কবি সত্যেন্দ্রনাথ পাইন -এর একটি কবিতা
কিনলে একটা পাহাড়
আমি কিনবো একটা পাহাড়
শত্রুদের মুখে পড়বে ছাই।
আমি দাঁড়াব পাহাড়ের এই পাড়ে
ওরা যাবে সেথায় হারিয়ে।
পারবে না আমায় আটকাতে
বড় জোর ব্যঙ্গ করবে নাহয় শিস দিতে
ভাসবে ঝাউবনে সাগরের জলে
কিংবা বাধ্য হবে সব ভুলে
কত মাটি কত খাদ যাচাই করতে
আমি কিনলে একটা পাহাড়
ওরা যাবে যেখানে বেড়াতে।
Comments