কবি অমিত পাল -এর একটি কবিতা
সাধারণ মানুষ
বলি, আমি বামপন্থী নই---
নইকো আমি কংগ্রেসী।
আরে, আমি কোনো রাজনীতিবিদ নই
আমি মানুষ। জীবন যুদ্ধে হেরে যাওয়া এক নাবিক।
অন্যায় দেখি প্রতিদিন
কিন্তু প্রতিবাদে ভয় পাই,
পা বাড়াই গোপন পথে।
শুধু একার দ্বারা জয় সম্ভব নয়।
আমি চাকুরিহীন সাধারণ মানুষ,
নই কোনো অভিলাষী মন্ত্রী।
Comments