Sunday, September 12, 2021

কবি তীর্থঙ্কর সুমিত -এর একটি কবিতা

 ছেলেবেলা কথা



ফেলে আসা দিন হারানো কথা

টাপুর টুপুর বাজিয়ে নুপূর

মনের কথায় বৃষ্টি এলো

ঝমঝমিয়ে লিখলো আকাশ

ছেলেবেলার হারানো দিন

সেই দিনেতে আকাশ পথে

আজও নামে মনের চূড়া

রাস্তা কথা লিখছে দেখো

ছেলেবেলায় হারিয়ে যাওয়া।

No comments: