কবি সুব্রত মিত্র -এর একটি কবিতা

 ললাট লিখন




বৃক্ষ তলে বসে আছি।চিল কাক উড়ে যায়।

তারা বাসা ছেড়ে ছুটে এসে আমাকে তারায়,

আমি নির্ভাবনায় আছি,

তবু মরি বাঁচিবার আশায়। 


পড়ে রয় মন এই বনে;নাহি যেতে চায় লোকালয়ে

আজকে লোকালয়ে নেই আর মানুষের আশ্রয়

সেথা হয় সর্বদা হিংস্রতায় রক্ত ক্ষয়, 


এই জঙ্গল হয় উৎকৃষ্ট মঙ্গল

এখানে ছদ্মের বেশ নেই

স্বভাবজাত জালিয়াতির রেশ নেই,

এখানে মুক্তির আহবানে সারা দিই দিন রাত

আহা বেশ বেশ কি চমৎকার আমার বরাত। 


অহংবোধ করিয়াছি রোধ

নিজের অজান্তে যাহা ছিল অপরাধ হয় যেন শোধ;

অক্ষর চলে গেছে বহুদূর

বাক্যের সন্ধানীরা অবাক্যের মাঝে আছে পড়ে,

বাধ্যবাধকতায় করি যাপন বেদনা মধুর মিদুর। 


শিকড় উপড়ে ফেলা যন্ত্রণার বিদ্রোহ কল্পনায়

যাতনার শিকার হয়েও, মরে গিয়েও, মরছি না।

মরে যেতে চাই, তবুও মায়া না হারাই।

পঙ্কিল চৌচিল অনাবিল তাহাদের করেছিল সবল

আমি আগেও ছিলাম আজও আছি,আমি খুব দুর্বল।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র