Sunday, September 5, 2021

কবি তীর্থঙ্কর সুমিত -এর একটি কবিতা

 রুপদলের গল্প



আকাশের দিকে তাকিয়ে মেঘকে দেখলাম

যে মেঘ আমায় প্রথম কদম ফুলের গল্প শুনিয়েছিলো

পাশাপাশি দুটো হাত ---

আজ বদলের নেশায় আভিজাত্য বাড়িয়েছে

রূপবদলে আকাশ আজ নীল

ঘনীভূত হয়েছে সময়


ব্যর্থতার জলাশয়ে আজ কচুরিপানার বাস।

No comments: