কবি জয়িতা চট্টোপাধ্যায় -এর একটি কবিতা
আবহাওয়া দপ্তর
ওয়েদার ফোরকাস্টে শুনলাম তোর আসার কথা
বর্ষার মতো এক সম্ভবনার তত্ত্ব
আমার চারপাশে বসন্ত নয়
পায়ের নীচে পুড়তে পুড়তে গলে যাওয়া রাস্তা
জ্বলছে সূর্য, তবু তুই আসলে ওয়েসিস হয়
তোর পায়ের আওয়াজে বর্ষার মতো অনিশ্চয়তা
লুকনো আছে আমার ভেতর ল্যান্ডমাইনেরা
আবার যদি শুরু হয়ে যায় মুক্তি যুদ্ধ
সাবধান! মুশকিল হয়ে যাবে ফেরা।
Comments