Sunday, September 19, 2021

কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 আমি কবি নই



আমি নই কবি;

আমি হই একজন অ-কবি,

আমি নই এ যুগের কবি

আমি হই একজন হুজুকের কবি।


আমার ভেতরে নেই কবিতার ব্যাকরণ

তবুও এই গাধার মতো সাদা মাথায় লিখে চলি অকারণ;

অনেক কারণের কথা লিখতে আছে বারণ,

তবু সেকথা লিখে ফেলি যথা সেথা

মোটা মাথার পাগলা কলম অবাধ পথে করে গমন।


সুরের তালে তারা ছুটে চলে বহুদূর

রাশি রাশি মেঘ মাঠের 'পরে আঁধার ঘনায়ে আনে

মনে ভরা সুর প্রাণ মাঝি ধরে গান সমুদ্র অদূর,

এই সকল প্রকৃতির মায়ার ছবি আমারে বানায় কবি

আছে কবি হওয়ার পিছনে আরও কত কারণ

আছে ঘুমেদের দেশে ভেসে আসা আরও কত কল্পনার সম্ভাষণ।


আমি কবি নই

তবু কবিতায় পাগল হই;

এক লহময় পৃথিবীর কাছে কবিতায় শান্তির বার্তা পৌঁছাই,

কবিতা লিখতে গিয়ে হয়েছে আমার শত্রু অনেক

কবিতা লিখতে গিয়ে করেছি পরখ আছে কার কত বিবেক।


কবিদের মাঝেও দেখেছি কত হিংসা

কবিদের মাঝেও দেখেছি কত ল্যাং মারামারি

কবিরাও বেশ পটু সাজতে বেঙ্গমা আর ব্যাঙ্গমী।


আমি তাই কবি নই,

আমি কবিতায় মনের দুঃখ আর সুখের বাসর সাজাই।

আমি কবি না হয়েও পেয়েছি অজস্র সম্মান

আমি কবিতায়ই পেয়েছি অনেক অপমান,

কবিতায় দেখেছি আমি প্রাণের সংশয়

আমি কবিতায়ই দেখেছি মানবের সমন্বয়।


ভৈববের সুতোয় নিজেরে কোন পরিচয় দেব?

জঞ্জাল জীবনের কিছু কথা তাই কবিতায় লিখে যাবো।

কবি নই তবু কবিতার ছায়ায় গড়ে ওঠে মায়া

হয়তোবা একদিন কবিতার কোলে মাথা রেখে নেবে না বিদায় এই জীবন কায়া।

No comments: