কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি কবিতা

 পুঁইলতা



সে যদি,না

থাকতো,মাটির কাছাকাছি

কি করেই বা হরিৎ ক্ষেতের,অক্ষর

তুলে সাজাতাম কবিতার খোঁপা!

একটুকু তৃষ্ণার,জল

পেলে মরো মরো লতা থেকে

গুঁটি ভাঙে লাল-নীল-সবুজ প্রজাপতি,

ঠিক যেন,অভাবি উঠোন জুড়ে,হাসা

কুমড়ো-করলা-ঝিঙের জালি।

দরিদ্র আর পুঁইশাক,বসত পাশাপাশি

খড়েরচাল ছাড়া পুঁইলতা,আজও

ঢুকতে পেলো না রাজার বাড়ি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র