আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ।
___________________________________________________সম্পাদকীয়:
হাজার বছরের পথ হেঁটে বনলতার খোঁজ পাওয়া নিয়ে জীবনানন্দের পর্যালোচনা ও সমালোচনা অনেক তো হয়েছে কিন্তু এই পরিশ্রমের ক্লান্তি খোঁজ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কল্পনা পিয়াসী কবির মনে কতটা গভীরতা এনে দিয়েছিল সেই নিয়ে কি কেউ পর্যবেক্ষণ করেন? ফেলে আসা দিনগুলি থেকে শিক্ষা নিয়ে কতজনই বা দু'কলম লিখেছেন!
মুক্তির ডাক নিয়ে ভরে উঠুক মনের খাতা। সাহিত্যচর্চার আকুল আকাঙ্ক্ষা ও বেদনা মসি হয়ে নেমে আসুক। পাঠকরাও হয়ে উঠুক ভাবুক। পাঠকের পঙ্গু মন গভীর সাহিত্যচর্চায় নিমগ্ন হোক। তাই প্রয়োজন সঠিক অধ্যায়ন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা পত্রিকাটি এমন একটি ম্যাগাজিন যার লেখা মানুষের মনের অন্তরালকে নাড়া দেয়। তাই লিখুন, পড়ুন হয়ে উঠুন এই পত্রিকার উপযুক্ত পাঠক।
ধন্যবাদান্তে
World sahitya adda
___________________________________________________
আনন্দ সংবাদ
***World sahitya adda youtube চ্যানেলে শারদ উৎসব উপলক্ষে চারদিনের (সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী) জন্য আবৃত্তি প্রতিযোগিতার আহ্বান করা হচ্ছে।
##শারদ উৎসব ১৪২৮ উপলক্ষে যেকোনো স্বরচিত কবিতা ও ছড়া, এছাড়া গান, রম্য রচনা পরিবেশন করতে পারেন। বিষয়- দুর্গাপুজো।
##চার দিনব্যাপী এই আবৃত্তি প্রতিযোগিতা টি হবে 5 জনের গ্রুপ হিসেবে অর্থাৎ প্রতিদিন পাঁচজনের আবৃত্তি একটি অনুষ্ঠানের মধ্যেই সম্প্রচারিত হবে এইভাবে 4 দিনে মোট ২০ জন আবৃত্তিকার আবৃত্তি করবেন।
##প্রতিটি গ্রুপে পাঁচজন করে আবৃত্তিকার থাকবেন তারা নিজেরাই গ্রুপ করতে পারেন কিংবা আমার সাহায্য নিতে পারেন আমি গ্রুপ করে দেব।
##নিজের নিজের আবৃত্তি ভিডিও আকারে করবেন এবং আলাদা আলাদাভাবে পাঠাবেন।
##চারদিনের আবৃত্তি প্রতিযোগিতায় যে এই গ্রুপটি প্রথম হবেন সেই গ্রুপের 5 জনকেই পুরস্কৃত করা হবে।
##তাই দেরি না করে পাঠিয়ে দিন নিজ নিজ আবৃত্তি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে- 8016962754।
সময়সীমা- মহালয়ার দিন রাত ১২টা পর্যন্ত।
##যে কোনো প্রয়োজনে- 8016962754
No comments:
Post a Comment