কবি অমিত পাল -এর একটি কবিতা

 তুমি পাল্টাবে না

                       


তোমরা তো দেখছি নতুন ভাবে সারি বেঁধেছ৷

পিঁপড়েরাও তোমাদের দেখে লজ্জা পাবে৷

হাতে হাতে ধর্মধ্বজা----

লাল, সবুজ, গেরুয়ার সমুদ্র সফেন৷

তোমরা নিজেদের ডিম্ব গুলি রক্ষা করতে চাও----

পিঁপড়ের বংশধর সব৷


আমি জানি একথা----

তুমি থামবে না ধমকানিতে৷

জয়গান গেয়ে যাও নিজ পেটের ভাত রক্ষার্থে----

বোকামিতে হোক বা ছলচাতুরীতে৷


আমি জানি তুমি থামবে না৷ গর্জে উঠবে বারবার৷

তোমার তো সম্পদ-প্রভাব প্রতিপত্তির প্রতি

একটা নিগূঢ় লালসা আছে---- একথা আমি জানি৷

তুমি চিৎকার করছ নিজের জন্য৷

কিন্তু তোমার সঙ্গীরা...

টিফিন পেলেই তৃপ্ত পাশে থাকা গিরগিটি----

একথা তুমি জানো?


আমি জানি তুমি থামবে না৷ অনশনে বসবে৷

কিন্তু তোমার সভা-সমাবেশের ভবিষ্যত কি?

সে কথা প্রত্যুত্তরে বলো আমায়...

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024