Sunday, September 12, 2021

কবি মিলি দাস -এর একটি কবিতা

 জুজু আছে চুপ



জানো কি মনে হয়,মনে হয় কিছু কবিতা 

ভীষণ জোড়ে পড়তে।

যতটা জোড়ে পড়লে 

পৌঁছে যাবে সরকারের কানে।

ঐ অবুঝ রাজনৈতিক দলের কাছে,পৌঁছে যাবে রাষ্ট্র পুঞ্জে,

পৌঁছে যাবে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের মালিকের কাছে।

কিছু কবিতা আরো জোড়ে 

পড়তে ইচ্ছে করে,কিন্তু ওই যে-

আমরা জুজু দেখলে ভয় পাই কিনা,

আত্মসম্মান বোধ কে মর্যাদা দিতে শিখেছি কিনা,

মেয়ে মানুষ বলে লজ্জাবোধটুকুন রক্ষা করতে হয় কিনা,

আমরা জন্ম থেকে ধর্ষণ কে ভয় পেয়ে এসেছি 

ক্যারাতে জানলেও দুর্বল স্থানগুলো এ শরীরেই আছে !

মাংস পিন্ড আজও নরখাদকদের বড্ড প্রিয় ।

তাই চুপ করে আস্তে আস্তে নির্জনে সেসব কবিতা লিখে যেতে হয়।

যদি ভাবো কোন প্রকাশনা সংস্থা সেগুলো ছাপবে তবে তুমি ভুল ,

জীবন দশা তে কারো হাতে পড়লে

হয় তুমি হবে বিতর্কিত ,

নয়তো তোমাকে তাড়ানো হবে দেশ থেকে,

প্রাণ হাতে নিয়ে তোমাকে বেরোতে হবে রাস্তায়,

হতে পারে তোমাকে মরতে হলো গুলিবিদ্ধ হয়ে,

হতে পারে তোমাকে ধর্ষিত হতে হলো 

উচ্চ পদস্থ নামজাদা বুদ্ধিজীবিদের দ্বারা ,

নয়তো বা তোমার চোখে গোলাপ কাঁটা বিঁধে অন্ধ করে রাখা হল।


তাইতো নীরবে লিখে যেতে হয় 

সেই সব কবিতা

জোড়ে পড়তে নেই,জোড়ে বলতে নেই

চুপ, চুপ, চুপ করো, আস্তে কথা বলো

ওই যে ওখানে জুজু আছে,চুপ।

No comments: