Sunday, September 19, 2021

কবি মায়া বিদ -এর একটি কবিতা

 শরৎ মানে দুর্গা পুজো



বর্ষা রানী বিদায় নিল

   ভূমি সরস করে ।

শরৎ ঋতু বিরাজ করে

     নীল আকাশ জুড়ে।


পেঁজা-পেঁজা তুলোর মতো

  সাদা মেঘের রাশি।

যেথায় দাঁড়ায় সেথায় ঝরায়

         মুক্ত মনের হাসি।


শরৎ এলে কাশের সারি

  শুধুই মাথা নাড়ে।

শিউলিগুলি সাত সকালে

           গাছের তলে ঝড়ে।


শরৎ আনে জীমূতবাহন , বিশ্বকর্মা

        বোধন আর মহলয়া।

কৈলাস থেকে পাই আভাস

আসছেন মহাদেবের জায়া ।


হিসাব - নিকাশ কড়ায় - গন্ডায়

   দুইটি মাসের নিদান।

শারদা মায়ের ছুটির মেয়াদ

     চারটি দিনের বিধান।


শরৎ ঋতু নেশা জাগায়

    বাঙালির মনে - প্রাণে।

আলোক সজ্জায় সাজেন দশভূজা

        একটি বৎসর গুণে।


শরৎ তুমি মিষ্টি ভারী

   নানান গুণে ভরা।

শুভ্র আকাশ মলয় বাতাস

     ধন্য আজি ধরা।

No comments: