কবি মহীতোষ গায়েন -এর একটি কবিতা

 সম্পর্ক



বয়স যত বাড়ছে বুকের উপরের পাথর

সরে যাচ্ছে,সরছে মাটি,গাছ,লতাপাতা;

আলোকবর্ষ দূরত্বে চলে যাচ্ছে সম্পর্ক।


সব সূত্র,রীতিনীতি,বোঝাপড়া ব‍্যবধানের

হিমশৈলে ধাক্কা খেয়ে সংসার-সমুদ্রে ডুবে

যাওয়ার আগেই একবার সতর্ক হয়ে যাও।


বয়স বাড়ছে লাউ ডগার মত,উপত্যকায়

বাসা বাঁধছে কামনা বাসনার ক্ষয়িষ্ণু বীজ,

সম্পর্কের সলতেগুলো পাকাচ্ছে তালগোল।

 

আকাশে চাঁদ উঠেছে,সমস্ত তারা,নক্ষত্র

সম্পর্কের ফাটল দিয়ে ঢুকে দখল নিতে

তৎপর,জীবনের রণক্ষেত্রে যুদ্ধের আবহ।


ভোরের সূর্য ঢেকে যাচ্ছে বিভেদের মেঘে;

জীবনের গাছে বাহারি ফুল,প্রচণ্ড ঝড়ের

পূর্বাভাস,শেষ হওয়ার আগে এসো আরো

একবার সম্পর্কের সাতপাকে বাঁধা পড়ি।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র