লক্ষণাক্রান্ত
মরে যাচ্ছে
যেতে যেতে কান্নার বিলম্ব কিছুটা সয়ে নিচ্ছে
ভাতের গন্ধ এখনও ঘরময়
কথাবার্তায় কোনও গরল নেই
ফাঁকা জলের গ্লাস সান্নিধ্য চাইছে
এক পলক চেয়ে দেখা
যেদিকে জীবন যায়
দিঘির পাড়ে রাতের সরীসৃপ
রাত্রির কালো পাড়ে আকাশ থ হয়ে আছে
খবর দাও
জল আনো
ঈশ্বরের নাম
ডাকো
কম্বল আলগা করো
ঘাম…
কে দুয়ার ধাক্কায় ?
এখন চুপচাপ
পতন শুরু হল
বেরিয়ে পড়ল দীর্ঘশ্বাস…
No comments:
Post a Comment