কবি তাপস মাইতি -এর একটি কবিতা

 যে পথে

       



যে পথে হাঁটি আর এখানেই 

নিরুপম চুল 

বকের পাখনার মতো ওড়ে নিরুপমার ----

সে আমার বন্ধু ।

তারপর দুপুরের হ্রেষা রোদে 

তার ছবি এবং বোকাটে দেহ , 

মরা মেঘের ভেতর উড়তে উড়তে 

আমাকে ছোঁয় । যেখানে সুরভিত চোখ 

তার মাগুর মাছের মতো আমাকে দেখে 

আর নীলাভ শূন্যে হাসে , 

খিল খিল বাদামি ঠোঁটে ।

আমি তো পথে , তাই 

সে আজ আমার দিকে 

ভীমরুলের চোখ করে 

তার রঙিন মনের ডানা ঝাপটায় ।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র