রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news
রাজ্যে ৫০৯ফুড সাব-ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ || WB Food SI Recruitment 2023 || WB govt job news রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য সরকার ফুড সাব-ইনস্পেক্টর পদে ৫০৯ জন নতুন কর্মী নিয়োগ করতে চলেছেন। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসে, গ্রেড-থ্রি ক্যাটেগরিতে নিয়োগটি করা হবে।প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার মাধ্যমে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল। নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: 04/2023 নিয়োগ প্রক্রিয়া - প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপর পার্সোন্যালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হব...