কবি মিলি দাস -এর একটি কবিতা
একটি কবিতা লিখবো বলে
একটা কবিতা লিখবো বলে নিঝুম রাতে আকাশের বুকে আলপনা আঁকলাম,
লিখতে পারলাম না।
মাটিতে ছড়ানো শিউলিগুলো তুলে
অন্ধকারে ঝর্ণার দিকে ছুঁড়ে দিলাম,
একটি কবিতা লিখবো বলে সংযমী থেকে
না ছুঁয়ে সর্বাঙ্গে জলের ধারা ছিটিয়ে দিয়েছি,কত প্রতিঘাত এসে ধুয়ে দিয়েছে আমায়,শিল্পরূপে কত সন্ধ্যেরা মেঘ এনে দিয়েছে আমার আঁচলে,
সমুদ্রের মত বিস্তারিত হয়ে আমার মন কতবার ছুটে গেছে সেই ভগ্নস্তূপের সামনে
আমার ঠোঁটের উপর থাকা রুদ্ধ শব্দের পাপড়িরা প্রাণপনে গাঁথতে চেয়েছে মালা
তবুও কবিতা লিখতে পারিনি।
সবে লিখতে গেছি, একটি মূর্তির স্বর্গীয় মুখ আমার সাথে বসবাস করতে চাইছে
তখনই ভেবেছি এই-সে, যার অলীক যোজন দূরত্বের জন্যই কবিতা লিখতে পারিনি।
আজ লিখবো।
মুখচ্ছবি ভাঙছে গড়ছে বিপাশা শতদ্রুর বুকে ভেসে বেড়াচ্ছে কিন্তু হৃদপিন্ড জেগে উঠে একটি কবিতা কিছুতেই লিখতে পারছি না।
কে যেন আমায় চিৎকার করে বলছে কি কবিতা লিখতে চাও কবি?
বললাম একটি ভালোবাসার কবিতা।
সমস্ত ব্যর্থতার ধ্বংস্তূপের উপর দাঁড়িয়ে
সীমাহীন আকাশের দিকে চেয়ে রইলাম
কি কবিতা লিখবো আমি ?
কি কবিতা?
ছোট্ট শিশুগুলি সমস্বরে চিৎকার করে বলে উঠলো
ভালোবাসার কবিতা
কবি একটি ভালোবাসার কবিতা লেখো।
Comments