Tuesday, August 22, 2023

August Current affairs 2023 || 1 to 15 Days || Current affairs 2023 || Current Event 2023 || August Current Event || সাম্প্রতিক ঘটনাবলী 2023


 

1. ৩ বছর মেয়াদের জন্য, 'ব্রিকস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উইমেন ভার্টিকাল। এর প্রেসিডেন্ট হিসবে নিযুক্ত হলেন রুবি সিনহা।


2. চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে 'আর্তেমিস' মিশন শুরু করেছে নাসা (NASA - মার্কিন সংস্থা)

3. সম্প্রীতি নাসার এই 'আর্তেমিস- চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরো (ISRO - ভারতীয় সংস্থা)

4. পানামায়, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ডঃ সুমিত শেঠ।

5. 'বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম' এ. হকি চন্ডিগড় দলকে ৪-২ ববধানে হারিয়ে, এবছর ১৩ তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন  ন্যাশানাল চ্যাম্পিয়ন শিপ জিতল হকি মধ্য প্রদেশ দল।

6. ই-কেওয়াইসি'র জন্য ফেস অথেন্টিকেশন ফিচার সহ 'পিএম কিষান' মোবাইল আাপ চালু করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কলান মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।


7. আহমেদাবাদ জেলার সানন্দে, 2.৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সেমি কন্ডাক্টর আসেম্বাল ও টেস্ট ফ্যাসিলিটি স্থাপনের জন্য মার্কিন সংস্থা 'মাইক্রন' এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল গুজরাত সরকার।

8. 'লিগ্যাল এইড ডিফেস কাউন্সেলিং সিস্টেম' কমসূচি চালু করল উত্তর প্রদেশ সরকার।

9. কলকাতায়, ইন্টারন্যাশানাল পারফমিং আর্ট ফেস্টিভ্যাল'এ. প্রথম কলা ক্রান্তি জীবনকৃতি সম্মান পেলেন' পদ্মশী, পুরস্কারপাপ্ত বাউল সম্রাট পন্ডিত পূর্ণ দাস বাউল।

10. স্টার্টআপ 20 শিখর সম্মেলন হয়েছে গুরুগ্রাম।



11. ইউরোপীয় স্পেস এজেন্সি 'ইউক্লিড স্পেস টেলিস্কোপ' চালু করল।

12 . জাতীয় চিকিৎসক দিবস ১লা জুলাই পালিত হয়।

13. বিশ্ব ইউএফও দিবস পালিত হয় ২ জুলাই।

14. ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি হলো গুজরাতের কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।

15. এবছর গ্লোবাল পিস ইনডেক্স এ ভারতের স্থান ১২৬ তম। 

16. সম্প্রীতি প্রয়াত তাপস দাস সংগীত ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন।

17. আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত  ৩ রা জুলাই।

18. ভারতের বৃহত্তম প্রাকৃতিক আর্চ আবিষ্কৃত হলো উড়িষ্যায়।

19. সবরমতী নদীতে 'অক্ষর নদী ক্রুজ' চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ।

20. উত্তরপ্রদেশ সরকার লখনৌতে বানরদের জন্য বোন তৈরি করতে চলেছে।

21. তুর্কমেন ই স্থানের প্রথম স্মার্ট সিটির নাম আরকাদাগ।

22. সম্প্রতি প্রয়াত বীর দেবীন্দর সিং রাজনীতির ক্ষেত্রে যুক্ত ছিলেন।

23. ভারতের প্রথম প্রেগন্যান্সি চাইল্ড ট্রাকিং এন্ড হেলথ সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম মোবাইল মনিটরিং অ্যাপ চালু করল রাজস্থান সরকার। 

24. জম্মু ও কাশ্মীরের লালচকে বলিদান স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

25. প্রথম ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে মিশরের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দা নাইল পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

26. নয়ডায় রামনাথ গোয়েনকা মার্গ এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

27. ইউএস ইন্ডিয়া স্ট্রাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এর পরিচালনা পর্ষদে যোগ দিলেন মাস্টার কার্ড এর চিফ এক্সিকিউটিভ অফিসার মাইকেল মেইবাচ।

28. ব্রহ্মপুত্র নদের ২২ মিটার নিচে দিয়ে তৈরি হচ্ছে অসমের প্রথম আন্ডারওয়াটার টানেল। গোহপুর ও নুমালিগড়কে জুড়বে এই টানেল। মোট দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার আর মোট খরচ ৬ হাজার কোটি টাকা।

29. 2022- 23 মরশুমে লিগ ওয়ান এর সেরা বিদেশি ফুটবলারের পুরস্কার পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

30. রূপে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের ইউপিআই পেমেন্টের সুবিধা চালু করল কানাড়া ব্যাঙ্ক।




31. বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার টুর্নামেন্টে মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন বাঙালি জুটি সুতির্থা  মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়।

32. যুক্তরাজ্যে বার্মিংহাম সিটি বিশ্ববিদ্যালয় এর তরফ থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেলেন বিশিষ্ট ভারতীয় সুরকার গায়ক শংকর মহাদেবন।

33. ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রজত বর্মা।

34. গোল্ডেন ঈগলস উত্তর প্রদেশ দলকে ৩৮ - ২৪ ব্যবধানে হারিয়ে উদ্বোধনী 'প্রিমিয়ার হ্যান্ডবল লীগ' এ চ্যাম্পিয়ন হলো মহারাষ্ট্র আইরন ম্যান।

35. ভিয়েনায় ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত স্যাটেলাইট শিল্প বিশেষজ্ঞ আরতি হোল্লো মাইনি।

36. অন্য রাজ্য থেকে দেশীয় গুরু কেনার জন্য ফার্ম মালিকদের ৪০ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল উত্তর প্রদেশ সরকার।

37. রয়াল বেরুন গল্প ক্লাবে চেক লেডিস ওপেনে ক্যারিয়ারের দ্বিতীয় মহিলাদের ইউরোপীয় টুর খেতাব জিতলেন হরিয়ানার ২২ বছর বয়সী গলফার দীক্ষা ডাগর। ২০২১ সালে লন্ডনে আরামকো টিম সিরিজে বিজয়ী দলের অংশ ছিলেন তিনি।  

38. ইংল্যান্ডের মেলবোর্ন ক্রিকেট ক্লাবের ক্রিকেট কমিটির সদস্য হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। 

39. কেরলের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন ভি. ভেনু।

40. পাঞ্জাবের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন অনুরাগ বর্মা।

41. গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরিয়াকোস মিৎসোটাকিস।

44. হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব নিলেন রোহিত জাওয়া।

45. হরিয়ানার জিন্দ জেলা থেকে যাত্রা শুরু করবে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন।

46. যাত্রীদের বিমানবন্দর সম্পর্কিত সুবিধা দিতে বি এল আর পালস নামে অ্যাপ চালু করল বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের মালিকানাধীন ও পরিচালিত কেম্পেগৌরা আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু। 

47. ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আন্ডার সেক্রেটারি জেনারেল ও অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হলেন চীনের জু হাও লিয়াং।

48. শিক্ষার প্রচার ও মায়েদের ক্ষমতায়নের জন্য জগনন্না আম্মা ভোদা প্রকল্পের চতুর্থ সংস্করণ চালু করলেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি।

49. দেশের কৃষকদের উন্নতিতে পিএম প্রণাম প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার।

50. পাঞ্জাব প্যান্থার্স  কে হারিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহিলা কাবাডি লীগ এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন হলো ইউ এম এ কলকাতা।





51. হরিয়ানাকে ২-১ ব্যবধানে হারিয়ে অমৃতসরের গুরু নানক স্টেডিয়ামে সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতল তামিলনাড়ু।

52. CBI এর স্পেশাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অজয় ভাটনগর।

53. মনোজ কোহলিকে দক্ষিণ এশিয়ার সিনিয়র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করল ডেলয়েট।

54. দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই করা শেষ জীবিত শিখ সৈনিকদের মধ্যে একজন ১০১ বছর বয়সী রাজেন্দ্র সিং ধট্টকে পয়েন্টস অফ লাইট পুরস্কার দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।

55. ডিজিটাল যাযাবর কৌশল চালু করল কানাডা সরকার।

56. বিশ্ব পুরুষদের ফুটবল র‍্যাঙ্কিং প্রকাশ করল ফিফা। এই র‍্যাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে ভারতের স্থান একশতম । লেবাননকে টপকে গেছে গেছে ভারত।

57. নাগপুর জেলার ইটাবারি রেলওয়ে স্টেশন এর নাম বদল করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে 'নেতাজি সুভাষচন্দ্র বসু ইটাবারি' রাখার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

58. যুক্তরাজ্যের উইন্ডসরে আয়োজিত বার্ষিক ইউকে ইন্ডিয়া পুরস্কার ২০২৩ এ বর্ষসেরা গ্লোবাল ইন্ডিয়ান আইকন পুরস্কার পেলেন ক্রীড়া কিংবদন্তি ও মহিলাদের বক্সিংয়ে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী মেরি কম।

59. রাজ্যজুড়ে সবুজের আচ্ছাদন বাড়িয়ে তুলতে ১ লা জুলাই থেকে 'এক কল এক গাছ' প্রচার অভিযান চালু করল উত্তরপ্রদেশ সরকার। ৭ ই জুলাই পর্যন্ত এই অভিযান চলেছে। 'নমামি গঙ্গে কর্মসূচি ও গ্রামীণ জল সরবরাহ বিভাগ এর মাধ্যমে পরিচালিত একটি যৌথ প্রচারাভিযান এটি।

60. মিলেট জাতীয় শস্যের প্রচারের জন্য  'Abundance in Millets' নামক গানটি প্রকাশিত হয়। গানটি গেয়েছেন গ্রামী পুরস্কার জয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাসিন্দা ফাল্গুনী শাহ ও তার স্বামী গৌরব শাহ। এ ছাড়া গানটি লিখতে সাহায্য করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

61. উত্তরপ্রদেশের সাতটি হস্তশিল্প পণ্য জিওগ্রাফিক্যাল ইন্দিকেশন ট্যাগ পেল। এগুলি হল আমরোহা ঢোলক, কালপি হস্ত নির্মিত কাগজ, বাগপতের গৃহসজ্জা পণ্য, বারা বাঙ্কির তাঁতের পণ্য, মাহোবা গৌরা পাথর হস্ত শিল্প, মইনপুরী তারকাশী ও সম্বল হর্ণক্রাফট। 

62. ইয়ান কে ৪২- ৩২ ব্যবধানে হারিয়ে এ বছর এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।

63. ভারতের সলিসিটর জেনারেল হিসেবে আবার নিযুক্ত হলেন তুষার মেহতা।

64. ছত্রিশগড়ের উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন টি.এস. সিং দেও।

65. অনলাইন ভ্রমণ নির্দেশিকা টেস্ট অ্যাটলাস এর তরফ থেকে প্রকাশিত বিশ্বের শীর্ষ ১৫০ টি কিংবদন্তি রেস্তোরাঁর তালিকায় ১১ তম স্থান পেল কেরলের কোঝিকোড়ের ঐতিহাসিক প্যারাগন রেস্তোরাঁ। ১৭তম স্থানে রয়েছে কলকাতা শহরের পার্ক স্ট্রিটের গিটার ক্যাট রেস্তোরাঁ।

66. ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর করছে Dream 11 গেমিং প্লাটফর্ম।

67. ডায়মন্ড লীগ এ চ্যাম্পিয়ন হলেন টোকিও অলিম্পিকসের সোনার পদক জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

68. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শফত নিলেন অজিত পাওয়ার।

69. এ বছর মর্যাদাপূর্ণ পেন প্রিন্টার পুরস্কার পেলেন বিখ্যাত ব্রিটিশ কবি ও লেখক মাইকেল রোজেন।

70. প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এ চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়লেন স্পিন বোলার শ্রেয়াঙ্কা পাটিল।

80. হায়দ্রাবাদের জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার ব্যাক স্ট্রোক বিভাগের একটি নতুন জাতীয় রেকর্ড গড়লেন অলিম্পিয়ান মান প্যাটেল।

90. জীবনের প্রথম এটিপি টুর শিরোপা জিতলেন ভারতীয় টেনিস খেলোয়াড় ইউকি ভামব্রি।






91. মুম্বা মাস্টারর্স কে হারিয়ে উদ্বোধনী গ্লোবাল চেস লীগে চ্যাম্পিয়ন হলো ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস।

92. আমিরশাহির বর্তমান প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান।

93. ১৪ ই জুলাই প্যারিসে বাস্তিল দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

94. ১৪ই জুলাই চন্দ্রলোকে পাড়ি দিল চন্দ্রযান। অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এল ভি এম-৩ রকেটের সাহায্যে চন্দ্রযান ৩ মহাকাশে উৎক্ষেপণ করা হলো।

95. ১৫ই জুলাই পঞ্চাশের দশকের প্রবীণ কবি ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভেন্দু মল্লিক(৮৮) প্রয়াত হলেন।

96. ওয়েস্ট ইন্ডিজের ডমিনিকায় প্রথম টেস্টে এক ইনিংসে এবং ১৪১ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত।

97. সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রভাকর মিশ্র। মৃত্যুদিন ১৫ই জুলাই।

98. ১৮ ই জুলাই বেঙ্গালুরুতে প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি।

99. ১৮ ই জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির জোট তৈরি হয়, এর নাম হয় ইন্ডিয়া। এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স।

100. ১৫ ই জুলাই‌ উইম্বলডনে‌ মেয়েদের সিঙ্গেলস খেতাব জিতলেন চেক প্রজাতন্ত্রের ২৪ বছর বয়সি মার্কেতা ভন্দ্রসোভা।





101. ১৬ ই জুলাই ছেলেদের সিঙ্গেলস খেতাব জিতলেন কার্লোস আলকারাজ।

102. 'কুইক হিল টেকনোলজিস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন বিশাল সালভি। 

103. ভারত কেনিয়া দেশের সঙ্গে 'আন্তর্জাতিক মিলেট উৎসব' কো-হোস্ট করবে।

104. একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের প্রথম মহিলা হিসাবে শপথ নিলেন এনসিপি নেত্রী - অদিতি তাটকরে। 

105. 'কুইক হিল টেকনোলজিস এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন বিশাল সালভি। 

106. ট্রেনের লোকোমেটিভ পাইলটদের সতর্কতা পরীক্ষা করার নতুন উপায় চালু করল আইআইটি খড়গপুর।


107. স্পোর্টস গিয়ার কোম্পানি ‘অ্যাসিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড'এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 


108. নেদারল্যান্ডস দেশ শ্রেণিকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল।

109. মঙ্গোলিয়া দেশে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের লাইসেন্স পেল ‘স্পেসএক্স' কোম্পানি।

110. এবছর নয়া দিল্লিতে ‘সবুজ হাইড্রোজেন আন্তর্জাতিক সম্মেলন' হয়েছে।


111. নিউ ইয়র্কের একটি মর্যাদাপূর্ণ সংস্থা 'কার্নেগি কর্পোরেশন এর তরফ থেকে প্রকাশিত বার্ষিক ‘গ্রেট ইমিগ্র্যান্টস' তালিকায় এবছর 'বিশ্বব্যাঙ্ক এর প্রেসিডেন্ট অজয় বঙ্গা (ভারতীয় ব্যক্তিত্ব) স্থান পেলেন। (মার্কিন যুক্তরাষ্ট্র ও তার গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য এই স্বীকৃতি পেলেন তিনি)।

112. ভারতে, ‘লয়েডস টেকনোলজি সেন্টার'এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন সিরিশা ভোরুগান্টি। 

113. মানসিক যন্ত্রণায় থাকা মানুষদের জন্য, ভারতের প্রথম চ্যাটবট চালু করল জম্মু ও কাশ্মীর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল।

114. জম্মু ও কাশ্মীরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের নেওয়ার বয়স এখন ৬৫ বছর।

115. এবছর জুলাইয়ে, কেন্দ্রীয় সরকার ট্র্যাকের এন ২ ও এন ৩ বিভাগে এসি ইনস্টলেশন বাধ্যতামূলক করার জন্য খসড়া বিজ্ঞপ্তি অনুমোদন করল।

116. ভারত 'গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ'এর 'চ্যাম্পিয়ন্স গ্রুপ'এ - যোগ দিল ।

117. ১০১ বছর বয়সে মারা গেলেন ভারতের অন্যতম প্রবীণ সেনা মেজর বক্তৃতাওয়ার সিং বার (অবসরপ্রাপ্ত)। তিনি কুমায়ুন রেজিমেন্টে কাজ করেছিলেন।





118. ভারতের হরিয়ানা রাজ্য সরকার অবিবাহিত ব্যক্তি ও বিধবাদের জন্য মাসিক ২,৭৫০ টাকা পেনশন ঘোষণা করেছে ।

119. আরও ১ বছরের জন্য, ন্যাটো সংস্থার সেক্রেটারি জেনারেল পদে বহাল থাকছেন জেনস স্টোলেনবার্গ।

120. সম্প্রতি প্রয়াত নাম্বুথিরি (৯৭ বছর) একজন চিত্রশিল্পী ছিলেন।

121. ভারতীয় 'ফিনান্সিয়াল প্ল্যানিং স্ট্যান্ডার্ডস বোর্ড এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে মনোনীত হলেন কৃষাণ মিশ্র।

122. প্রথম ও সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসাবে, ‘রাষ্ট্রসঙ্ঘ’এর সদর দফতর নিউ ইয়র্ক সিটিতে ৩ বার ভাষণ দেওয়ার নজির গড়লেন দীপিকা দেশওয়াল।

 123. এবছর 'ব্রিটিশ জাতীয় পুরস্কার এ সেরা পরিচালক'এর পুরস্কার পেলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শেখর কাপুর (তাঁর পরিচালিত 'হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট' চলচ্চিত্রের জন্য এই পুরস্কার পেলেন তিনি)।

 124. বিশ্ব বিখ্যাত 'শ্রাবণী মেলা'র উদ্বোধন হল দেওঘরে। 


125. আন্ধ্রা প্রদেশের পেদাভেগি’তে অবস্থিত, ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ’-‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ’এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন বি.নীরজা প্রভাকর।

126. গুগল ডুগল 'তানাবাতা’ উৎসব উদযাপন করে। জাপান দেশ এই উৎসব পালন করে।

127. মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত রাসায়নিক অস্ত্রগুলি সম্প্রতি ধ্বংস করেছে। প্রথম বিশ্বযুদ্ধে প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়।

128. প্রথম ভারতীয় হিসাবে, রাশিয়ান এনার্জি জায়ান্ট রোসনেফট এর বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে গোবিন্দ কোটিস সতীশ।


129. দেশের প্রথম শহুরে সংস্থা হিসাবে, ‘এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি' ক্রেডিট পেল মধ্য প্রদেশের ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশন' (নিষিদ্ধ একক-ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহারযোগ্য করার জন্য এই ক্রেডিট পেল তারা)।

130. নতুন 'ন্যাশনাল সাইবারসিকিউরিটি কোঅর্ডিনেটর' হিসাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল এম.ইউ.নায়ার।

132. ভারতের প্রথম বৈদিক থিম পার্ক চালু হয়েছে নয়ডাতে।

 133. ভারতের মহারাষ্ট্র রাজ্যের কারা বিভাগ রাজ্য জুড়ে বিভিন্ন কারাগারে বন্দী বিদেশি নাগরিকদের জন্য ‘ভিডিও কল' সুবিধা চালু করল । 

134.বিশ্ব জনসংখ্যা দিবস' পালিত হয় ১১ জুলাই।

 

135. ইউরোপিয়ান ইউনিয়ন’এর প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন এডগারস রিঙ্কেভিক্স।

136. সম্প্রতি বগিবিলে অভ্যন্তরীণ জলপথ পরিবহণ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বগিবিল ভারতের অসম রাজ্যে অবস্থিত।

137. ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ভুটান দেশ থেকে আলু আমদানি করবে ভারত।


138. তেলেঙ্গানার প্রথম বিমাকৃত গ্রাম মুখরা (কে)।

139. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি'র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে.রাজারামন।


140. শ্রীনিবাস রেড্ডিকে ভারতের নতুন নীতি প্রধান হিসাবে নিযুক্ত করল 'গুগল'।


141. 'ওপনকাইলিন' নামে নিজেদের তৈরি প্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করল চিন। 






142. ভারতের ওড়িশা রাজ্য সরকার 'মো জঙ্গল জমি যোজনা' প্রকল্প চালু করল ।

143. মস্তিষ্কখেকো অ্যামিবার সংক্রমণে মৃত্যু হল ভারতের কেরল রাজ্যে ।

144.ভারতের ওড়িশা রাজ্যের মন্ত্রিসভা সংবিধানের অষ্টম তফশিলে ‘কুই’ ভাষা 5 অন্তর্ভুক্তির জন্য একটি প্রস্তাব অনুমোদন করল।

145. এবছর ‘লোকমান্য তিলক জাতীয় পুরস্কার' পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

146. সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে আন্তর্জাতিক ক্যাম্পাস খুলতে চলেছে আইআইটি দিল্লি।

147. মিশেল বুলক অস্ট্রেলিয়া দেশের ‘রিজার্ভ ব্যাঙ্ক’এর প্রথম মহিলা গভর্নর হিসাবে নিযুক্ত হলেন।

148. ভারতে প্রথম ৪টি রানওয়ে থাকা বিমানবন্দর হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর'। 

149. খাদ্য নিরাপত্তায় জরুরি অবস্থা ঘোষণা করল নাইজেরিয়া দেশ। 

150. 'আন্তর্জাতিক ন্যায় দিবস কবে পালিত হয় ১৭ জুলাই। 


151. 2022-23 মরসুমে, লিগ-১’এর সেরা বিদেশি ফুটবলারের পুরস্কার পেলেন আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি।

152. প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে, ‘উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ’এ চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়লেন শ্রেয়াঙ্কা পাটিল।

153. ‘বিশ্ব টেবল টেনিস কনটেন্ডার টুর্নামেন্ট'এ মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন বাঙালি জুটি সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায় (জাপানি জুটি মিওয়া হরিমোতো ও মিউয়ি কিহারা জুটিকে ৩- ১ (১১৫, ১১-৬, ৫-১১ ও ১৩-১১) ব্যবধানে হারিয়ে)।






154. ‘কুইন্স টেনিস টুর্নামেন্ট’এ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ (অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি.মিনায়ুরকে ৬-৪ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে)।

155. ফর্মুলা ওয়ান রেসিংয়ে আয়রটন সেনার (প্রয়াত ব্রাজিলিয়ান মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার) ৪১টি জয়ের রেকর্ড ছুঁয়েছেন ম্যাক্স ভারস্তাপেন। 

156. দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের প্রথম “আন্তর্জাতিক মহিলা কাবাডি লিগ'এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হল ইউএমএ কলকাতা দল(পঞ্জাব প্যান্থার্স কে হারিয়ে)।

157. যুক্তরাজ্যের উইন্ডসরে আয়োজিত বার্ষিক ইউকে-ইন্ডিয়া পুরস্কার ২০২৩ এ ‘বর্ষসেরা গ্লোবাল ইন্ডিয়ান আইকন পুরস্কার' পেলেন  মেরি কম ৷ 

158. এবছর ‘লুসান ডায়মন্ড লিগ’এ চ্যাম্পিয়ন হলেন নীরজ চোপড়া। 

159. ‘সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ' জিতল  তামিলনাড়ু দল(হরিয়ানাকে ২-১ ব্যবধানে হারিয়ে)।

160. ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হতে চলেছে – ড্রিম ১১ কোম্পানি।

161. হায়দরাবাদে, ‘জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ'এ মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে একটি নতুন জাতীয় রেকর্ড গড়লেন অলিম্পিয়ান মানা প্যাটেল (এই বিভাগে ১:০৩.৪৮ সময় করে একটি জাতীয় রেকর্ড গড়েছেন তিনি)। 


162. উদ্বোধনী ‘গ্লোবাল চেস লিগ'এ চ্যাম্পিয়ন হল ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস (মুম্বা মাস্টার্স কে হারিয়ে)।


_________________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-



Whatsapp group-

Wednesday, August 16, 2023

সরষে ইলিশ' রান্নার প্রনালী || কিভাবে রান্না করবেন 'সরষে ইলিশ'? || 'Sorse Elish' Cooked by Joyiti Banerjee



বিভাগ - রান্নাটাও শিল্প


কলমে - জয়তী বন্দ্যোপাধ্যায় 




সরষে ইলিশ' রান্নার প্রনালী। কিভাবে রান্না করবেন 'সরষে ইলিশ'। 'Sorse Elish' Cooked by Joyiti Banerjee



উপকরণ:ইলিশ মাছের পিস 8 টি, সরষে বাটা 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা, লবন, হলুদ গুঁড়ো, কালো জিরে,সরষের তেল।




প্রনালী:বাজার থেকে আনা ইলিশ মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন, তারপর লবন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটি মেরিনেট করে রাখুন।

তারপর কড়াইয়ে সরষের তেল দিতে হবে। তেল গরম হয়ে আসলে কম আঁচে মাছ গুলি হালকা করে ভেজে নিন।(ইলিশ মাছ কখনোই কড়া করে ভাজবেন না, কারণ ইলিশ মাছ কড়া করে ভাজলে মাছের স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়।) ভাজা ইলিশ মাছ গুলি একটি পাত্রে তুলে রাখুন। (ভাজা ইলিশ মাছ খিচুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে, কিংবা এক থালা গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা ও মাছ ভাজার অল্প একটু তেল দিয়ে খেয়ে দেখবেন বেশ ভালোই লাগবে।) 

মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালোজিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে, তারপর পরিমাণ মতো লবন আর হলুদ গুঁড়ো ও সরষে বাটা ও সামান্য জল দিয়ে কষিয়ে নিয়ে। পরিমাণ মতো জল দিয়ে,মাছ গুলো কড়াইয়ে ছেড়ে দিতে হবে। জল শুকিয়ে আসলে সামান্য পরিমাণ কাচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন রান্নাটি। পরিবারের সকলকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে সরষে ইলিশ উপভোগ করুন।




‌ইলিশ মাছের উপকারীতা:ইলিশে মাছে ও ওমেগা-৩ ফ্যাটি (ইপিএ ও ডিএইচএ) অ্যাসিড বেশি থাকে, যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে। এতে হৃৎপিণ্ড ভালো থাকে।ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি । ইলিশের ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশ ভালো কাজ করে। ইলিশের ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ইলিশে থাকা ভিটামিন ‘এ’ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।ইলিশে অ্যামাইনো অ্যাসিড থাকে, এটি কোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ।ইলিশে যে প্রোটিন থাকে, তা কোলাজেনসমৃদ্ধ। এ ছাড়া ইলিশে ভিটামিন সি থাকে, যা ত্বক সুস্থ রাখে। এর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। ওমেগা ৩ ছাড়াও ইলিশে আছে ভিটামিন বি১২, যা স্নায়ুকোষকে সুস্থ রাখতে সাহায্য করে। ইলিশ ভিটামিন ডির ভালো উৎস। ভিটামিন ডি মানবদেহে ক্যালসিয়াম ও ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।ইলিশে থাকা আয়োডিন, জিংক ও পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামুদ্রিক মাছ ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে কার্যকর। শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ। যাঁরা নিয়মিত মাছ খান, তাঁদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়।

Saturday, August 12, 2023

লটে মাছের ঝুরি' রান্নার প্রনালী || কিভাবে রান্না করবেন 'লটে মাছের ঝুরি'? || 'Lote fish recipe' Cooked by Joyiti Banerjee.


 

বিভাগ - রান্নাটাও শিল্প


কলমে - জয়তী বন্দ্যোপাধ্যায় 


লটে মাছের ঝুরি' রান্নার প্রনালী। কিভাবে রান্না করবেন 'লটে মাছের ঝুরি'। 'Lote fish recipe' Cooked by Joyiti Banerjee.



উপকরণ: লটে মাছ (500 গ্ৰাম), পেঁয়াজ বাটা (200 গ্ৰাম), আদা বাটা 1টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ , পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা,লবন, হলুদ, সরষের তেল।


প্রনালী: বাজার থেকে আনা লটে মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন, এবার একটি পাত্রের মধ্যে লবন, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে একটি মসলার মিশ্রন তৈরী করে লটে মাছ আধাঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে।


কড়াইয়ে সরষের তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি,আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি দিতে হবে। মসলা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণ লবন দিয়ে, মেরিনেট করা লটে মাছ কড়াইয়ে ছেড়ে দিয়ে কম আঁচে মাছটি ভালো করে কষাতে হবে।

( মনে রাখবেন একটি কথা লটে মাছ রান্না করার কোনো জল লাগে না,লোটে মাছ খুব নরম প্রকৃতির হয় প্রচুর পরিমাণে জল থাকে, সেই দলেই পুরো রান্নাটি তৈরী হয়ে যায়)। কষানোর সময় মাছের থেকে বেরিয়ে আসা জল ভাল করে শুকিয়ে নিন,তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটি নামিয়ে নিন। 

তৈরি হয়ে যাওয়া লটে মাছের ঝুরি পরিবারের সকলকে পরিবেশন করে গরম ভাতের সাথে উপভোগ করুন।



লটে মাছের উপকারীতা: লটে মাছের প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এছাড়াও মানুষের শরীরের কোষ গঠনে সাহায্য করে, এই মাছের প্রোটিন শরীরের হরমোন, এনজাইম,অন্যান্য কেমিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরের রক্তনালী গুলি পরিস্কার রেখে হার্ট স্ট্রোকের ঝুকি কমায়, আর্থারাইটিস আক্রআন্ত রোগীর জন্য খুবই উপকারী, তাছাড়া ও কোলোন ক্যান্সারের ঝুঁকিও কমায়,এই মাছে প্রচুর পরিমাণে আয়রন আছে,ও মানুষের শরীরের হাড়, দাঁত, পেশীর শক্তি বৃদ্ধি ও চোখের দৃষ্টি শক্তি বজায় রাখতে সাহায্য করে।

Tuesday, August 8, 2023

রিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান || Reliance Foundation Scholarship 2023


 



ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি বা তারমধ্যে অধিকাংশ অর্থাৎ প্রায় 60 কোটি ভারতীয় রয়েছেন যাদের বয়স 25 বছরের কম। এই সংখ্যার মধ্যে অধিকাংশ স্টুডেন্ট অর্থাভাবে পড়াশোনা করতে পারে না কিংবা উচ্চ শিক্ষার সুযোগ পাইনা। এইসমস্ত স্টুডেন্ট দের জন্য এক নতুন স্কলারশিপ প্রোগাম চালু করেছে দেশের একটি বড় প্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)।

রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা সঞ্চালিত এই স্কলারশিপটির নাম হলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)। যে সমস্ত স্টুডেন্ট স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পেতে চাইছেন তারা এই স্কলারশিপের আওতায় আর্থিক সুবিধা পাবেন। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আয় অনেক কম তারা এখানে আবেদন করার সুযোগ পারেন।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।



বিষয় সূচীঃ-

1) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ (Reliance Foundation Scholarship 2023)


2) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য (Reliance Foundation Scholarship 2023 Aims)


3) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা (Reliance Foundation Scholarship 2023 Benefits)


4) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের যোগ্যতা (Reliance Foundation Scholarship 2023 Eligibility)


5) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Reliance Foundation Scholarship 2023 Application Process)




## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ -


রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতক শিক্ষার্থীদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 6 লক্ষ টাকা পর্যন্ত মেধা বৃত্তি ঘোষণা করেছেন। 



## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য -


এই স্কলারশিপ দেশের সমস্ত রাজ্যের মেধাবী স্টুডেন্টদের আর্থিক সাহায্য করবে। এই স্কলারশিপ এর মূল লক্ষ্য দেশের সমস্ত স্টুডেন্টদের শিক্ষায় সফল করতে সাহায্য করবে।



## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা -


যে কোনো শাখায় পড়াশোনার সুযোগ পাবেন।

এই স্কলারশিপে 5,000 পর্যন্ত স্নাতক স্কলার নির্বাচন করা হবে।

স্নাতক ডিগ্রি সময়ে বৃত্তির মোট পরিমাণ হবে 2 লক্ষ পর্যন্ত।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে 100 জন পর্যন্ত স্নাতকোত্তর স্কলার নির্বাচিত হবে।

স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়ে বৃত্তির মোট পরিমাণ হবে 6 লক্ষ পর্যন্ত।


##রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের যোগ্যতা -


আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।

স্নাতক বৃত্তি: শিক্ষার্থীদের ন্যূনতম 60% সহ 12 তম স্ট্যান্ডার্ড পাশ এবং ভারতে একটি পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে যোগদান করার সুযোগ পাবেন।

স্নাতকোত্তর বৃত্তি: প্রথম বর্ষের শিক্ষার্থীযারা GATE পরীক্ষায় 550 – 1,000 স্কোর পেয়েছে তারা আবেদন করতে পারবে।


যে ছাত্ররা GATE-এর চেষ্টা করেনি কিন্তু তাদের স্নাতক CGPA তে 7.5 বা তার বেশি স্কোর করেছে তারাও আবেদন করার সুযোগ পাবেন।



##রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া -


সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।


 Apply Now -


Click here 🔴


Monday, August 7, 2023

উপন্যাস - পদ্মাবধূ || বিশ্বনাথ দাস || Padmabadhu by Biswanath Das || Fiction - Padmabadhu Part -46

 



আমি পুনরায় ছিটকে পড়লাম। এইভাবে আমি প্রায় ত্রিশ মিনিট লড়াই করলাম। আমি আর পেরে উঠতে পারলাম না। জলস্রোতের মত রক্ত বয়ে যাচ্ছে শরীরে। ক্ষত- বিক্ষতের যন্ত্রণায় আমি কাহিল হয়ে পড়লাম। ভাবলাম আমার মৃত্যু অনিবাৰ্য্য, শেষ চেষ্টাতেও আমি পেরে উঠতে পারবো না। বাঘিনীর অগ্নিশর্মা চক্ষুখানি অস্পষ্টভাবে দেখছি, সে আমাকে এবার শেষ করে দেবে। সে পুনরায় আক্রমণ করতেই কোথা হতে যে একটা গুলি বাঘিনীর মাথায় লাগলো, দ্বিতীয় শব্দ শুনতেই আমি অজ্ঞান হলাম। তারপর আমার মনে নেই।


যখন জ্ঞান ফিরল, দেখলাম এক জমিদার বাড়ীর অন্দর মহলে শিল্প কারু কার্য্যে নির্মিত পালঙ্কের উপর শুয়ে আছি। পাশে বসে আছেন তোমার বাবা সীতাংশুবাবু ও একজন কবিরাজ। তোমাদের পরিবারের সেবা যত্নে, তোমার দাদুর আশীর্বাদে ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠলাম। একমাত্র তিনিই আমাকে প্রাণ দান করেছিলেন।

সেই মুহুর্তে যদি বাঘিনীকে গুলি না ছুঁড়তেন তাহলে আমার বাঁচার কোন উপায় ছিল না। আমি যতদিন তোমাদের বাড়ীতে ছিলাম তুমি আমার মনকে জয় করেছিলে। তখন তোমার অল্প বয়স মা। ঐ বয়সে তোমার অনেকখানি আদর আপ্যায়ণ পেয়ে অতি তাড়াতাড়ি সুস্থ হয়েছিলাম।

তোমার শ্রদ্ধা-ভক্তিতে তুমি আমার মনকে জয় করেছিলে তোমার বাবার কাছে প্রস্তাব করেছিলাম যাতে ভবিষ্যতে তোমাকে পুত্রবধূ রূপে পেতে পারি। সীতাংশুবাবু আমার প্রস্তাবে সম্মতি দিয়ে ছিলেন। সেই জন্য বিয়ের কথাবার্তা পাকাপাকি করে বিদায়ের আগের দিন তোমাকে পুত্রবধূ বন্ধনে অঙ্গীকার করে বাড়ী ফিরেছিলাম। ষষ্ঠীচরণ সুস্থ অবস্থায় বাড়ীতে হাজির হয়েছিল সে খবর পেয়ে ছিলাম।

নানা ব্যাস্ততার মধ্যে দিন, মাস, বছর নদীর স্রোতের মত পেরিয়ে গেল। ব্যবসার উন্নতির জন্য শিকারী মন লুকিয়ে গেল। তোমাদের পরিবারের লোকদেরও ভুলে গেলাম। দেবীদাস বিবাহযোগ্য হলে পর তোমাদের গ্রামে অর্থাৎ চন্ডীপুরে সুশীলবাবুকে পাঠিয়েছিলাম। কিন্তু তোমাদের কোন খোঁজ খবর না পাওয়ার জন্য গভীরভাবে মর্মাহত হয়েছিলাম।

তাছাড়া দেবীদাস বেপথগামী হওয়ার জন্য আমি ধৈর্য্য হারা হয়েছিলাম মা। সুশীলবাবু তখন কুশল বাবুর মেয়ে চন্দার সাথে বিয়ের ব্যবস্থা করলেন। তবে মা তুমি ও চন্দ্রা যেন একই মায়ের সন্তান, তোমরা যেন যমজ বোন। অপূর্ব মিল তোমাদের। সেই মুখ, সেই রূপ চেহেরা কোন কিছুর অমিল নেই মা।

এমন সময় কুশল বাবু বলে উঠলেন, আপনি ঠিক কথা বলেছেন বিয়াই মশাই। চন্দা ও রমা একই মায়ের সন্তান। ওরা যমজ বোন। তবে আমার চন্দ্রা মাকে হারিয়ে ফেললাম। কুশলবাবুর চোখ হতে জল ঝরতে শুরু করল, তিনি কেঁদে ফেললেন।

হেমন্তবাবু কুশল বাবুর হাত দুটো ধরে বললেন, আমি এর জন্য গভীরভাবে মর্মাহত। আমায় ক্ষমা করবেন, আপনার প্রতি আমার অসৎ ব্যবহারের জন্য। আপনার সম্মান আমি ক্ষুন্ন করেছি। তার জন্যও আমি অনুতপ্ত। আপনার হাতে ধরে বলছি, দেবীকেও ক্ষমা করবেন। তার শাস্তি সে হাড়ে হাড়ে পেয়েছে।

তবে আমার কৌতুহল থেকে যাচ্ছে, চন্দ্রা ও রমা যমজ সন্তান এ কি করে সম্ভব আমাকে জানতে হবে।

কুশলবাবু চোখের জল মুছে বললেন, হ্যাঁ ওরা যমজ মেয়ে। ঘটনা হলো, সীতাংশুবাবু আমার ছোটবেলার বন্ধু ছিলেন। চন্ডীপুর মাটিতে আমাদের বাস ছিল। একই সাথে স্কুলে পড়েছিলাম। বাবার চাকুরী সুত্রে আমাদের পরিবারকে কলকাতায় আসতে হয়েছিল। কলকাতায় এসেও আমাদের বন্ধুত্ব অটুট ছিল বহু দিন। কলকাতায় এসে আমার বাবা এক সময় চরম নেশায় পড়লেন রেস খেলায়। যাকে বলে এক রকম জুয়ো খেলা। আমার পড়াশুনা আর হল না, মায়ের কথা মত আমাকে কাজ কর্মের চেষ্টা করতে হলো। 
ছোট এক প্রাইভেট কারখানায় চাকুরী পেলাম। কিছু দিন পর বাবাও এক সময় চিরতরে বিদায় নিলেন। তখন আমার প্রথম সন্তানের বয়স মাত্র চার বৎসর। আমার পত্নী চির রুগী। যমজ কন্যার জন্ম দিতে গিয়ে সে বিদায় নিলো। তখন আমি ঘোর বিপদে পড়লাম। চার বৎসরের সন্তান এবং যমজ কন্যাকে কি করে মানুষ করবো।

দিবারাত্রি মাথার কোষে কোষে চিন্তা, কি করে ওদের মানুষ করবো। এই বিপদে কে আমাকে রক্ষা করবেন। কে এমন হৃদয়বান পুরুষ আছেন এই বিপদে রক্ষা করবেন! হঠাৎ আমার অন্তরঙ্গ বন্ধুকে পত্র দিয়ে আমর বেদনার কথা জানালাম। তিনি পত্র পাওয়া মাত্র সস্ত্রীক আমার ব্যাথার ভুবনকে উপশম করতে ছুটে এলেন এবং আমার দুর্বিসহ যন্ত্রণা ভুলিয়ে দিলেন রমাকে কোলে তুলে। রমাকে মানুষ করার দায়িত্ব স্কন্ধে নিয়ে চন্ডীপুরে হাজির হলেন।

চন্দা আমার বিবাহযোগ্যা কন্যা হলো। সুশীলবাবুর কথায় দেবীদাসের সাথে বিয়ে হলো কিন্তু শান্তি পেল না। তাকে একদিন মরতে হলো। কুশলবাবু কেঁদে ফেললেন। গরীব বলেই হেমন্তবাবু সম্পর্ক রাখলেন না। চন্দা যে জননী হয়ে ছিল তাও জানতাম । হেমন্ত বাবুর রুদ্ধদ্বারকে অতিক্রম করতে পারিনি।

সুশীলবাবু কুশল বাবুর হাত ধরে বললেন, অতীতকে এবার বিরতি দিন কুশলবাবু। আপনার ছোট মেয়ে রমাকে কাছে টেনে আশীর্বাদ করুন যাতে সে সুখী হয়।

কুশলবাবু পুনরায় চোখের জল মুছে বললেন, আয় মা আমার কাছে আয়। রমা কুশলবাবুর বুকে মুখ লুকালো। রমার বুকের ভেতরে থেকে যেন কান্নাকে ঠেলে নিয়ে এলো।

কুশল বাবু বললেন, আর কান্না নয় মা।

হেমন্তবাবু বললেন, অনেক কেঁদেছো মা। আজ তোমাকে কথা দিতে হবে, ময়নাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। ওকে মানুষ করার দায়িত্ব তোমার উপর দিলাম। আর আমাদেরও প্রতি একটু নজর রাখবে মা।

রমা হেমন্তবাবুকে প্রণাম করে বলল, বাবা আপনি আমায় আশীর্বাদ দিন আমার এই মরুময় জীবনে যেন কোন দিন আর মর্মর ধ্বনি না আসে। অনেক ঘাত-প্রতিঘাত, ঝঞ্ঝা বিধস্ত হয়ে আপনার চরণে স্থান পেলাম।

হেমন্তবাবুর স্নেহ ও আশীর্বাদ কোনদিন বিফল হবে না মা। তুমি নিশ্চয় সুখী হবে। জয়ন্ত তোমার বোনকে আদর করবে না?

জয়ন্তর চোখ দুটো ছল ছল করছিলো। কোন কথা না বলে সজল চোখে বলল,

আয় বোন কাছে আয়। তুই আমার চন্দা বোনের শূন্যস্থানকে পূরণ করলি। 
রমা জয় ওকে প্রজাত করতে উদ্যত হতেই জয়ন্ত বলল, ওখানে নয়, আমার বক্ষে আয়। আমার হৃদয় যন্ত্রণাকে লাঘব করি। তোর অতীতকে ভুলে যাবি বোন। তোর অদৃষ্টের নির্মম পরিঘাতকে মনে রাখবি না। নতুন জীবন শুরু কর বোন।

কুশলবাবু বললেন সান্ত্বনা দিয়ে, বিধির বিধান কেউ খন্ডন করতে পারে না মা। হঠাৎ এক সময় ময়না বেড় হতে নেমে আঁচল ধরে টান দিয়ে বলল, মা আমায় বাড়ী নিয়ে চলো, আমি এখানে থাকবো না।

রমা ওকে বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, এখানে তোমাকে আর রাখবো না। আজই তোমাকে বাড়ীতে নিয়ে যাবো।

হেমন্তবাবু, সুশীলবাবুকে বললেন, চলুন সুশীলবাবু, ডাকতারের অনুমতি নিয়ে আমার নাতনী ময়না, ও আমার একমাত্র বৌমাকে নিয়ে বাড়ী মুখে রওনা হবো। তবে তার সাথে আপনার উপর ভার দিলাম, আমি আমার বৌমার আগমনের আনন্দবার্তা জানিয়ে আজ রাত্রে ভোজের আয়োজন করবেন।

কুশলবাবুর হাত দুটো ধরে কাতরস্বরে বললেন, আপনি, জয়ন্ত আমার এই ক্ষুদ্র অনুষ্ঠানে যোগ দিয়ে আমার হৃদয়কে আনন্দ দান করবেন এই আশা রাখি। চলুন আমরা সকলে বাড়ী মুখে রওনা হই।

দেবীদাস তুমি দেরী না করে রমা ও ময়নাকে নিয়ে এসো। আমরা তোমাদের জন্য বাইরে অপেক্ষা করছি।

সকলে বাইরে বেরিয়ে গেলেন। রমা তখনও ময়নাকে জড়িয়ে ধরে আদর করছে। দেবীদাস ওর কাছে গিয়ে বলল, ময়নাকে আদর করবে, আমাকে করবে না? রমা দেবীর বুকে মুখ লাকিয়ে বলল, দেবীদাস

রমার মুখে দেবীদাস ডাক শুনে ভেতর থেকে কান্নাকে যেন ঠেলে নিয়ে এলো, কিন্তু কাঁদতে পারল না। কান্নাভেজা গলায় বলে উঠল আজ এই সুমধুর ভালোবাসায় আমার ও তোমার সমস্ত গ্লানিকে মুছে দিলাম রমা। হাজার লাঞ্ছনা, যন্ত্রণা, দুঃখ, বেদনাকে অতিক্রান্ত করে আমার হৃদয় মন্দিরে স্থান পাবে আমি জানতাম। আমার ভালোবাসা ক্ষণভঙ্গুর নয়। এ ভালোবাসা শাশ্বত, চিরন্তন। সে জন্য তোমায় বলে রাখছি, তুমি আমার মানস সরোবরে পদ্ম হয়ে চিরদিন ফুটে থাকবে। আর “পদ্মাবধূ” হয়ে আমার হৃদয়ে অনন্তকাল গাঁথা থাকবে। অনন্তকাল গাঁথা থাকবে। অনন্তকাল গাঁথা থাকবে।

Sunday, July 30, 2023

জুলাই সংখ্যা 2023 || সম্পাদকীয় || July Sonkha 2023


 


বিকেলের নির্লিপ্ত রোদ্দুরে মেখে নেওয়া রক্ত স্নান প্রতিটি দেহান্তর উদ্ভাসিত করে। বেঁকে বসা হৃদয় অঙ্কুর একটু বিশ্রামের আশা রাখে। নরম কোলে বালিশ খোঁজা পাঠক বর্গ -- একটা প্রেমের খোঁজ করে। কল্পনার দর্শনে আগন্তুক নারী ফিকে হাসি দিয়ে অল্প সময়ে আরাম দেয়। প্রাণ সখীর সম্ভাষণ কিছুটা স্বস্তি দেয়। আসলে বন্ধুহীন পাঠকের জীবনে একটা সঠিক প্রীতিপূর্ণ মানুষের আগমন ঘটুক -- এটাই সাহিত্যের চাওয়া পাওয়া।


ভালোবাসার আবেশ দিয়ে সাহিত্য নিজেকে গুছিয়ে নিক। তুমি পাঠক আমি লেখক। শ্রোতার অপেক্ষা নেই। শুধু তুমি থেকো পাশে। সাহিত্যের বুলি এটুকুই। পাশে থাকুন। সাহিত্য চর্চায় মজে উঠুন। অল্প একটু স্বস্তি নিন। আমাদের ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সকল লেখক পাঠককে সেই সুযোগ করে দিচ্ছে। তাই আমাদের সাথে জুড়ে থাকুন। সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন।

                         
                            ধন্যবাদান্তে
        ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয়

চিনের কবিতা - শংকর ব্রহ্ম || Chiner Kobita - Sankar Brhama || প্রবন্ধ || নিবন্ধ || Article

চিনের কবিতা

শংকর ব্রহ্ম



              চিনা সাহিত্যের প্রধান ঐতিহ্য তার সুদীর্ঘ কালের ব্যাপ্তি ও অভিজ্ঞতা, অভিন্নতা এবং যুক্তিগ্রাহ্যতা।


      খ্রীষ্টপূর্ব ছয়শো বছর আগে চিনের যে কবিতা বা গদ্য সাহিত্য পাওয়া গেছে তা (প্রকাশের ভাষার ও ভঙ্গির ভিন্নতা ছাড়া) মূলতঃ অভিন্ন রয়ে গেছে আজও। ধ্বনির পরিবর্তে ভাবমূলক লিপি পদ্ধতি ও ব্যাকরণের সল্পতায় তা সম্ভব হয়েছে।


          চিন যুগে কেন্দ্রীয় সরকারের অধীনে একতাবদ্ধ করার পর প্রকাশের একতার প্রচেষ্টা হান যুগে (২০৬ খ্রীস্ট পূর্ব- ২২০ খ্রীষ্টাব্দ) আরও দৃঢ়মূল হয়েছে। এই সময় তারা

বহির্জগত বিচ্যুত হওয়ায় সাহিত্যের স্থিতবস্থা থেকে গেছে। দ্বিতীয় শতাব্দীতে বৌদ্ধ ধর্মের প্রসারে তার কিছুটা পরিবর্তন হয়।


    বিংশ শতাব্দীতে পাশ্চাত্যের সংস্পর্শে এসে এখন অনেকটা পরিবর্তন হয়েছে।


    প্রাচীন কনফুসীয় সাহিত্য এবং পাঁচ ও সাত

অক্ষরে লেখা 'শিহ্ কবিতা' (জাপানী হাইকু কবিতার মতো) এদের প্রাচীন সাহিত্যের সম্পদ।

       প্রাচীনতম যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত

চিনের কাব্য রচনা মূখ্যত রাজকর্মচারীর ব্যাপার ছিল, একমাত্র ব্যতিক্রম তাং যুগের শ্রেষ্ট এবং বিশ্বের অন্যতম কবি 'লি পো'।


কবি  তু ফু এবং লি পো দুই বন্ধু ছিলেন।


লি পো (৭০৫- ৭৬২ খ্রীষ্টাব্দ)

----------------------------------


টিয়া

----------


দল বেঁধে কুঞ্জবনে সুন্দরীরা রত্ন সাজে

মনে মনে ভাবে কত কি যে,

কুঠরীর গোপন খবরগুলি,

বলি বলি করেও বলে না,

আকুলি বিকলি করে মনে।

কিন্তু টিয়ার খাঁচা বড় বেশী কাছে এসে দেখে

কোন কথা বলার সাহস নেই বুকে।


স্তব্ধ রাতে

---------------


খাটের পায়ার কাছে কি এতো করছে চিক্ মিক্

এখনই কি তুষার পাত শুরু হয়ে গেল?

উঠে বসে দেখি তা আলোর ঝিক্ মিক্

চাঁদ এসে ঘরে ঢুকে আছে,

আবার শরীর এলিয়ে দিয়ে ভাবি

ঘরে একা প্রিয়া বসে আছে।


নানকিং পানশালা বিদায়

--------------------------------------


শিমূলের তুলো বয়ে আনা দমকা বাতাস

সহসা এ পানশালা মদির গন্ধে ভরে তোলে

উ-প্রদেশের তরুণী সুরা ঢেলে বিদায় জানাতে এসে 

শহরের বন্ধুদের সাথে পানে পীড়াপীড়ি করে,

পেয়াল উজার করে তারা পান করছে যখন,

আমার বিদায় সম্ভাষণ,

আহা যাও পুবে ছোটা ওই নদীটিকে বলো,

বন্ধুর প্রেমের চেয়ে 

আরও দূরে কখনও সে যেতে পারে কিনা?


           সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ,মানবিকতা বোধ, যুক্তিবাদ ,ব্যক্তিগত অনুভূতির সহজ প্রকাশ,অতীন্দ্রিয়তার স্পর্শ চীনা কবিতার চিরন্তন বৈশিষ্ট।


           বিখ্যাত চীনা সাহিত্যের সমালোচক

'লিউ হ্ সি এহ্'( ৪৬৫-৫২২ খ্রীষ্টাব্দ) বলেছেন,

" বৎসর ও মাস ছুটে চলে যায়, আত্মা চিরস্থায়ী নয়, শুধু লেখার মধ্য দিয়েই মানুষ তার খ্যাতিকে উর্ধ্বে তুলে ধরতে পারে এবং আপন কীর্তিগুলোকে ব্যাপ্তি দিতে পারে।"


        তাই দেখা যায়, সরকারী আধিকারিক থেকে

সম্রাট , সম্রাট-প্রিয়া , প্রধান মন্ত্রী , সেনাপতি , রাজনীতিবিদ ,সন্ত  ও সাধারণ নর-নারী সকলেই কবিতা লিখেছেন।


         গ্রীক বা সংস্কৃত কাব্যে যেমন মহাকাব্য আছে চীনা কাব্যে সেরকম কিছু নেই।

শুধু পাওয়া যায় গীতি কবিতা। চীনা সাহিত্যে কাব্যের নায়ক নায়িকারা কোন দেব-দেবী নয়, মর্তের মানব-মানবী।

         বিপুল চিনা সাহিত্য সম্ভারে, দেশপ্রেম থাকলেও যুদ্ধের প্রশস্তি বা যৌনতার কোন নাম গন্ধ নেই। বাস্তব জীবনের দুঃখ কষ্টের রূপয়ণ করেই তারা চরম আনন্দ পেয়েছেন।

       চীনের আদিতম কাব্যগ্রন্থ কনফুসিয়াস ( তার চিনা নাম - কুং ফু ৎজু- জন্ম ৫৫১ খ্রী.পূঃ) সংকলিত  'শিহ্- চিং'। 

তিন হাজার কবিতা থেকে নির্বাচন করে এই গ্রন্থে তিনশ' পাঁচটি (৩০৫) সুরানুক্রমিক সাজানো হয়েছে।

এর অধিকাংশই লোকগীতিন,বাকী অংশের নাম

কুয়ো পেং বা 'দেশের হালচাল'।

          তাং যুগকে (৬১৮-৯০৭ খ্রীষ্টাব্দ) চীনা কবিতার স্বর্ণযুগ বলা হয়। এই সময়ের বিখ্যাত কবিরা হলেন-লি পো (যাদুকর কবি নামে খ্যাত) , তু ফু ( ঋষি কবি নামে খ্যাত), পাই চু-য়ি মেং ,হাও জান প্রমুখ।


   তু ফু (৭১২-৭৭০ খ্রীষ্টাব্দ)

------------------------------


রাতের ভাবনা,যুদ্ধ ও শান্তি

------------------------------------


বাগান থেকে ঠান্ডা বাতাস ঘরে ঢোকে জ্যোৎস্নায়

চাঁদের কিরণ নাচে পাগলের মতো,

বাইরে পড়ছে শিশির ,আকাশের তারাগুলি দেখে।

জোনাকিরা এধারে ওধারে ভেসে চলে যায়

নদীচরে জলচর পাখি ডাকে তার সঙ্গীনীকে।


আর আমি?

যুদ্ধ বিদীর্ণ পৃথিবীর কথা ভেবে

অশান্তিতে ঘুমাতে পারি না।



ফুলের দিকে তাকিয়ে

--------------------------------


জীবনের চেয়ে ফুল বেশি ভালবাসি

ভেবো না ভুলেও,

কুসুম শুকিয়ে গেলে ভয়ে হীম হয়ে যাই,

চোখের পলকে আমিও জরাজীর্ণ হবো।


ফুলের পাপড়িগুলি কত না সহজে

শুকিয়ে ছড়ায় চারিদিকে,

আহা কুঁড়িগুলি আরও ধীরে বিকশিত হলে

কত না যে ভাল হতো বলো?


লি পো-র কবিতার 'যাদু বাস্তবতা' মায়াময় করে 

তুলেছে তার কাব্যকে। হৃদয় নিঙড়ানো তার সব শব্দ ব্যবহার পাঠককে আকুল করে তুলেছে।


   এর পাশাপাশি লোকায়ত সাহিত্য ধারাও অব্যাহত ছিল নিশ্চিৎ ভাবেই।

     তাং যুগের শেষ দিকে কাব্যে বিষয়বস্তুর চেয়ে, ধ্বনি উৎকর্ষের প্রাধান্য দেখা দেয়।


     বিংশ শতাব্দীর শুরুতে বিদেশী সাহিত্যের প্রভাবে (বিশেষ করে অনুবাদ সাহিত্য পড়ার ফলে) তাদের ঐতিহ্যবাহী চিন্তাধারায় কিছুটা চিড় ধরে। তারা তখন নতুন কাব্য ধারার মধ্য দিয়ে আপন সত্তাকে খুঁজে পেতে চাইল।


     আফিনসেবী দরিদ্র চীন দেশের উর্বর মাটিতে , মার্কসবাদ বীজ বপনের উর্বরক্ষেত্র খুঁজে পেল।

         ১৯১৯ সালের আন্দোলন মূলতঃ রাজনৈতিক হলেও, এর ফলে আধুনিক চিনা কবিতার জন্ম হলো। 


ওয়েন ই-তো ,হ্ স্ উ , চিহ্-মো , কুয়ো-মো-জো প্রমুখ চীনা কবিরা পাশ্চাত্য সাহিত্যের রোমান্টিকতার সঙ্গে পরিচিত হলেন। তাঁরা ভাষার সৌকুমার্যের উপর জোর দিলেন।

        সাম্প্রতিক কালে চিনা সাহিত্যের প্রেরণা রাজনৈতিক সাম্যবাদ প্রচারের ফলে ,কবিতা তার মূল উদ্দেশ্য থেকে অনেকটা বিচ্যুত হয়ে প্রচার সাহিত্যে পরিণত হয়েছে।


মাও ৎসে তুং (১৮৯৩-১৯৭৬ খ্রীঃ)

--------------------------------------------


তিনটি কবিতা

--------------------

১).


গিরি চূড়াগুলি

দ্রুত অশ্বে, উদ্যত চাবুক,পৃষ্ঠাসন কখনও না ছেড়ে

পিছনে তাকতে ছিল ভয়,

কারণ আকাশ মাথার উপরে দু'হাতের সামন্য

তফাৎ।


২).


গিরি চূড়াগুলি

ঝাপিয়ে চূর্ণতাকামী সমুদ্রের উত্তাল তরঙ্গ যেন তারা,

কিংবা পূর্ণ উল্লম্ফনের ছোটা

দশ সহস্রাশ্ব যেন,সংগ্রাম সাগরে।


৩).


গিরি চূড়াগুলি

সুনীল ত্রিদিবভেদী,শীর্ষ বিন্ধু নয় অনুজ্জ্বল

আকাশ পড়ত বুঝি ভেঙে

এই স্তম্ভগুলির অভাবে।


            অন্যদিকে জাতীয়তাবাদী চীন অর্থাৎ তাইওয়ানের বর্তমানের কবিতা একটি অপূর্ব রূপ নিয়েছে। ১৯৪৯ সালের আগে প্রায় পঞ্চাশ বছর ধরে তাইওয়ান জাপানীদের দখলে ছিল।

            জাপানী ভাষা ছাড়া অন্যকিছু ছাপা হতো না। এমনকি পান্ডুলিপি আকারেও কিছু পাওয়া যায়নি।

        ১৯৪৯ সালে মূল ভূখন্ডের সংস্কৃতি বহন করে কুড়ি লক্ষ চীনা সৈন্য তাইওয়ানে আসে।

         মূল ভূখন্ড থেকে তাইওয়ান এক সংকীর্ণ উপসাগর দিয়ে বিচ্ছিন্ন। তাই তাদের  মানসিকতার বিচ্ছিন্নতাও হয়তো অতলান্তিক। তাইওয়ানের কবিরা একদিকে যেমন চিনের প্রাচীন ঐতিহ্যকে ভোলেনি , অন্যদিকে তেমনি বহির্জগতের সঙ্গে নিবিড় সংযোগের ফলে নতুন ধ্যান ধারণা , আঙ্গিক গ্রহণ করে , অকল্পনীয় সৌন্দর্যময় কাব্য সৃষ্টি করেছে।

         দুই ধারার কাব্য স্রোত স্ব স্ব বর্ণবৈশিষ্টে

অভিন্ন হলেও সতন্ত্র বৈচিত্র নিয়ে বয়ে চলেছে।

কোনদিন ওতপ্রতভাবে একধারা হবে কিনা

সে প্রশ্নের উত্তর আজও অমীমাংসীত।

 

       কিছু তাইওনান কবিতা

      --------------------------------------


য়াং হুয়ান (১৯৩০-১৯৫৪ খ্রীষ্টাব্দ)

----------------------------------------


কবিতা

-------------


কবিতা অমর পুষ্প

জীবন মৃত্তিকায় উপ্ত হতে হয় তাকে,

কবিতা কাকলি ভরা পাখি

গীতিময় প্রাণবন্ত হৃদয়ে সবার।


মরি যে লজ্জায়

তুমি এলে যে কবিতা লিখি হৃদয়ে আমার,

তারা শুধু কালো অক্ষর

কবিতার বিবর্ণ নমুনা?


য়া হ্সুউয়ান (১৯৩৩ খ্রীষ্টাব্দ  - মৃত্যু জানা নেই)

--------------------------------------------------------


ঈশ্বর

----------


ঈশ্বর একা

চুপচাপ বসে গীর্জার জানলার নীচে,

কেননা বেদীটি থাকে

পুরহিতের জবর দখলে।



ফাং হ্সিন ( জন্ম - ১৯২৯ খ্রীষ্টাব্দ - মৃত্যু জানা নাই)

---------------------------------------------------------


খোলা টেরিফোন বুথ

----------------------------


সঙ্গীহীন জনৈক যুবক

যুবতীর হাসি যেন একমুঠো চকচকে টাকা

মেঝেতে ছড়াল টুং টাং,

আমি নই খোলা টেলিফোন বুথ

আঃ নয় কখনোই -


এমন কি প্রত্যাশার মুদ্রাটিও তাতে

ফেলা যাবে না কখনও।



হ্সিউং হুং ( জন্ম- ১৯৪০ খ্রীষ্টাব্দ - মৃত্যু জানা নেই)

--------------------------------------------------------


প্রতিশ্রুতি

---------------


একদিন তোমাকে তো আর আমি লিখব না চিঠি

তখন জানবে তুমি আমি আর নেই,

যখন অনেক দেরী হয়ে যাবে সখী

আমার দরজায় এসে যদি তুমি কর করাঘাত।


মরে গিয়েও প্রাণবন্ত থেকে যাব

শুধু প্রাণটুকু মিশে যাবে পঞ্চ উপাদানে,

স্রোতশীল নদীকে বলে যার আমার বেদনা

ঝিরি ঝিরি বাতাসকে বলে যাব

তোমাকে পাঠাতে সোহাগের কথা।


কাঁপা কাঁপা বাতাস এসে ছড়াবে আমার দীর্ঘশ্বাস

আগুনের শিখায় হবে বিচ্ছুরিত আমার কামনা

তুমি তুলে নেবে তাই ,পৃথিবীতে এ দেহের রক্ত

জন্ম দেবে অজস্র সুগন্ধী গোলাপ।


-----------------------------------------------------------