কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা
চেনা শহর
আমার চেনা ছোট্ট সেই শহর
ঝোড়ো হাওয়া যার রক্ত মুছে দেয়
পুরনো গন্ধ লেগে আছে রংধনুতেও
বিধিমতো ভয় দুজনেরই গলার শব্দ কেড়ে নেয়
আজ ও রংধনু ওঠে
চোখে পড়ে যায় ল্যম্পপোস্টের নীচে ছায়া কালো
আমার চেনা ঝোপ আজ জঙ্গল হয়েছে
ঝড়ের হাওয়ারা ঘুরে যায়
কাঁপা কাঁপা শিখা নিয়ে মোমবাতি জ্বলে একটা আরও।
Comments