কবি স্বপ্না বনিক -এর একটি কবিতা
যেওনা চলে
কতদিন পরে তুমি এলে
তুমি তো কথা দিয়েছিলে
চাঁপা যখন গন্ধ ছড়াবে
জুঁই বেলেরা হাসবে যবে।
আসবে তুমি পায়ে পায়ে
বইবে বাতাস পূবালী বায়ে
শাওন ভেজা বৃষ্টি রাতে
রজনী আনবে রাঙ্গা হাতে।
বাজবে বুকে স্মৃতির মাদল
বইবে হাওয়া ঝড় বাদল,
জ্যোৎস্না রাতে নাইবা এলে
কাঁদিয়ে আমায় কিবা পেলে?
কতকাল পরে এলে
এলে যদি যেওনা চলে,
নীল স্বপ্নের ঘুম ঘোরে
স্মৃতির আঙিনা দাও গো ভরে।
Comments