ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ৬৪১ টেকনিশিয়ান নিয়োগ || Indian Agricultural research Institute recruitment 2022 || government jobs news 2022
মাধ্যমিক ছেলে মেয়ে দের জন্ *** ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ৬৪১ টেকনিশিয়ান*** আই.সি.এ.আর. ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সারা ভারতের বিভিন্ন রিজিওন্যাল অফিসে কাজের জন্য ‘টেকনিশিয়ান (T-1)' পদে ৬৪১ জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ২১,৭০০ টাকা। শূন্যপদ : ৬৪১টি (জেনাঃ ২৮৬, ও.বি.সি. ১৩৩, সি.ডব্লু.এস. ৬১, তঃজাঃ ৯৩, তঃউঃজাঃ ৬৮)। শূন্যপদের সংখ্যা প্রয়োজনে বদল হতে পারে। এই পদের বিজ্ঞপ্তি নং: 1-1/2021 Recit Cell/Technician প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে । ১০০ নম্বরের দেড় ঘন্টার পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয় (১) জেনারেল নলেজ ২৫ নম্বর, (২) অঙ্ক ২৫ নম্বর, (৩) সায়েন্স ২৫ নম্বর, (৪) সোশ্যাল সায়েন্স ২৫ নম্বর। দরখাস্ত করবেন অনলাইনে , ১৮ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে --...