Sunday, September 12, 2021

কবি পুষ্পিতা বিদ -এর একটি কবিতা

 তুমি আসবে বলে 

                


একগুচ্ছ গোলাপ এখনও সাজিয়ে রেখেছি,

          তোমার দুহাতে বেশ মানাবে।

তুমি আসবে বলেই

        নিজেকে সেই পুরোনো সাজেই সাজিয়েছি।

আজ ও মনে পড়ে, তুমি বলতে

 "লাল পাড় শাড়িটা পড়তে ভুলো না যেন"

তাই তোমার পছন্দের লাল শাড়িটা পড়েছি।


তুমি বলতে,

তোমার ওই কাজলটানা দুচোখ, কপালে ছোটো একটা টিপ আর খোলা চুলে তোমাকে অপূর্ব লাগে।

নিজেকে সাজিয়ে তুলেছি তোমার মনের মত করে।

তুমি আসবে বলে,

সূর্য ও নিজেকে রক্তিম আমায় তুলেছে

আকাশে নীড়হারা পাখির ঝাঁক,

সবুজের কোলে মেঘের অনাবিল একাত্মতা।

তোমাকে কাছে পাওয়ার এক শৈল্পিক সাজ।

পুরানো সেই রাজপথ

কৃষ্ণচূড়ার রক্তিম আহ্বান

শুধুই তুমি আসবে বলে।

No comments: