Sunday, September 19, 2021

গীতিকার বদরুদ্দোজা শেখু -এর একটি গান

 মনটা আমার 



মনটা আমার দুঃখী ওগো তোমার বিরহে দুখী

দূরত্বে ,তবু সামনে দাঁড়িয়ে রয়েছো মুখোমুখি।।


বাড়িয়ে রয়েছি হাত 

উদাত্ত দিনরাত

প্রতীক্ষায় শুধু প্রতীক্ষায় শ্বাস প্রশ্বাস ফুঁকি।।


জানিনা কখন আসে 

আলেয়া আমার পাশে

দূরে হাসে, উড়ে যায় বেদনায় লুকোলুকি ।।


হয়তো হবেনা পাওয়া

 হাসি কান্না গান গাওয়া

এ জীবনে , সেই বিচ্ছেদ খেদ হ'য়ে মনে দ্যায় উঁকি।।

No comments: