথা বললে বাইরে তো শোনা যাবেই"।
"না না, তাহলে ফিসফিস কেন হবে।ওরা ঠিক চোর, বাইরে দাড়িয়ে প্ল্যান করছে। দুদিন এরকম আমি তোর কাকিমা কে শুনিয়েছি"।
"সেকি? কাকিমা তো ওপরের তলায়"।
বড় কাকা মাথা নাড়ল, "ওই তো কাকিমা মাঝে মাঝে এসে দেখে যায় আমি ঘুমাচ্ছি কিনা। নিশ্বাসের অসুবিধা বাড়ল কিনা"।
"তারপর?"
"আমার মাথার সামনে বাইরে যাবার দরজা।রোজ দরজা ,সামনের গ্রিলের দরজা দেখে শুই, খাটের তলা ও দেখে নেই। কিন্তু জানো, শুয়ে আছি, শুয়ে আছি , ঘুম প্রায় চলে এসেছে এমন সময় মনেহল দরজা টা বন্ধ করতে ভুলে যায়নি তো? আবার উঠে দেখি, তারপর শুই। কিন্তু সেদিন এক কান্ড হল"।
জ্যাঠা মশাই এর আর তোর সইছে না ।বললে " আসল ঘটনায় আয়, কুইক।"
হঠাৎ রাত্রে ঘুম টা ভেঙে গেল অস্বস্তি তে। মশারির বাইরে দরজার কাছে দেখি একটা ছায়া মূর্তি"।
"কেন সেদিন দরজা বন্ধ হয়নি?"
"কী জানি মনে নেই।কিন্তু জানো তো আমি ভয় পাই নি। ঠাণ্ডা মাথায় একটু সরে গিয়ে মশারীর পাশ দিয়ে হাত নামিয়ে রড টা খুঁজছি। এদিক ওদিক করে পেয়ে আসতে আসতে তুলে ভিতরে ঘাপটি মেরে বসে আছি। চোখ অর্ধেক বুজে। এরপর দেখি ছায়া মূর্তি একটু একটু করে এগিয়ে আসছে। যেই পায়ের কাছে এসে গেছে ব্যস হুস করে মশারী সরিয়ে রড নিয়ে দাড়িয়ে পড়েছি"।
"তারপর?"
"জানি একবারই সুযোগ পাবো।কোনো সুযোগ দেইনি তাকে। সোজা রডটা দিয়ে পিঠে প্রাণপণ এক ঘা।
জ্যাঠা মশাই ভীষণ বিরক্ত হয়ে বললেন " দুর বাবা, কি আলতু ফালতু চোরের গল্প বলছিস। সেজ বৌমার সাথে কি হল সেটা বল।"
বড় কাকার মুখটা কেমন ঝুলে গেল। এত করুন অপরাধী মুখ কখনও দেখিনি। বললে" মারতেই তুমুল চিৎকার তোমার সেজ বৌমার।
"এ্যাঁ, কি বলছিস? অনিমা কোথা থেকে এল?" "ঠিক বলছিস? কেন এসেছিল সেজ বৌমা ওখানে?"
আফসোসের শেষ নেই ।বড় কাকা মিউ মিউ করে বললে " ও রাত্রে উঠে বাথরুমে গেছিল আর তখন মনে হয়েছিল আমার কোনো কষ্ট হচ্ছে কিনা সেটা দেখে যাবে।"
ছোট কা মুখ গম্ভীর করে বললে" তুমি ওই লোহার রড দিয়ে বৌদি কে মেরেছ? চোর আর বৌদি এক হয়ে গেল? হায়, হায়। ভগবান। তুমি এটা পারলে করতে?"
কাঁচুমাচু হয়ে বড় কাকা বললে" কি করব বল? চোখে চশমা নেই, ঘর অন্ধকার, তার ওপর চোর এই আসে এই আসে অবস্থা ।আমার তখন কি তাল জ্ঞান আছে? বড্ড ভুল হয়ে "
একদম সরল স্বীকারোক্তি।
বাবা এই অবস্থায় ও আর গম্ভীর থাকতে পারলে না। মুচকি হেসে বললে " অনিমা যদি বউ পেটানোর কেস দেয়।তাহলে কিন্তু তোকে জেলের হাত থেকে বাঁচানো মুশকিল হবে। তুই আলো জ্বেলে ব্যাপারটা বুঝিয়ে বলেছিলি?"
"বলব কখন ? ওরে বাবারে, মেরে ফেলল রে, ।সে এমন কান্না জুড়ে দিল যে আমি ভ্যবাচাকা খেয়ে গেলাম। এমন উথাল পাতাল ব্যথা হচ্ছে যে কিছু বলতেই পারলাম না । ওর চোখ মুখ দেখে মনে হল আমি বোধ হয় খুন করতেই গেছি ওকে।"
জ্যাঠা মশাই বেশ গম্ভীর হয়ে বাবা কে বললেন " মেজ,ছোট কে নিয়ে এখুনি চল সেজ বৌমার বাড়ি। এটা যে ইচ্ছাকৃত ফাউল নয় সেটা তো বুঝিয়ে বলতে হবে। ওতো চোর ভেবে ব্যাপারটা করে ফেলেছে । বাবা আমতা আমতা করে বললে " বউ কে চোর ভাবা ব্যাপারটাও কি ঠিক হল? জ্যাঠা মশাই যথা সম্ভব হাসি চেপে বললেন " তোরা কিছু বলিস না ,আমিই কথা বলব ।তাড়াতাড়ি জামা প্যান্ট পড়"।
তিনজনে হন্তদন্ত করে বেড়িয়ে গেল। দেখলাম আপাতত খেলা শেষ। এখন বেড়িয়ে গেলেই হয়। দুপুর হয়ে গেল বড় কাকা খালি ঘর আর বার করছে।কেউ ফিরছে না দেখে মা বাবা কে ফোন করলে। দেখলাম কথা বলতে বলতে মার মুখ নির্মল হাসিতে ভরে গেছে। শুধু শোনা গেল " আমরা তাহলে খেয়ে নিচ্ছি"
ফোন রাখার পর বড় কাকা উদ্বিগ্ন হয়ে মা কে জিজ্ঞাসা করলে " মেজবৌদি কি হল? ওরা কি পুলিশে যাবে?
মা প্রথমটা না শুনে উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। বড় কাকা উদ্বিগ্ন মুখেভআবার বললে " কি হল বৌদি? ওরা যে আসছে না । কী হবে? পুলিশ আসবে বাড়িতে ?
মা হাসতে হাসতে বললে " তুমি, ছোট ঠাকুর পো, পিকু, আলো খেয়ে নাও।ওরা সবাই খেয়েদেয়ে আসবে।অনিমার বাবা ছাড়ছে না। আসবে তোমার বউ কে নিয়ে"।
মুখে আলো উদ্ভাসিত হয় বড় কাকার " যাক, তাহলে জেলে যেতে হচ্ছে এইবার , কি বল?মা বললে " দাদা তার সেজ ভাইয়ের চোরের আর ভূতের ভয়টা খুলে বলেছেন।কাকিমার বাবা খুব হেসেছেন ।ওনারা বুঝেছেন। খুব জোর হাসাহাসি হয়েছে ওখানে"।
স্বস্তির নিশ্বাস ছেড়ে বড় কাকা বললে " অনিমা কি বলল?"
"অনিমা বলেছে নীচে শুলেই তোমাদের চোর আসছে,আসছে হচ্ছে তাই আর নীচে শুতে হবে না।"
Sunday, July 3, 2022
উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -9
বাবা অনেকখানি শান্ত হয়ে চোখের জল মুছে খাবারে মন বসালো। কোন প্রকারে দুপুরের খাবার খেয়ে রন্টুদা ও বাবা পৃথক পৃথক বিশ্রাম করতে থাকলো। আমি কোন প্রকারে খাবার খেয়ে জিনিষপত্র বাগিয়ে দেওয়াল ঠেস দিয়ে উদাস হয়ে অতীতের কথাকে চোখের সামনে টেনে এনে কোন রাজ্যে যে চলে গিয়েছিলাম জানি নে। এ এক কঠিন প্রতিযোগিতা, এই দৈন্য দারিদ্র্যতার প্রতিযোগিতায় জিততে কি পারবো?
মাথার কোষে কোষে চিন্তা, বাবার যে অবস্থা তার পক্ষে উপার্জন করা কোন মতেই সম্ভব নয়। আর্থিক অন্বেষণের কোন পথ খোলা নেই। কে আমাকে কাজ দেবে। কার কাছে গেলে দুমুঠো অন্ন যোগাড় করতে পারবো। এই চিন্তায় আমাকে পাগল করে তুলেছিল। আমি জানি আমাদের গ্রামে যে সব নিম্ন জাতির মেয়েরা কাজ কর্ম করে, সেটা আমার পক্ষে সম্ভবপর নয়। ওরা কেউ আমাকে সাথে নেবে না। হঠাৎ রন্টুদার ডাকে আমার তন্দ্রা কাটলো, আমাকে কাছে ডাকলো। আমি ওর পাশে গিয়ে বসলাম।
রন্টুদা বলল, আমি জানি তুই কিসের জন্য মন মরা হচ্ছিস। শোন রমা, তোর মতো হাজার হাজার মেয়ে বাঁচার জন্য সংগ্রাম করছে। বিভিন্ন ফার্মে, কারখানায় দিন মজুরী করে বাঁচার জন্য লড়াই করছে। সেই সুযোগ গ্রাম গঞ্জে নেই। আমাদের কলকাতায় প্রচুর মেয়ে বিভিন্ন কর্ম করছে, বিভিন্ন অফিস, আদালতে ও নানা প্রতিষ্ঠানে কর্ম করে, এমনকি লটারির টিকিট বিক্রি করে বাঁচার চেষ্টা করছে। তবে এই গ্রামে পড়ে থাকলে তোদেরকে তিলে তিলে মরতে হবে। এর কোন ব্যতিক্রম নেই। একমাত্র উপায় হলো আমার সাথে কলকাতায় চল কাজের যোগাড় করে দেব। আমার বাড়ীতে থাকার কোন অসুবিধা হবে না। তারপর নিজেকে স্বাবলম্বী করে মেসোমশায়কেও কলকাতায় নিয়ে যাবি। আশাকরি কোন অভাব থাকবে না। বিশেষ করে কলকাতা গেলে মনে হয়। মেসোমশায় ও পুত্রশোক ভুল যাবেন।
মনে রাখবি আমি যখন আছি তোদের কারো অসুবিধা হতে দেব না। তোরা আমার অতি আপন তাই তোদের কাছে ছুটে এসেছি। সুমন্তর সাথে এসে তোদের অবস্থা আমি প্রত্যক্ষ করেছি।
রমা কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, তুমি যে প্রস্তাব দিচ্ছো আমার মনপুতঃ হলেও বাবা কি রাজী হবেন? কলকাতার নাম শুনলেই তিনি ক্ষেপে উঠবেন। তাছাড়া বাবার অবস্থা ভালো নয়। গভীর শোকাহত।
রন্টুদা বলল, একেবারে সত্য কথা বলেছিস। কিন্তু রমা, এছাড়া কোন গত্যন্তর নেই। তাছাড়া দুটো প্রাণীকে অনাহারে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। মেসোমশায়ের যে অবস্থা আমি ভালো বুঝছি না। কোন পথে তিনি পা বাড়াবেন বুঝতে পারছি না। তোকে বোঝাতে হবে। এছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমার চোখের সামনে ভেসে উঠছে না। তুই মেসোমশায়কে ভালো করে বুঝিয়ে রাজী করা। আমার বিশ্বাস দুই / তিন মাসের মধ্যেই মেসোমহাশয়কেও কলকাতায় নিয়ে যেতে পারবি। রাত্রে মেসোমশায়কে বুঝিয়ে রাজী করিয়ে আমরা আগামী পরশুদিন রওনা হবো।
আমি রন্টুদার কথায় রাজী হলাম বহু চিন্তা ভাবনা করে।
রাত্রে খাবার খেয়ে বাবার শোবার ঘরে গিয়ে হাজির হলাম। কলকাতার নাম শুনে বাবা চিৎকার করে উঠলেন। এই বিষয়ে তিনি দৃঢ় স্বরে অসম্মতি জানালেন। কুচক্রী, লোলুপ, বিশ্বাসঘাতক কলকাতায় তিনি তার মেয়েকে কিছুতেই পাঠাবেন না।
বাবাকে আমি অনেক করে বোঝালাম, এছাড়া আর আমাদের গত্যন্তর নেই। আমি বাবাকে আরো বললাম, তুমি তো জানো বাবা, দারিদ্রের জন্য আমরা উপেক্ষিত ও অবজ্ঞাত। যখন বিধাতার নিষ্করুণ অভিশাপ আমাদের সংসারটিকে ছারখার করে দিয়ে গেল তখন হিংস্র মানুষের লোলুপ দৃষ্টি থেকে আমরাও রেহাই পাবো না। মানুষের রক্ত মাংসের হাত, মানুষ এর হাতকেই বাধা দিতে পারে না। অন্য শক্তিকে কি করে বাধা দেবে। আমাদের অভাবের সুযোগ নিয়ে বর্বর মানুষ আমাকে নারীত্বের চরম অবমাননার পথে ঠেলে দেবে।
বাবার মুখাখানি ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠলো। সেই প্রসঙ্গে রন্টুদা বলল, আপনি কি চান মেসোমশায় অভাবের তাড়নায় রমার জীবনের পঙ্কিলতার আবর্তে ঘুরপাক থাক? জানেন এই বর্তমান যুগে মানুষ বড় জঘন্য হয়ে গেছে। সর্ব বিষাক্ত নিঃশ্বাস সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষকে পশুত্বের পর্যায়ে নামিয়ে দিয়েছে। আপনাদের পাড়ারই ছেলে বোদা কেন রমাকে অপমানিত করবে।
আমি অবাক হলাম বোদার প্রসঙ্গ রন্টুদা কিভাবে জানলো। বোদা চরিদ্রহীন ছেলে কি করেই বা জানলো। এখানে মানুষের মূল্যবোধ নেই। নারীত্বের চরম অপমান নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দারিদ্রের সুযোগ নিয়ে বোদা আমাকে তার কারবারে টেনে নিতে চেয়েছিলো। তিনি চান আমাকে ঘরে রেখে আমার জীবন সংগ্রামে তিনি নেমে পড়বেন। সমস্ত শোক দূর করে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে আবার নতুন করে জীবনযাত্রা শুরু করবেন। বাবা শক্ত হবেন, কোমর বাঁধবেন, মেরুদন্ডকে সোজা করবেন।
বাধা দিয়ে রন্টুদা বলল, এই দুর্বল শরীর নিয়ে পরিশ্রম করা চলবে না আপনার। কখন কি বিপদ হবে বলা যায় না। আমার প্রতি বিশ্বাস রাখুন রমার যেমন করে হোক
চাকুরী করে দেবো। আমি আপনার ছেলের মতো, রমা যেমন আমার বোন আমারতো কর্তব্য আছে। হয়তো অর্থ দিয়ে সহযোগীতা করতে পারবো না সত্য, কিন্তু রমার উপার্জনের পথ নিশ্চয় করতে পারবো। আপনার আশীর্বাদে আমি যেন নিশ্চয়ই এই ঝঞ্ঝা বিধস্ত পরিবারটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারি। আপনার যখন ইচ্ছে হবে দেখার জন্য আমাকে পত্র দিয়ে জানাবেন আমি যথা সময়ে পৌঁছে দেব। “মৌনং সম্মতি লক্ষনম ”।
মনে হলো বাবা রাজী হয়েছেন। বাবাকে আর বিশেষ কিছু বলতে হলো না। রন্টুদা বাবার হাতে কয়েকটা একশো টাকার নোট দিয়ে প্রণাম করে বললো, আমাকে যখন পুত্রসম ভালোবেসেছেন তখন আমি আজীবন আমার জীবনের শেষ রক্ত বিন্দুটুকু দিয়ে সুমন্তের বন্ধুত্বের ঋণ শোধ করতে চেষ্টা করব।
কলকাতায় ফিরে যখন সুমন্তর মৃত্যু সংবাদ শুনে বড় মর্মাহত হয়েছিলাম তখন আমার চোখের সম্মুখে তৎক্ষণাৎ আপনার ও রমার মুখচ্ছবি ভেসে উঠেছিলো। কিভাবে আপনারা বেঁচে আছেন। কেউ না জানুক আমি তো জানতাম কিভাবে দুঃখ - যন্ত্রণাকে জান নিত্য সাথী করে সুমন্তকে মানুষ করছিলেন। আপনার জীবনের এই নিষ্করুন ব্যর্থতায আমার স্বপ্নেরও অগোচর ছিল। তাই ছুটে এলাম আপনাদের সাহায্য করতে। আমার উপর আপনি পূর্ণ বিশ্বাস রাখতে পারেন আমার দ্বারা কোন ক্ষতি হবে না।
Thursday, June 30, 2022
উপন্যাস - লাস্যময়ীর ছোবল || সিদ্ধার্থ সিংহ || Lashamayir Chobol by Sidhartha Singha || Fiction - Lashamayir Chobol part -8
আট
বেলা তিনটে নাগাদ টেলিফোন ভবনের নীচে এসে দাঁড়াল ঋজু। অনেক দিন পর এ রকম সময় ও এল। আগে প্রায়ই আসত। ওর জন্য টিফিন দিয়ে যেত। আপেল, আমসত্ত্ব, কাজু, কিসমিসের প্যাকেট, দই, সন্দেশ। কিন্তু কোনও দিনই আঙুর আনত না। প্রথম দিন আঙুর দেখেই কণিকা বলেছিল, আমি আঙুর খাই না। ওটা ঠাকুরের নামে উৎসর্গ করে দিয়েছি।
অত টিফিন দেখে কণিকা বলেছিল, এত খাবে কে?
— তুমি।
— পাগল নাকি? এ তো আমার এক সপ্তাহের টিফিন।
— যতটা পারবে, খাবে। না খেতে পারলে ফেলে দেবে।
— পয়সার জিনিস ফেলে দেব?
— তা হলে অন্যদের দিয়ে দিও।
তখন প্রেমে হাবুডুবু খাচ্ছে ও। টিফিন দিতে আসার জন্য ঋজুকে অনেক আগে বাড়ি থেকে বেরোতে হত। তাই কণিকাই একদিন বলেছিল, শুধু শুধু এ সব দেওয়ার জন্য তোমাকে এত আগে বাড়ি থেকে বেরোতে হবে না। আমাদের বেয়ারাটাকে দিয়ে আমি যা হোক কিছু আনিয়ে নেব।
তা সত্ত্বেও মাঝে মাঝেই এটা ওটা সেটা নিয়ে ও চলে আসত। কিন্তু ওর আজকের আসাটা একদম অন্য কারণে।
সে দিন ওর অফিসের কাছে এসেও ঋজু কোনও ফোন করেনি। কণিকা বুঝি ভাবতেই পারেনি, ও আসবে। তাই গেটের কাছে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গিয়েছিল সে। ওকে দেখে ঋজুরও কেমন যেন সন্দেহ হয়েছিল। ও তো এমনিতে এত সাজে না! তা হলে কি ও অন্য কোথাও যাবে!
ঋজুর সঙ্গে ও যখন প্রথম প্রথম দেখা করত, তখন ঠিক এ রকমই সাজত।
কণিকা জিজ্ঞেস করল, তুমি হঠাৎ?
— হঠাৎ কোথায়? আমি তো আসিই।
— কই, কাল তো আসোনি। পরশুও আসোনি। তার আগের দিনও বোধহয় না।
— দু’-একদিন আসিনি দেখে কি কোনও দিনই আসব না?
— আমার একটু কাজ আছে।
— কোথায়?
— অনিতায় যাব।
— অনিতা? মানে দেশপ্রিয় পার্কের ওখানে? ওই লেডিজ টেলারের কাছে?
— হ্যাঁ। দুটো ব্লাউজ করতে দেওয়া আছে।
— তুমি থাকো সেই সল্টলেকে। আর ব্লাউজ বানাতে দাও দেশপ্রিয় পার্কে।
— ওরা ভাল বানায়, তাই।
— ঠিক আছে চলো, আমি যাচ্ছি।
— তোমার অফিস নেই?
— পরমার্থদাকে বলা আছে।
— তুমি অনিতায় যাবেই?
— হ্যাঁ।
— সে যেতে পারো। কিন্তু আমি আবার ভাবছি, রেডি আছে তো?
— দেওয়ার ডেট কবে?
— গত কাল না পরশু ছিল।
— বিলটা দেখি।
কণিকা ব্যাগ হাতরাতে লাগল। এক বার এই চেন খোলে, এক বার ওই চেন। এক বার এই খোপ তো এক বার ওই খোপ। ঋজু বলল, কোথায় রেখেছিলে?
— ব্যাগেই তো রেখেছিলাম।
— ভাল করে দেখো।
— দেখছি তো।
— বিল না হলে দেবে?
কণিকা বলল, এমনি আমাকে চেনে। বহু দিন থেকে ওখানে করাচ্ছি তো। কিন্তু বিল না হলে ওরা দেবে কী করে? বিলের নম্বর দেখেই তো ওরা বার করে।
— তা হলে আজকে ছেড়ে দাও। বাড়ি গিয়ে খুঁজে দেখো, অন্য কোথাও রেখেছ কি না। না পেলে, আগে ফোন করে কথা বলে তার পরে যেও।
— ঠিক আছে তাই করি। ওই যে চোদ্দো নম্বর, আমি আসি। ট্রামটা থামতেই কণিকা উঠে পড়ল। ওর পেছনে পেছনে ঋজুও। রাজাবাজার ট্রাম ডিপোতে নেমে ওরা যখন অটো ধরার জন্য হাঁটতে হাঁটতে রাজাবাজার মোড়ের দিকে যাচ্ছে, কণিকার ফোন বেজে উঠল। কণিকা সে দিকে কর্ণপাত না করে ঋজুকে বলল, তুমি এ ভাবে চলে এলে, কোনও অসুবিধে হবে না তো? আগে কিন্তু অফিস, এটা মনে রেখো। আচ্ছা, এ বার হলদিয়ার অনুষ্ঠানটা হচ্ছে না? তপনদাকে কিন্তু আগে থেকে বলে রেখো, আর যাকে যাকে বলার, মনে করে বোলো, এ বার যেন কোথাও বাদ না যাই।
গত বছর তপন বন্দ্যোপাধ্যায়, প্রণব চট্টোপাধ্যায় থেকে শুরু করে সমরেন্দ্র সেনগুপ্ত, সবাইকে ঋজু ধরেছিল, যাতে পঁচিশে বৈশাখে রবীন্দ্র সদনের কবিতা পাঠে কণিকার নামটা থাকে। কিন্তু শেষ পর্যন্ত যে কোনও কারণেই হোক, ওর নামটা ছিল না। পরে তপনদা বলেছিলেন, সামনের বার একটু আগে থেকে মনে করিয়ে দিও।
রাজাবাজার থেকে ওরা যখন অটোয় উঠল, আবার বেজে উঠল কণিকার ফোন। ঋজু বলল, তোমার ফোন বাজছে।
— তাই? যেন শুনতেই পায়নি, এমন ভান করে ব্যাগের সামনের খোপ থেকে ফোনটা বার করে অন করল কণিকা। চারিদিকে গাড়ির এত প্যাঁ পুঁ, অটোর ঝাঁকুনি আর তার মধ্যে এত নিচু স্বরে কণিকা কথা বলছে যে, সে কী বলছে, কিছু শোনা তো দূরের কথা, ওর মুখের ভঙ্গিমা দেখেও বোঝার উপায় নেই, ঝগড়া করছে না প্রেম করছে।
ওদের কমপ্লেক্সের গেটের কাছে দাঁড়িয়ে কণিকা বলল, তা হলে ঠিক আছে। তুমি অফিসে পৌঁছে কিন্তু একটা ফোন করে দিও।
— চা খাওয়াবে না?
— যাবে? কথাটা এমন ভাবে কণিকা বলল, ঋজু বুঝতে পারল, ও মনেপ্রাণে চাইছে, সে যাতে ওর বাড়িতে না যায়।
মহাদেববাবু এ সময় থাকেন না। মেয়েরাও পড়তে যায়। দরজা খুলে ঘরে ঢুকে কণিকা বসে পড়ল খাটের এক ধারে। যেখানে ছোট্ট একটা তেপায়ার উপরে রাখা আছে ল্যান্ড ফোন।
আগে ঘরে ঢুকলেই কণিকা শাড়ি ছেড়ে হাত-মুখ ধুয়ে শালোয়ার কামিজ পরে নিত। এবং অবাক কাণ্ড, প্রত্যেক বার কামিজটা উল্টো করে পড়ত। শুধু কণিকাই নয়, বড় বাবি ছোট বাবিরাও বাড়িতে যখন থাকে, উল্টো করেই জামাকাপড় পরে। কিন্তু সে দিন ঋজু দেখল, কণিকা বসেই আছে। শাড়ি ছাড়ার নাম নেই। হাত-মুখ ধোয়ার বালাই নেই। চা করা তো অনেক পরের ব্যাপার।
খুব বেশি হলে পাঁচ-সাত মিনিট। ল্যান্ড ফোন বেজে উঠল। কণিকা খাটের এক ধারে বসে। তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে ঋজু। ফোন ধরার জন্য ঋজু হাত বাড়াতেই, তার আগেই ফোনটা তুলে নিল কণিকা, হ্যাঁ, পৌঁছে গেছি। পরে ফোন করছি।
ঋজুর সন্দেহ দানা বাঁধছে। ও জিজ্ঞেস করল, কে?
— আমার এক বন্ধু।
— কী নাম?
— তুমি চিনবে না।
— নামটা বলো না।
— নাম বললে চিনবে?
— তোমার বলতে অসুবিধে কোথায়?
— অসুবিধে আছে। বলেই, শাড়ি ছাড়তে লাগল ও।
মাসখানেক আগে একটা ছেলে এসেছিল ঋজুর কাছে। নাম দীপঙ্কর। অল্প বয়স। ভীষণ স্মার্ট। লেখালিখি করতে চায়। বিশেষ করে ইনভেস্টিগেশন রিপোর্ট। যাবার সময় তার নম্বরটা দিয়ে গিয়েছিল সে। ঋজু তাকে ফোন করে অফিসে আসতে বলেছিল।
রিসেপশনে বসে তাকে বলেছিল, তোমাকে একটা কাজ করতে হবে। কেউ যেন টের না পায়। জানো তো, বিশ্বের সমস্ত এডস রোগীরা মিলে একটা সংগঠন তৈরি করেছে। তারা ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে। গিফট পাঠাচ্ছে। এবং সম্পর্ক একটু ঘনিষ্ঠ হলেই সেই দেশে গিয়ে তার সঙ্গে দেখা করছে। প্রেমের ফাঁদে জড়িয়ে নিচ্ছে। বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। আর এই ভাবেই সুস্থ লোকেদের শরীরে এডসের বীজ বপন করে তারা কেটে পড়ছে।
— তাই নাকি? দীপঙ্কর অবাক।
— শুধু তাই নয়, সেই সংগঠন সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে তাদের শাখা অফিসও খুলেছে। যাদের উদ্দেশ্য ওই একই। সম্প্রতি কলকাতাতেও এ রকম একটা চক্রের সন্ধান পেয়েছি আমরা। কিন্তু আমাদের কারও পক্ষে এই কাজটা করা খুবই মুশকিল। কারণ, অনেকেই আমাদের চেনে। তাই, আমরা এমন একজনকে চাইছি, যাকে কেউ চেনে না, একদম আননোন। যে ছায়ার মতো অনুসরণ করে পুরো ঘটনাটা বার করে আনতে পারবে। ওরা কাদের সঙ্গে মিশছে। কোথায় মিট করছে। এবং কী ভাবে এই চক্রটাকে চালাচ্ছে, সব, সব।
— কিন্তু আমি তো কাউকে চিনি না।
— আমি একজনের খোঁজ পেয়েছি। সে টেলিফোন ভবনে কাজ করে। ছুটির পরে এই কাজে মেতে ওঠে। তাকে দু’-চার দিন ফলো করলেই তুমি সব খোঁজ পেয়ে যাবে। সে কোথায় কোথায় যাচ্ছে, কার কার সঙ্গে দেখা করছে, সব। আর জানামাত্র তুমি আমাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে। ও বাসে উঠলে তুমিও বাসে উঠবে। ও ট্যাক্সি নিলে তুমিও ট্যাক্সি নেবে। ও যদি কোনও হোটেলে গিয়ে ঢোকে, তুমিও সেই হোটেলে ঢুকবে। বুঝেছ? দু’-চার দিন একটু ছায়ার মতো লেগে থেকে দেখো তো, কোনও খবর পাও কি না। এই নাও, এই কাজে তো অনেক খরচ আছে। আপাতত এই ক’টা টাকা তোমার কাছে রাখো। বলেই, তার দিকে পাঁচশো টাকা এগিয়ে দিয়েছিল। তার পরে বলেছিল, লাগলে, পরে আবার দেবো। কেমন?
দীপঙ্কর অত্যন্ত উৎসাহিত হয়ে রাজি হয়ে গিয়েছিল। পর দিন বিকেলে কণিকা অফিস থেকে বেরোতেই, ঋজু তাকে দূর থেকে দেখিয়ে দিয়েছিল। ব্যাস।
রাতেই সব খবর ফোনে পেয়ে গিয়েছিল ঋজু। অফিস থেকে বেরিয়ে এ দিক ও দিক ভাল করে দেখে নিয়ে ডালহৌসির মিনিবাস স্ট্যান্ড থেকে একডালিয়ার মিনিতে উঠেছিল সে। তার পর সোজা গিয়ে নেমেছিল গড়িয়াহাটের মোড়ে। উল্টো দিকে আনন্দমেলার সামনে দাঁড়িয়েছিল একটি লোক। পরনে সাদা জামা সাদা প্যান্ট। কালো শ্যু। হাতে সাদা মোবাইল। তার সঙ্গে হাঁটতে হাঁটতে বালিগঞ্জ স্টেশনের দিকে কিছুটা গিয়ে, বিজন সেতুর একটু আগেই, রাস্তা পারাপার হওয়ার যে ওভার ব্রিজটা আছে, তার বাঁ দিকে ঘুরে একডালিয়া রোড ধরেছিল ওরা। এভারগ্রিন ক্লাবের উল্টো দিকে পারিজাত অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে ম্যান্ডেভিলা গার্ডেন্স ধরে সোজা এগিয়ে গিয়েছিল। তার পর বাঁ-হাতি রাস্তা ধরে ট্রাম রাস্তায় পড়ার আগেই, আই টি আই পাঁচিলের উল্টো দিকে ছোট্ট একটা রেস্টুরেন্ট— অ্যামব্রোসিয়া। তার দোতলায় উঠে গিয়েছিল ওরা।
দীপঙ্কর ভেতরে ঢোকেনি। বাইরে, একটু দূরে কোনাকুনি উল্টো ফুটপাথে অপেক্ষা করছিল সে। পনেরো মিনিট, কুড়ি মিনিট, আধ ঘণ্টা, পঁয়তাল্লিশ মিনিট। প্রায় এক ঘণ্টা হতে চলল। ওরা কখন বেরোবে কে জানে! সিগারেট ধরিয়ে দীপঙ্কর যখন একমনে টান দিচ্ছিল, হঠাৎ খেয়াল করল, ওরা দোতলা থেকে নেমে একটা ট্যাক্সিতে উঠছে। ট্যাক্সিটা ডান দিকে ঘুরে বালিগঞ্জ ফাঁড়ির দিকে চলে গেল।
— তুমি পেছনে গেলে না কেন?
দীপঙ্কর বলল, ওখানে আর ট্যাক্সি ছিল না।
— ওহ্। ঠিক আছে। কাল আর এক বার যেও।
— ও কে। কিন্তু কাল যে টাকাটা দিয়েছিলেন, তার প্রায় সবটাই খরচ হয়ে গেছে।
— ঠিক আছে, ঠিক আছে, তোমার কাছ থেকে এখন কাজ চালাও। পরে আমি দিয়ে দেবো।
পর দিন আবার ওদের পিছু নিয়েছিল দীপঙ্কর। এ বার আর ফোন নয়, রাতে সোজা ওর অফিসে চলে এসেছিল সে। বলেছিল, টেলিফোন ভবন থেকে ট্রামে করে ধর্মতলায় এসে, দূরপাল্লার বাসগুমটি থেকে একটা বাস ধরেছিল মেয়েটা। কত নম্বর ও জানে না। মেয়েটা উঠেছে দেখে সে-ও উঠে পড়েছিল। নেমেছিল উল্টোডাঙার মোড়ে। ক্যাপিটাল ইলেকট্রনিক্সের সামনে দাঁড়িয়ে ছিল কালকের সেই লোকটা। তার সঙ্গে ও একটা গলির মধ্যে ছোট্ট রেস্তোরাঁয় ঢুকেছিল। বাইরে থেকেই ও খেয়াল করেছিল, ওরা একটা কেবিনে ঢুকে বসতেই বেয়ারা এসে পর্দা ফেলে দিয়েছিল। আধ ঘণ্টাটাক ছিল। তার পর বেরিয়ে হাঁটতে হাঁটতে হাটকোর মোড় পর্যন্ত এসে মেয়েটা উঠে গিয়েছিল অটোতে। আর লোকটা পঁয়তাল্লিশ নম্বর বাসে।
কণিকা কেন তার সঙ্গে এ রকম ব্যবহার করছে, ঋজুর কাছে এখন তা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে । অথচ নিজে হাতে-নাতে ধরতে না পারলে কিছু বলতেও পারছে না। ভিতরে ভিতরে গুমরাচ্ছে। এই দুটি ঘটনা, বিশেষ করে কালকের ঘটনাটা ওকে এতটাই ছুঁয়ে গেছে যে, এই নিয়ে ও একটা কবিতাও লিখে ফেলেছে। মুখে কিছু বলতে না পারলেও, এই কবিতাটা শুনিয়েও তো ও তাকে বুঝিয়ে দিতে পারে, ও যেখানে যা করছে, ও সব জানে।
সেই কবিতাটা শোনানোর জন্যই সকালে ও ফোন করেছিল কণিকার অফিসে। ঋজুর ফোন বুঝতে পেরেই ও বলেছিল, এখন ভীষণ ব্যস্ত। যা বলার সংক্ষেপে বলো।
ঋজু বলেছিল, তা হলে এখন থাক। তোমার অফিস ছুটির পরে দেখা করে নেব।
ও বলেছিল, না, আজকে হবে না। আমি একটু অন্য জায়গায় যাব।
— অনিতায়?
— না। আমাদের অফিসের একজনের বিবাহ বার্ষিকী। সেখানে যাব।
— আমি পৌঁছে দিয়ে আসব?
— না। আমরা কয়েক জন কলিগ মিলে একসঙ্গে যাব।
— তা হলে!
— তোমার যদি খুব দরকার থাকে, দুপুরের দিকে আসতে পারো।
— ক’টায়?
— দুটো, আড়াইটে, তিনটে।
তাই তিনটে নাগাদ ওর অফিসের নীচে এসেছে ঋজু। এসেই, ফোন করেছে কণিকাকে। দু’মিনিটও লাগেনি। কণিকা নেমেই বলল, যা বলার তাড়াতাড়ি বলো। অনেক কাজ আছে।
ঋজু বলল, একটা কবিতা লিখেছিলাম। তোমাকে শোনাতে চাই।
— শোনাবার কী আছে, যখন ছাপা হবে, দেখে নেব।
— না, আসলে তোমাকে নিয়ে লেখা তো।
— ঠিক আছে, তাড়াতাড়ি পড়ো।
ঋজু পড়ছিল। কবিতা শেষ হওয়ার আগেই কণিকা বলল, সব মিথ্যে। বানিয়ে বানিয়ে কী সব হাবিজাবি লেখো।
— সব বানানো?
— হ্যাঁ। বানানো।
— লোকটা কে?
— বাজে কথার উত্তর দেওয়ার মতো সময় নেই আমার। আমি চললাম। গটমট করে অফিসের ভিতরে ঢুকে গেল ও।
ঋজু যখন রাতে ওর বাড়িতে ফোন করল, কণিকাই ধরল। কী চাই?
— লোকটা কে?
— যেই হোক, তোমার জেনে লাভ?
— বলবে না?
— আচ্ছা, কে কী বলল, কোথায় হাবিজাবি কী শুনলে, সে সব নিয়ে ঝগড়া করতে তোমার খুব ভাললাগে, না?
— কথা ঘুরিয়ো না। আমি যে প্রশ্ন করছি, তার উত্তর দাও।
— আমি ফালতু কথার উত্তর দিই না।
— এটাই তোমার শেষ কথা?
— বললাম তো। তোমার যদি ভাল না লাগে অন্য রাস্তা দেখো। আমার কাছে আসতে হবে না। প্রচুর মেয়ে বাজারে ঘুরছে, যে কোনও একটা ধরে নাও।
— এই সব কি যা তা বলছ?
— তোমার মতো ছেলের সঙ্গে এর থেকে ভাল ভাবে কথা বলা যায় না।
— তা হলে তুমি বলবে না? তাই তো?
— না-বলার কিছু নেই। তুমি তাকে চেনো। তোমাদের অফিসেই কাজ করে।
— আমাদের অফিসে? কী নাম?
— নাম বলব না।
— কোথায় আলাপ হল?
— যে দিন তোমাকে নিয়ে মুক্তাঙ্গনে ঋজু সন্ধ্যা হল, সে দিন ওই অনুষ্ঠানে যাবার জন্য আমি সিটিসি-তে উঠে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বাসটায় এত ভিড় ছিল যে, গড়িয়াহাটের মোড়ে বাসটা দাঁড়াতেই, ভিতর থেকে হুড়মুড় করে সব নামতে লাগল। ঠেলাঠেলিতে আমিও নেমে পড়লাম। ওই বাসে আর উঠতে পারিনি। কে যেন হিল জুতো দিয়ে আমার পা-টা মাড়িয়ে দিয়েছিল। খুব লেগেছিল। আমি যখন রাস্তার এক ধারে গিয়ে একটু নিচু হয়ে পা দেখছি, পাশ থেকে একজন বলে উঠেছিল, কী হয়েছে, লেগেছে? ‘হ্যাঁ’ বলতেই ছেলেটি রাস্তার উপরেই হাঁটু গেড়ে বসে আমার পা দেখতে লাগল। বারণ করা সত্ত্বেও পকেট থেকে রুমাল বার করে আমার পা মুছতে মুছতে বলল, ছুলে গেছে তো... দাঁড়ান, একটা ব্যান্ডেড নিয়ে আসি।
মাত্র কয়েক মুহূর্ত। কোত্থেকে একটা ব্যান্ডেড নিয়ে এসে ক্ষতস্থানে লাগিয়ে দিল সে। জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আমি বললাম, রাসবিহারীতে। মুক্তাঙ্গনে। ও বলল, চলুন। আমিও ওই দিকে যাব।
অটো করে যখন প্রিয়ার সামনে দিয়ে যাচ্ছি, কানের কাছে মুখ নিয়ে এসে ছেলেটা ফিসফিস করে বলল, মুক্তাঙ্গনে যাচ্ছেন? এ দিকটা বোধহয় ভাল করে চেনেন না, না? প্রথম বার যাচ্ছেন, তাই তো? চিন্তা করবেন না, আমি আপনাকে পৌঁছে দেব। তবে, তার আগে একটা ছোট্ট কাজ আছে। একটু কফি কিনব।
কফি? কফি তো যে কোনও দোকানেই পাওয়া যায়! আমি কী ভাবছি, ছেলেটা বোধহয় বুঝতে পেরেছিল। বলল, এ কফি লেক মার্কেট ছাড়া আর কোথাও পাবেন না। র কফি। এখানে একশোরও বেশি রকমের কফি পাওয়া যায়। এরা শুধু কফিই বিক্রি করে। আমিও মনে মনে ভাবলাম, তা হলে এক বার দেখেই যাই দোকানটা।
কফি কেনার পরে ছেলেটা বলল, এখানে সাউথ ইন্ডিয়ান ফুডের খুব ভাল একটা রেস্তোরাঁ আছে, যাবেন? আমি বললাম, কোথায়? ছেলেটা বলল, এই তো সামনেই, প্রেমা ভিলা।
আর চুপ করে থাকতে পারল না ঋজু। বলল, সে কী! তুমি তাকে চেনো না, জানো না। রাস্তার একটা ছেলে বলল, আর অমনি তুমি তার সঙ্গে চলে গেলে?
— হ্যাঁ। এমন করে বলল, না করতে পারলাম না।
— তার পর?
— মুখোমুখি বসে যখন মশলা ধোসা খাচ্ছি, দেখি, খাবে কী, ছেলেটা আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কী দেখছেন? ও বলল, আপনাকে। আমি কী বলব, বুঝতে পারলাম না। কথায় কথায় ও জেনে নিল, আমি কোথায় কাজ করি। আমি বিবাহিত কি না। ক’টা সন্তান। সব, সব। তার পর বলল, আমি যদি মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করি, আপনার কোনও অসুবিধে নেই তো?
— তুমি রাজি হয়ে গেলে?
কণিকা বলল, এমন করে বলল, তা ছাড়া তুমিও তখন রেগুলার আসছ না। কী করব!
— বয়স কী রকম?
— বয়স? কত হবে! বছর তিরিশ-বত্রিশ। আমার ভাইয়ের চেয়েও ছোট হবে।
একটু রেগে গিয়ে ঋজু বলল, তাতেই তুমি মজে গেলে?
— আবার বাজে কথা বলছ।
— আমি নই। বাজে কথা বলছ তুমি। এতক্ষণ যেটা বললে পুরোটাই মিথ্যে।
কণিকা বলল, মিথ্যে হলে মিথ্যে।
— সত্যি কথা বলো।
— সত্যি কথা? ঠিক আছে, তা হলে তাই বলি। আমাদের অফিসের যে অনুষ্ঠানটা ছিল, মনে আছে? রোটারি সদনে?
মনে করার চেষ্টা করল ঋজু, রোটারি সদনে!
— তাও ভুলে গেছ, না? তা, সেখানে ওই প্রোগ্রামটা ও কভার করতে এসেছিল। আমি তো মঞ্চের পেছনে ছিলাম। সবাইকে ব্রোসিয়র-ট্রোসিয়র দিচ্ছিলাম। যাওয়ার সময় গেস্টদের, প্রেসের লোকজনদের মিষ্টির প্যাকেট-ট্যাকেটগুলো দিচ্ছিলাম। তখনই ওর সঙ্গে আলাপ।
— ব্যাস? তার থেকে একেবারে প্রেম? শুতে চলে গেলে?
— এই, একদম বাজে কথা বলবি না।
ঋজু অবাক। সে কী এমন বলল যে কণিকা একেবারে তুমি থেকে তুই-তোকারিতে নেমে এল! তবু বলল, বাজে কথা?
— বাজে কথা নয় তো কি? আমাকে কোনও দিন তুই ফোন করবি না। যদি ফারদার ভুল করেও করিস, আমি কিন্তু তোর বউকে ফোন করে সব বলে দেবো।
ও এত টেনশনে ছিল যে কণিকা কখন রিসিভার নামিয়ে রেখেছে, ঋজু বুঝতে পারেনি। ও একেবারে স্তব্ধ হয়ে গেল। এই জন্যই কি গত বছর তথ্যকেন্দ্রের পুজো সংখ্যায় কণিকার কবিতা ছাপার জন্য অরূপ সরকারের কাছে তাবেদারি করার সময় অরূপ ওকে বলেছিলেন, একে তুমি কত দিন চেনো?
তখন আবেগে হাবুডুবু খেতে খেতে ঋজু বলেছিল, জন্ম-জন্মান্তর থেকে।
অরূপ বলেছিলেন, তাই নাকি? তোমাদের এত প্রেম? চল্লিশ বছর বয়সের পরে আবার কোনও প্রেম হয় নাকি?
— তা হলে কী হয়?
— শুধু সেক্স।
— ওটা তোমার ভুল ধারণা। আমাদের কত দিনের প্রেম জানো?
— যত দিনেরই হোক, আমি তোমাকে হার্ট করতে চাই না, তবু বলছি, যখন ভাঙবে, এত ঠুনকো কারণে ভাঙবে, তুমি তা কল্পনাও করতে পারবে না।
— যাঃ। মুখে ‘যাঃ’ বলেছিল ঠিকই, কিন্তু মনটা ভীষণ ভারী হয়ে উঠেছিল ঋজুর। ভ্রূ কুঁচকে গিয়েছিল। অরূপদা হঠাৎ এ রকম কথা বললেন কেন!
ক্রমশ...
Wednesday, June 29, 2022
ছোট গল্প - ফল্গুধারা || লেখক - চৈতালী রায় || Short story - Falgudhara || Written by Chaitali Ray
Sunday, June 26, 2022
উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -8
বাবা উদাস হয়ে জানালার পানে তাকিয়ে ছিলেন চক্ষুদ্বয়কে স্থির করে। আচার্য্য মশায়ের এতো ভাষণ দেওয়ার কারণ বুঝতে পারলাম। গত কয়েক মাস আগে বাবা ওদের কোন এক মজলিসে বলেছিলেন, দাদা ডাক্তারী পাশ করলে যে সুদিন ফিরে আসবে তাতে তার খরচা তুলে নেবেন। আচার্য্য মশায় ঠাকুরদার আমল হতেই আমাদের প্রতি হিংসুটে ছিলেন। তিনি উপনিষদের কথা ব্যাখ্যা করে বোঝালেন সত্য, কিন্তু এসময়ে আমাদের কোন ফল হলো না বরং শোকের মাত্রা আরো বেড়ে গেলো।
Friday, June 24, 2022
ছোট গল্প - থিম || লেখক - চিরঞ্জিৎ সাহা || Short story - Theme || Written by Chiranjit Shaha
থিম
চিরঞ্জিৎ সাহা
অষ্টমীর রাতেই ঘটল বিপর্যয়টা। ঘড়ির কাঁটা সবে আটটা পেরিয়েছে। বাইরে তখন লাখো মানুষের ঢল। হঠাৎই জ্বলে উঠল মূল মণ্ডপের সামনের দিকের বৈদ্যুতিক তার। কয়েক সেকেন্ড আলোর দপদপানি। মুহূর্তেই অন্ধকার হয়ে গেল সব। ছিটকে আসা আগুনে ঝলসে উঠল মাতৃমূর্তির একাংশ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লাইনসমেত রেলগাড়ি।
তারপর পেরিয়ে গেছে তিনটে ঘন্টা। প্রাথমিকভাবে দর্শনার্থীদের মধ্যে প্রবল বিশৃঙ্খলা দেখা দিলেও দায়িত্বসহকারে তা সামাল দেওয়ার চেষ্টা করছে মুক্তিদূতের স্বেচ্ছাসেবকগণ। পুড়ে যাওয়া থিমের মাতৃমূর্তিকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। পরিবর্তে সেখানে এখন শোভা পাচ্ছে শাস্ত্রীয় উপাচারের নিমিত্তে নির্মিত মণ্ডপের একপাশে রাখা ফুট তিনেকের সাবেকি দুর্গাপ্রতিমা। ঘড়ির কাঁটা বারোটা ছুঁইছুঁই। সামনে অপেক্ষমান বিশাল জনসমুদ্র। ধৈর্য্যের বাঁধ ভাঙছে দর্শনার্থীদের। উদ্যোক্তাদের তরফে মাইকে বারংবার আশ্বস্ত করা হলেও পরিস্থিতি পুরো বিশ বাঁও জলে।
জনপ্রিয় সংবাদপত্র থেকে লিডিং নিউজ চ্যানেল , প্রখ্যাত স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ক্ষমতাসীন রাজ্য সরকার --- পুরস্কারের বন্যা এবার মুক্তিদূতে। ইতিমধ্যেই বাইশটা পালক তাদের স্বর্ণখচিত মুকুটে , অপেক্ষা করছে আরও কয়েকটা। মিডিয়ার ফোকাস জুড়ে শুধুই মুক্তিদূত। পঞ্চমী থেকেই জনারণ্য মণ্ডপে। উদ্যোক্তাদের অভিনব প্রচার কৌশল আর সাধারণ মানুষের মুগ্ধতায় চড়ে মনমাতানো থিমের খবর ছড়িয়ে পড়েছে শহরের কোণায় কোণায়। তিলোত্তমার বাইরে থেকেও ভিড় জমিয়েছেন অনেকে।
অকস্মাৎ এমন বিপর্যয়ে রীতিমতো মাথায় হাত পুজো কমিটির সদস্যদের। অনেকে চেষ্টা করেও কোনোরকম কূলকিনারা খুঁজে পাচ্ছে না অভিজ্ঞ থিম মেকার সৌমিক সিনহা। বছরের পর বছর ধরে অভিনব সব মণ্ডপ সে উপহার দিয়ে এসেছে দর্শনার্থীদের। বিদেশেও কাজ করেছে প্রচুর। সৌমিক সিনহা সততই যেন মণ্ডপজগতের ফিদা হুসেন। চমকপ্রদ পরিকল্পনা আর চোখ জুড়ানো ফিনিশিংয়ে তার জুড়িমেলা ভার।
এহেন ভয়াবহ দুর্ঘটনা কেরিয়ারে এই প্রথম। মা দুর্গার ছোট্ট মূর্তিটাকে স্বভাবসিদ্ধ তুলির টানে থিম প্রতিমার স্থলাভিষিক্ত করার উপযোগী করে তুললেও বাধ সাধল রেললাইন। ভাঙা অংশগুলো জোড়ার যথাযথ কোনো কৌশল মাথায় আসছে না কিছুতেই। তার ওপর টানা তিনঘন্টা গোটা মণ্ডপ পুরো অন্ধকারে। যথাসাধ্য চেষ্টার পর শেষমেষ রণে ভঙ্গ দিতে বাধ্য হল সৌমিকের ইলেকট্রিশিয়ানরা। ইউটিউবে দীর্ঘক্ষণ চোখ রাখার পরও মিলল না সার্কিট মেরামতির কোনো উপযুক্ত কৌশল। ওদিকে রেললাইনের সঠিক মুখগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুতেই। কপালে চিন্তার ভাঁজ শহরের সেরা থিম মেকারের। মধ্য হেমন্তেও গলদঘর্ম পুজো কমিটির সদস্যরা। লোডশেডিংয়ের পাশাপাশি ভিড়ের মাঝে মণ্ডপ ভেঙে পড়ার মতো অনভিপ্রেত ঘটনা; সবমিলিয়ে সামনের বছর পুজোর লাইসেন্স বাতিল কেবল সময়ের অপেক্ষা মুক্তিদূতের।
দেশ-বিদেশে উচ্চ প্রশংসিত সৌমিকের এই আকাশচুম্বী সাফল্যের পিছনে ভ্যাবলা ক্ষ্যাপার অবদানকে অস্বীকার করা যায় না কিছুতেই। অনবদ্য সব শৈল্পিক চিন্তাভাবনা সৌমিকের মগজাস্ত্রে ভর করার পর সেটার সার্থক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওই আধপাগলা ছেলেটা। নিখুঁত স্কেচে গোটা প্ল্যানটা পুঙ্খানুপুঙ্খভাবে ভ্যাবলাকে বুঝিয়ে দেয় সৌমিক ; তারপর ছেনি , হাতুড়ি নিয়ে নেমে পড়ে কাজে। পেন্টিং কিংবা মাটির যাবতীয় কাজ থিম মেকার নিজে করলেও থার্মোকল আর লোহালক্করের সম্পূর্ণ দায়িত্ব থাকে ভ্যাবলার বিশ্বস্ত হাতে। ইলেকট্রিকের কাজেও ওর জুড়িমেলা ভার। প্রায় এক হাজার লেবার সৌমিকের আন্ডারে থাকলেও ভ্যাবলার মতো অমন দক্ষ নয় কেউ। পাগলটা শ্রমিক নাকি জাতশিল্পী --- ভেবে মাঝেমধ্যে ঘাবড়ে যায় সৌমিক নিজেই।
অন্যান্য বছরের ন্যায় এবারও মোট সতেরোটা প্যান্ডেলের কাজ প্রবাদপ্রতিম থিম মেকার সৌমিক সিনহার হাতে। গত সালে দশমী পেরোতে না পেরোতেই টাকার থলি নিয়ে ওর জন্য ঝাঁপিয়েছিলেন মুক্তিদূতের সহসভাপতি। কন্ট্রাক্টে সই করতে দেরি করেনি ধুরন্ধর শিল্পী নিজেও। তারপর মার্চ মাসে গোটা বিশ্ব জুড়ে করোনার থাবা। দুর্গাপুজোর সম্ভাবনা কমতে শুরু করেছিল ক্রমেই। তৈরি হচ্ছিল উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়ার পরিস্থিতি। কিন্তু জুনের শুরুতেই কমিটির তরফে সাফ জানিয়ে দেওয়া হয় , পুজো হচ্ছেই। কাজ শুরু করার অনুরোধ জানানো হয় সৌমিককে।
তারপর টানা সাড়ে চার মাসের অক্লান্ত পরিশ্রম আজ ধ্বংসের মুখে। মিথ্যে আশ্বাস দিয়ে দীর্ঘক্ষণ মানুষকে আটকে রাখার পর শেষমেষ নিজেদের অপারগতা স্বীকার করে সমবেত দর্শনার্থীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন মুক্তিদূতের সভাপতি। সীমাহীন অপেক্ষায় ধৈর্য্যের বাঁধ ভেঙেছে জনতার। ব্যারিকেড টপকে ভেতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করেছে মণ্ডপের অক্ষত অংশ। সৌমিকের কলার চেপে ধরলেন মুক্তিদূতের সম্পাদক --- " এতক্ষণ ধরে এসব ছিনালি না করে তোমার হেডমিস্ত্রিকে তো ডাকতে পারতে , বাড়া। কোথায় ওই লাটসাহেব ? তুমি তো শালা স্পটেই আসো না। সব নষ্টামি তো ওই পাগলই করেছে। পুরস্কার আর ফুটেজের লোভে তুমি তো সবে গতকাল থেকে ঘুরঘুর করা শুরু করেছো প্যান্ডেলে। "
--- " ফালতু কথা একদম বলবেন না। শহর জুড়ে আরও ষোলোটা প্যান্ডেল আছে আমার। পুরস্কার ওরাও পেয়েছে। আর আমি থিমমেকার ; মিস্ত্রি নই। সব প্যান্ডেলেই সমান সময় দিয়েছি আমি। বাকিটা আমার লেবাররা করেছে। ভ্যাবলা আমার টিমের সবথেকে দক্ষ ও অভিজ্ঞ লেবার। এখানে পুরো দায়িত্বটা ও নিজের কাঁধে নিয়েছে বলেই আমার আসার প্রয়োজন পড়েনি খুব একটা কিন্তু মূল প্ল্যান তো আমারই ছিল। "
--- " তা এই লোডশেডিং ,মণ্ডপ ভাঙার প্ল্যানও কি তোমার , খোকা? কত খেয়েছো অপনেন্ট ক্লাবের কাছ থেকে? "
--- " মুখ সামলে মুরারিদা। হাতে-কলমে কাজটা কিন্তু ভ্যাবলা করেছে ,আমি না। আজ ও থাকলে হয়তো …. "
--- " তা শালা ফোন করো না ওই ঢ্যামনাকে! "
--- " ওর ফোন নেই দাদা। "
--- " তাহলে বাঞ্চোদ আমার গাড়িটা নিয়ে ওর বাড়ি যাও। মাঝপথে এভাবে পুজো বন্ধ হলে আমাদের রেপুটেশন কোথায় নামবে ,ভাবতে পারছো? ওদিকে পাবলিক তো প্যান্ডেল ভেঙে পুলওয়ামা বানিয়ে দিচ্ছে। "
--- " ওর ঠিকানা জানি না ,স্যার। "
--- " গাঁজা কি ফ্যাদের সাথে মিশিয়ে টেনেছো নাকি বাড়া? তোমার লেবার আর তুমি জানো না বাড়ি কোথায়? "
--- " আপনি কিন্তু সীমা ছাড়াচ্ছেন মুরারিদা। আপনাকে মিথ্যে বলে লাভটা কী আমার? "
--- " ও মা গো! টুরু ন্যাকা! যাই হোক , পুলিশ হয়তো আমার পুজো বছর তিনেকের জন্য ব্যান করবে কিন্তু তোমার কেরিয়ার কিভাবে খতম করতে হয় --- সেটাও আমি দেখে নেব আলবাত। আলটিমেটলি উদ্যোগ আমাদের হলেও মণ্ডপ কিন্তু তোমারই তৈরি। "
--- " সেকথা তো আমি একবারও অস্বীকার করিনি , দাদা। তবে প্রথম থেকেই আমি কিন্তু বারবার বলেছিলাম স্পেসের ওপর রেললাইন দাঁড় করানোটা ভীষণ মুশকিলের কাজ। আপনি তো আমার কথা পাত্তাই দিলেন না ; উল্টে চটে গিয়ে বললেন ,আপনাদের কোন কর্তা নাকি পিডব্লুডি-এর বড়ো ইঞ্জিনিয়ার! বছরে দুটো করে ব্রিজ বানায়। এসব মামুলি কাজ নাকি সে কেনি আঙুলে সামলে নেবে। "
--- " তোমার ওই পাগলাচোদা মিস্ত্রি তো সদানন্দকে হাতই দিতে দেয়নি কাজে! সারাদিন শালা মালের বোতল নিয়ে পড়ে থাকত মাঠে। কি যে করেছে , তা তো দেখতেই পাচ্ছি। "
--- " ফাইনাল টেস্টিংয়ের দিন কিন্তু আপনার ক্লাবের লোকেরাও পরখ করে নিয়েছিল পুরোটা। তখন কিছু বলেননি কেন? আজও তো দেখলাম তিনঘন্টারও বেশি সময় ধরে চেষ্টা করলেন ওনারা! সব নাকি রাজ্য সরকারের কারিগরি বিভাগের বড়ো বড়ো আধিকারিক অথচ থিমের একটা খেলনা রেললাইন জুড়তে গিয়েই হাওয়া পুরো ফুটুস দুরুম আর ওই বিদ্যুৎ সচিব না বোসবাবু কি যেন নাম ---- শালা একটা কানেকশন ঠিকঠাক করে লাগাতে পারে না ; আবার সরকারের লাখ লাখ টাকা লুটছে প্রতিবার। ইঞ্জিনিয়ার শালা! "
--- " ওরা পারছে না বলেই তো তোমার ভ্যাবলাকে ঢাকতে বলছি সৌমিক। কিন্তু তোমার তো দেখছি বাড়া ধনুক ভাঙা পণ। অন্য ক্লাবগুলোর থেকে যা খেয়েছো , তার দশগুণ বেশি দেব ভাই । প্লিজ ওকে ফোন করো একটা। সম্মান যে পুরো স্যাকারিন হয়ে গেল। "
--- " আমি ওর ঠিকানা বা ফোন নম্বর কিছুই জানি না মুরারিদা। মোবাইল ও ইউজও করে না। "
--- " থাম বাড়া। "
মিথ্যে বলেনি সৌমিক। ভ্যাবলার ফোন নম্বর ও জানে না সত্যিই। বাড়ির ঠিকানাও গত দশ বছরে ভ্যাবলা বলতে চায়নি কোনোদিন। প্রবল জোরাজুরির পরও প্রতিবারই ওর পাথরসুলভ মৌনতার কাছে শেষমেষ হার মানতে বাধ্য হয়েছে সৌমিকের যাবতীয় প্রয়াস। বছর দশেক আগে মৌলালির অফিসে সৌমিকের সাথে প্রথমবার দেখা করতে আসে ভ্যাবলা। মুখ দিয়ে সেদিনও মদের গন্ধ বেরোচ্ছিল ম ম করে। থিমমেকার হিসেবে সেসময় একরকম অখ্যাতই সৌমিক। কাজও পেত হাতে গোনা দু-চারটে। নেশার ঘোরে ভ্যাবলা যেটুকু বলেছিল তার সারমর্ম দাঁড়ায় --- কলকাতার কোনো এক বিখ্যাত ডেকরেটরের আন্ডারে লেবারের কাজ করত ও। পরপর লসের ধাক্কায় হঠাৎই ব্যবসা গোটানোর সিদ্ধান্ত নিয়েছে মালিক। কর্মহারা ভ্যাবলা তাই দিশাহীন। বাইরে বড়ো পোষ্টার দেখে পেট চালানোর দায়ে অগত্যা যোগাযোগ করতে বাধ্য হয়েছে সৌমিকের সাথে। একটা কাজ পেলে খুব ভালো হয়। প্যান্ডেলের কাজে নিজেকে ভীষণ দক্ষ বলেই দাবি করেছিল ভ্যাবলা।
সৌমিক তখন একেবারেই নতুন এই ব্যবসায়। দুটো বড়ো পুজোর বায়না এলেও পর্যাপ্ত সংখ্যক লেবার হাতে নেই বললেই চলে। ভ্যাবলাকে টিমে নিতে তাই ভাবতে হয়নি এক মুহূর্তও। মাতাল ভ্যাবলাও নির্দ্বিধায় রাজি হয়ে যায় সৌমিকের বলা দৈনিক দুশো টাকার প্রস্তাবেই। সাথে সারাদিনের মদ। হাতে মদের বোতল নিয়ে ভ্যাবলা নেমে পড়ল কাজে । প্রতিদিনই তার মুন্সিয়ানায় মুগ্ধ হতে থাকল সৌমিক। ক্রমে ভ্যাবলা হয়ে উঠল সৌমিক ক্রিয়েশনের বেস্ট লেবার। প্রতি বছর পুজোর তিনমাস আগে নিয়ম করে সে হাজির হয় কলকাতায় সৌমিকের অফিসে। কাজ পুরোপুরি শেষ করে গ্রামের বাড়িতে ফেরে ষষ্ঠীর রাতে। সময়ের সাথে সাথে সৌমিকের খ্যাতি আজ আকাশ ছুঁয়েছে। মাইনে বেড়েছে ভ্যাবলারও। তিনমাস কাজের বদলে ষাট হাজার টাকা এখন সৌমিক তুলে দেয় ওর হাতে। সাথে ঢালাও মদের খরচ তো আছেই। বহুবার জিজ্ঞাসা করার পরও বাড়ির ঠিকানাটা কিছুতেই জানতে পারেনি সৌমিক। সুন্দরবনের বেশি একটা শব্দও বের করতে পারেনি ওর মুখ থেকে। ঘাটায়নি আর সৌমিকও। কত লেবারই তো কাজে আসে প্রতিবার। কজনের ঠিকানাই বা ঠিকঠাকভাবে জানে ও। তবে ভ্যাবলার মতো দক্ষ শিল্পী সৌমিকের টিমে আর দুটো নেই , রোয়াবও তাই অনেক বেশি।
মুঠোফোনের ঝাঁ-চকচকে দুনিয়া এখনও অচেনা ভ্যাবলার কাছে আর একপক্ষে তা যেন শাপে বরই হয়েছে সৌমিকের। মোবাইল থাকলে এতদিনে বড়ো অঙ্কের টোপ দিয়ে ঠিক ওকে দলে ভিড়িয়ে নিত অন্য কোনো থিম মেকার। ভ্যাবলা যেন সৌমিকের কাছে স্বয়ং ঈশ্বরের প্রেরিত দূত । ভরপেট মদ আর পুরোপুরি স্বাধীনতা পেলেই পাগলটা বেজায় খুশি। সৌমিকও তাই ওর কাজে হস্তক্ষেপ করে না কোনোদিন। স্কেচের পর একটা গোটা মণ্ডপ প্রতিবছর ছেড়ে দেয় ভ্যাবলার হাতে। মাটির কিংবা ছবির ব্যাপারটা নিজের হাতে নামিয়ে দিয়ে এলেও ভ্যাবলার প্যান্ডেলের ইলেক্ট্রিক বা শোলার কাজে নাক গলায় না ভুলেও। মহালয়ার দিন সন্ধ্যেবেলা গোটা কাজ পার্টিকে একবার দেখিয়ে নেয় ভ্যাবলা। কিছু চেঞ্জের প্রস্তাব এলে সেরে ফেলে পরের দিনগুলোতে কিন্তু তার আগে কেউ নাক গলালেই মটকা যায় গরম হয়ে। বোতল ভেঙে তাড়া করতেও ভাবে না দুবার। এভাবেই চলে আসছে আজ প্রায় দশটা বছর। সবথেকে বড় বাজেটের পুজোটা নির্ভয়ে সৌমিক এখন ছেড়ে দেয় ভ্যাবলার ওপর আর তাতে ফার্স্ট প্রাইজও মিস হয়না কোনোদিন।
এবছর ভ্যাবলার আসা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল সৌমিক। একেই লকডাউনে ট্রেন-বাস সব বন্ধ। তার ওপর অতিমারিতে বেঁচে আছে কিনা তারও নিশ্চয়তা নেই কোনো। উপায় ছিল না যোগাযোগেরও। সবমিলিয়ে সতেরোটা পুজো হাতে থাকলেও কাজ নামানো নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছিল ছেলেটা। যদিও ততদিনে স্কেচ কমপ্লিট হয়ে গেছে প্রায় সবকটারই। রথের দিন সকালে সাইকেল নিয়ে হঠাৎই সৌমিকের অফিসে এসে এসে হাজির ভ্যাবলা। দেখামাত্রই ভূত দেখার মতো আঁৎকে উঠল সৌমিক। এ যেন সাক্ষাৎ ঈদের চাঁদ। অতিমারির মাঝেও সাইকেল পায়ে সুদূর সুন্দরবন থেকে যে উদয় হবে ভ্যাবলার , দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি সৌমিক। ভ্যাবলাকে নিয়ে সটান সে হাজির হল মুক্তিদূতের অফিসে। সৌমিকের প্ল্যান শুনেই উল্লাসে ফেটে পড়লেন ক্লাবকর্তারা। কিন্তু কেমন যেন মিইয়ে গেল ভ্যাবলা। থিমটা শুনেই ইতস্ততভাবে বলে উঠল --- " এটাকে কি কিছুতেই পাল্টানো যাবে না সৌমিকবাবু?" রে রে করে উঠলেন সম্পাদক --- " আরে এই থিমের জন্যই তো কর্পোরেট টাকা দেবে আমাদের। পাগলা নাকি আপনি? সৌমিক ভাই , তুমি তো পুরো লেজেন্ড আছো , দেখছি! মাশাল্লাহ প্ল্যানিং বিলকুল। " ভ্যাবলার বিরোধিতার কারণে তাকে প্যান্ডেলের কাজে রাখার ব্যাপারে সম্পাদকমশায় প্রবল আপত্তি জানালেও বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা মাথায় ব্যাপারটা শেষমেষ সামলে নিল সৌমিক। মিষ্টিমুখ দিয়ে সমাপ্তিতে পৌঁছল আলোচনা পর্ব।
গাড়িতে যেতে যেতে এবং অফিসে এসে একপ্রস্থ গোটা বিষয়টা সৌমিক ভ্যাবলাকে ব্যাখ্যা করে দিল নিখুঁতভাবে। পরদিন থেকেই অস্ত্র আর বোতল হাতে শিল্পী লেগে পড়ল কাজে। নির্ধারিত দিনের আগেই শেষ করল কাজ। মাঝে সৌমিকও গিয়ে ঢুঁ মেরে এসেছে কয়েকবার। ভ্যাবলার কাজে স্তম্ভিত মুক্তিদূতের কর্তারাও। মণ্ডপ পরীক্ষার জন্য নিয়ে আসা ইঞ্জিনিয়ার থেকে ইলেকট্রিশিয়ান --- সকলেই প্রশংসায় ভরিয়ে দিল ভ্যাবলা পাগলের নৈপুণ্যকে। কিন্তু শিল্পী বরাবরের মতোই নির্বিকার। বোতল হাতে বিস্ফারিত চোখে শুনে চলে সব। তারপর কাউকে কিছু না জানিয়ে পঞ্চমীর রাতে হঠাৎই উধাও হয়ে যায় সৌমিকের অফিসের একতলার লেবার রুম থেকে। পড়ে থাকে বিছানা , ব্যাগ আর পারিশ্রমিকের টাকা। দেয়ালে মদের বোতল দিয়ে লিখে দিয়ে যায় --- " পার্ক সার্কাসের বস্তিতে শালা ছড়িয়ে দিস এই টাকা। মৃত্যু নিয়ে খেলছে চুদির পোলা। "
ইতিমধ্যেই মুক্তিদূতের মণ্ডপে এসে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দর্শক হাঙ্গামায় ভেঙে গুড়িয়ে গেছে সব। গ্রেফতার মুক্তিদূতের তিন বড়ো কর্তা এবং সৌমিক সিনহা। গভীর অন্ধকারে কুলতলির এক নদীর তীরে মদের বোতল হাতে পড়ে ভ্যাবলা। বাড়ি তার ভেসে গেছে বছর বারো আগের আয়লায়। তারপর থেকে ভাড়া থাকা এর ওর কুঁড়েঘরে। গতবছর ফনী এসে খেল বউটাকে। চাষের জমি গেল আমফানের পেটে আর ছেলেটা রেলে কাটা পড়ল লকডাউনে মহারাষ্ট্র থেকে ফেরার পথে। হতাশ ভ্যাবলা ঠিক করে আর কোনোদিন পা রাখবে না কলকাতায়। করবে না আর থিমের কাজ। যে মায়ের পুজোর আয়োজনে আন্তরিকভাবে প্রাণপাত করে চলেছে সুদীর্ঘ দশ বছর ধরে , সেই মা-ই তো ওকে সুখ দিল না কোনোদিন। বরং ধাপে ধাপে এক এক করে কেড়ে নিল সব। প্রখর রোদে সারাটা দিন সাইকেল চালিয়ে সৌমিকবাবুকে কাজ ছাড়ার কথা জানাতে যেতেই আবারও হাতে এল নতুন কাজের প্রস্তাব। থিমের প্ল্যানটা শুনেই মাথায় রক্ত চড়ে যায় ওর --- " হাঁটল ওরা হাজার মাইল , ফিরবে বাড়ি বলে / ক্লান্ত হয়ে লাইনে শুল , কাটল গলা রেলে। " কিন্তু নিজেকে সামলে নেয় কোনোক্রমে। মণ্ডপ নির্মাণে রেখে দেয় মোক্ষম কিছু খুঁত যা সাধারণের চোখে পড়া রীতিমতো অসম্ভব। অষ্টমীর রাতে ভোল্টেজ বাড়তেই ফেল করে সার্কিট। চাপ পড়তেই ভেঙে পড়ে থিমের রেললাইন। সবই আদতে ভ্যাবলার নিখুঁত কৌশলের ফল। এভাবেই নিঃস্ব এক জাতশিল্পী নিজের মতো করে প্রতিবাদ করে এলিট সমাজের বর্বরোচিত মানসিকতার। গরিবের মৃত্যুকে হাতিয়ার করে কর্পোরেটের পুরস্কার জয়ের পরিকল্পনায় বিছিয়ে দিয়ে যায় মানবিক কাঁটা।
ঘড়ির কাঁটায় রাত তিনটে। পুলিশ সিল করে দিয়েছে মুক্তিদূতের মণ্ডপ। নদীর তীরে খালি গায়ে পড়ে রয়েছে ভ্যাবলা। স্বপ্নে সে দেখছে হাজার তারার ঝলকানি। পথে মৃত লাখ লাখ পরিযায়ী শ্রমিক প্রাণ খুলে হাসছে যে….







