গীতিকার বদরুদ্দোজা শেখুর একটি গান

 চোখের ওপারে 



চোখের দেখায় সাধ মেটে না যে , মনের দেখা তাই চাই গো,

আলোয় যা দেখা যায় না সহজে, তমসায় তাই পাই গো।।


চোখের সীমানা পেরিয়ে যেখানে

আরো দূর দেখা যায় যে ধেয়ানে

সেই অনাবিল বাতায়ন-সুখ মনোভূমে পেতে চাই গো ।।


বাসনা বিলাপ হয়েছে সমাধি

মনের গোলাপ তাই বুকে বাঁধি

আঁধিয়ার মাঝে নতুন কী আছে ? ধুলো ছাড়া কিছু নাই গো ।।


আলোর ওপারে যে আকাশ আছে

কতোটুকু তার পাই বলো কাছে ? 

তাই তো বিভোর হ'য়ে চ'লে যাই , প'ড়ে থাকে শুধু ছাই গো ।।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র