Sunday, September 19, 2021

কবি চিরঞ্জিত ভাণ্ডারী -এর একটি

 আগমনী সঙ্গীত 

 


স্নেহ আর মায়ার মাঝ খানে 

অপেক্ষারত একটি প্রিয় ডাক,কানে

আসতেই নেচে উঠে বৃক্ষের শাখা ।

আমার গলায় এসে বসে তৃষ্ণার্ত চাতক

নাভি মূলে প্রশান্তি ঢালে ফোঁটা ফোঁটা ফটিক জল ।

ছাই দিয়ে ঘষতে ঘষতে সোনা হয়ে যাওয়া কাঁসার গ্লাসে 

ভেসে উঠে মায়ের মুখ 

ঠিক যেন ভোরের নরম আলোয় সদ্যফোটা শিউলি ফুল।

আকাশে বাতাসে জলে স্থলে বেজে ওঠে 

আগমনী সঙ্গীত ।

No comments: