Sunday, September 12, 2021

নবম সংখ্যার সম্পাদকীয়

 


                            অঙ্কন শিল্পী- মৌসুমী চন্দ্র


সম্পাদকীয়


ভালোলাগা এবং ভালোবাসা-এর মধ্যে যেমন অন্তর আছে, ঠিক তেমনি পত্রিকার লেখাগুলো পড়েছি এবং পড়ি কিংবা পড়ি তো এরমধ্যে যথেষ্ট অন্তর আছে কারণটা বলি World sahitya adda পত্রিকার আটটি সংখ্যা আটটি সপ্তাহে প্রকাশিত হয়ে গেছে কিন্তু পাঠক সংখ্যা বাড়ছে কই ? যদি সত্যিই সকলে পড়ছেন তাহলে মন্তব্য কোথায় হচ্ছে ? লেখা যে পড়েন তিনিই আসল সমালোচক এবং পর্যালোচনা কারি পাঠক। তাই সত্যতা এই, শুধু মুখে বলা আপনার পত্রিকা পড়ি আমার ভালো লাগে, সেটা শুধু বলা থেকে প্রতিটি লেখার নিচে মন্তব্য করায় ভালো, এতে বুঝবো হ্যাঁ আপনি সত্যি কারের পাঠক। তাই ভাল থাকুন। সুস্থ থাকুন। পড়তে থাকুন World sahitya adda এবং আমাদের পাশে থেকে একসাথে এগিয়ে চলুন।




                                  ধন্যবাদান্তে
              World sahitya adda সম্পাদকীয়

_____________________________________________________________


Advertisement (বিজ্ঞাপন)




বি.দ্র: বিজ্ঞাপনের সব দায়িত্ব বিজ্ঞাপন দাতার।

No comments: